- Home
-
খেলা
India vs Australia T20 LIVE Score: কাজে লাগল না বিরাটের লড়াই, তৃতীয় টি-২০ ম্যাচে হার ভারতের, সিরিজ ২-১
India vs Australia T20 LIVE Score: কাজে লাগল না বিরাটের লড়াই, তৃতীয় টি-২০ ম্যাচে হার ভারতের, সিরিজ ২-১
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের অধিনায়ক বিরাট কোহলির। আগের ম্যাচেই বড় রান তাড়া করে জিতেছিল ভারত। গত ম্যাচেও টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন কোহলি।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
08 Dec 2020 05:44 PM
১২টি টি-২০ ম্যাচের পর প্রথম হারের মুখ দেখল ভারতীয় দল। এর আগে ভারতীয় দল শেষ টি-২০ ম্যাচ হেরেছিল ২০১৯-এর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তারপর আজ প্রথম হারলেন বিরাটরা।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই দখল করে নিয়েছিল ভারতীয় দল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ১২ রানে হেরে গেল ভারতীয় দল। ফলে সিরিজের ফল হল ২-১। আজ দুর্দান্ত লড়াই করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি করেন ৮৫ রান। ভারতের আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। অস্ট্রেলিয়ার ৫ উইকেটে ১৮৬ রানের জবাবে ৭ উইকেটে ১৭৪ রান করল ভারত।
ক্রিজে এসে প্রথম বলেই এলবিডব্লু হয়ে গেলেন শ্রেয়স আয়ার। ১০০ রানে ৪ উইকেট হারাল ভারতীয় দল।
১২.৩ ওভারে ৯৭ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল। ফিরে গিয়েছেন দুই ওপেনার কে এল রাহুল (০), শিখর ধবন (২৮) ও চার নম্বরে নামা সঞ্জু স্যামসন (১০)।
রান তাড়া করতে নেমে ভারতের ইনিংসের দ্বিতীয় বলেই কোনও রান না করে আউট হয়ে গেলেন কে এল রাহুল। এখন লড়াই চালাচ্ছেন বিরাট কোহলি ও শিখর ধবন।
সিরিজের শেষ ম্যাচটিও জিতে ফল ৩-০ করার জন্য ভারতের টার্গেট নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান।
নির্ধারিত ২০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৮৬/৫। সর্বোচ্চ ৮০ রান ম্যাথু ওয়েডের। গ্লেন ম্যাক্সওয়েল করেন ৫৪ রান। স্টিভ স্মিথ করেন ২৪ রান। ভারতের হয়ে জোড়া উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন টি নটরাজন ও শার্দুল ঠাকুর।
ওয়েডকে ফেরালেন শার্দুল। ১৮.২ ওভারে ১৬৯ রানে তৃতীয় উইকেটের পতন অস্ট্রেলিয়ার। ৫৩ বলে ৮০ রান করেন ওয়েড।
১৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১৬৮। ওয়েডের পর ম্যাক্সওয়েলের হাফসেঞ্চুরি। ৩২ বলে হাফসেঞ্চুরি ম্যাক্সওয়েলের।
ওয়েড ও ম্যাক্সওয়েলের ব্যাটে ঝড়। ১৬ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১৪৫।
ওয়েড ৪৮ বলে ৭৩ ও ম্যাক্সওয়েল ২৪ বলে ৩৭ রানে অপরাজিত রয়েছেন।
১৪ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১২৪।
১২ ওভারে ২ উইকেটে ১০১ রান অস্ট্রেলিয়ার। ম্যাথু ওয়েড ৩৮ বলে ৫৮ ও ম্যাক্সওয়েল ৯ বলে ১১ রানে ক্রিজে রয়েছেন।
হাফসেঞ্চুরি ওয়েডের। এই নিয়ে পরপর দুটি ম্যাচে অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে
স্মিথকে ফেরালেন সুন্দর। ৯.৪ ওভারে ৭৯ রানে দ্বিতীয় উইকেটের পতন অস্ট্রেলিয়ার। দ্বিতীয় উইকেটে ওয়েডের সঙ্গে ৫৫ রান যোগ করেন স্মিথ। ২৩ বলে ২৪ রান করে আউট হলেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে একটি মাত্র বাউন্ডারি।
৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৬৮। ক্রিজে রয়েছেন ওয়েড ও স্মিথ।
সাত ওভারের শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৫৯।
প্রথম পাওয়ার প্লে-তে ১ উইকেটে ৫১ রান অস্ট্রেলিয়ার। গত ম্যাচে তারা করেছিল ৫৯।
মারমুখী মেজাজে ব্যাট করছেন ওয়েড। ৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৪৫। ম্যাথু ওয়েড ছটি চারের সাহায্যে ২১ বলে ৩২ রানে ব্যাট করছেন।
ভারতের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন দীপক চাহর। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে তাঁকে বাউন্ডারি মারেন ম্যাথু ওয়েড। দ্বিতীয় ওভারে অধিনায়ক কোহলি বল তুলে দেন স্পিনার ওয়াশিংটন সুন্দরের হাতে। প্রথম বলে তাঁকে চার মারেন ওয়েড। কিন্তু চতুর্থ বলে মিড অফে হার্দিক পান্ড্যর হাতে ক্যাচ তুলে ফিরে যান ফিঞ্চ। অজি অধিনায়ক খাতা খুলতে পারেননি। ১৪ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
প্রেক্ষাপট
সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের অধিনায়ক বিরাট কোহলির। আগের ম্যাচেই বড় রান তাড়া করে জিতেছিল ভারত। গত ম্যাচেও টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন কোহলি। এই ম্যাচেও রান তাড়া করাই লক্ষ্য ভারতের। প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই ২-০ এগিয়ে ভারত। শেষ ম্যাচে জিতে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশই লক্ষ্য মেন ইন ব্লু ব্রিগেডের।অস্ট্রেলিয়ার পক্ষে স্বস্তির খবর। এই ম্যাচে খেলছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ভারতের প্রথম একাদশে কোনও বদল হয়নি।
ভারতীয় দল- কেএল রাহুল, শিখর ধবন, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজবেন্দ্র চাহল, শার্দুল ঠাকুর, টি নটরাজন।
অস্ট্রেলিয়া দল-ম্যাথু ওয়েড, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ডার্সি শর্ট, মোজেস হেনরিকস, মিচেল সুইপসন, ড্যানিয়েব স্যামস, অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাই।