বক্সিং ডে টেস্টে খেলছেন না বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইনের সঙ্গে টস করতে নেমেছিলেন অজিঙ্ক রাহানে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পেইন। ব্যাটিং সহায়ক উইকেটের ফায়দা তুলতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। উল্টে পরিস্থিতির সুযোগ নিয়ে নিয়মিত উইকেট তুলতে থাকেন ভারতীয় বোলাররা।
১০ বল খেলে কোনও রান না করে আউট হয়ে যান জো বার্নস। শূন্য রানে আউট হন স্টিভ স্মিথও। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে লড়াই করেন মার্নাস লাবুশানে। ১৩২ বলে ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকে। ৩৮ রান করেন ট্র্যাভিস হেড। ৩০ রান করেন অজি ওপেনার ম্যাথু ওয়েড। অধিনায়ক পেইন ১৩ রান করে আউট হন। ১২ রান করেন ক্যামেরন গ্রিন। ১৭ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস খেলেন নাথান লায়ন। ১৬ ওভার বল করে ৫৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা। ২৪ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন আর অশ্বিন। অভিষেক টেস্ট ম্যাচে ২ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেন উমেশ যাদবও।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। ভারতীয় ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ময়ঙ্ক অগ্রবালকে এলবিডব্লিউ করেন অজি পেসার মিচেল স্টার্ক। তবে এরপরই খেলা ধরে নেন শুভমন গিল ও চেতেশ্বর পূজারা। পৃথ্বী শ-র পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন শুভমন। আর অভিষেক টেস্টে ৩৮ বলে ২৮ রানে ক্রিজে আছেন তিনি। দিনের শেষে ভারতের স্কোর ৩৬/১। ৭ রানে ক্রিজে পূজারা। অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৯ রানে পিছিয়ে ভারত।