সিডনি: আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ১১ রানে জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ এগিয়ে বিরাট কোহলির দল। আজ জিতে তিন ম্যাচের সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে। দ্বিতীয় ম্যাচের আগে অস্ট্রেলিয়া দল সমস্যার মুখে পড়েছে। তাদের সবচেয়ে অভিজ্ঞ ফাস্ট বোলার মিচেল স্টার্ক টি ২০ সিরিজে দলের বাইরে চলে গিয়েছেন।
টিম ইন্ডিয়ার প্রথম একাদশে খুব বেশি বদলের সম্ভাবনা নেই। শিখর ধবনের সঙ্গে কেএল রাহুলকেই ওপেনারের ভূমিকায় দেখা যাবে। তিন নম্বরে অধিনায়ক বিরাট কোহলি। আগের ম্যাচে ১৫ বলে ২৫ রানের ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসন। এ জন্য টিম ম্যানেজমেন্ট তাঁকে চার নম্বরেই খেলার সুযোগ দিতে পারে। এই পরিস্থিতিতে শ্রেয়স আয়ারকে ফের প্রথম একাদশের বাইরে থাকতে হতে পারে।
মণীশ পান্ড পাঁচ ও হার্দিক পান্ডকে ছয় নম্বরে দেখা যাবে। যদিও পরিস্থিতি অনুযায়ী, হার্দিককে টপ অর্ডারেও পাঠানো হতে পারে। চোটের কারণে রবীন্দ্র জাডেজা সিরিজে দলের বাইরে চলে যাওয়ায় অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে ওয়াশিংটন সুন্দরকে। স্পিন বোলিং অ্যাটাকের নেতৃত্বে থাকবেন যুজবেন্দ্র চাহল।
ফাস্ট বোলারদের মধ্যে টিম ইন্ডিয়ায় প্রথম একাদশে পরিবর্তন হতে পারে। প্রথম ম্যাচে প্রচুর রান দিয়েছিলেন মহম্মদ শামি। আজকের ম্যাচে তাঁর জায়গায় খেলানো হতে পারে জসপ্রিত বুমরাহকে। টি ২০-তে অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন টি নটরাজন। এই ম্যাচেও তাঁর খেলা নিশ্চিত। দীপক চাহারের প্রতিও আস্থা রাখতে পারেন অধিনায়ক।
দ্বিতীয় টি ২০ ম্যাচের আগে চোট আঘাতের সমস্যা ভোগাচ্ছে অস্ট্রেলিয়া দলকে। স্পিনার সুইপসন প্রথম ম্যাচে প্রচুর রান দিয়েছিলেন। সেজন্য তাঁর জায়গায় অ্যাস্টন আগরকে খেলানো যেতে পারত। কিন্তু আগর টি ২০ সিরিজে দলের বাইরে চলে গিয়েছেন। মিচেল স্টার্ক ব্যক্তিগত কারণে সিরিজে দলের বাইরে চলে গিয়েছেন। এ জন্য তাঁর জায়গায় দলে আসতে পারেন অ্যান্ড্রু টাই।
অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের চোটের কারণে দ্বিতীয় ম্যাচে খেলা নিয়ে সংশয় রয়েছে। চোটের কারণে ডেভিড ওয়ার্নারও সিরিজের শুরু থেকেই দলে নেই। সেজন্য ওপেনিং জুটি নিয়ে চিন্তা থাকছে অসি টিম ম্যানেজমেন্টের। যদিও অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে ফিঞ্চের চোট নিয়ে কোনও কিছু জানা যায়নি। ফলে তাঁর খেলা নিশ্চিত বলে মনে করা হচ্ছে। এছাড়া অস্ট্রেলিয়া দলে আর তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।


সম্ভাব্য প্রথম একাদশ
টিম ইন্ডিয়া:শিখর ধবন, কেএল রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), সঞ্জু স্যামসন, মণীশ পান্ডে, হার্দিক পান্ড্য, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহল, মহম্মদ শামি বা জসপ্রিত বুমরাহ, টি নটরাজন, দীপক চাহর
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডার্সি শর্ট, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), মোজেস হেনরিকস, শন অ্যাবট, অ্যান্ড্রু টাই, মিচেল সুইপসন, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড