মেলবোর্ন: যশপ্রীত বুমরা, আর অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ১৯৫ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া। অভিষেক টেস্টে দুই উইকেট নিয়ে নজর কাড়লেন মহম্মদ সিরাজ। ভারতীয় বোলারদের সামনে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না কোনও অস্ট্রেলীয় ব্যাটসম্যান। কার্যত ব্যর্থ হল অজিদের ব্যাটিংয়ের টপ অর্ডার।

বক্সিং ডে টেস্টে খেলছেন না বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইনের সঙ্গে টস করতে নেমেছিলেন অজিঙ্ক রাহানে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পেইন। ব্যাটিং সহায়ক উইকেটের ফায়দা তুলতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। উল্টে পরিস্থিতির সুযোগ নিয়ে নিয়মিত উইকেট তুলতে থাকেন ভারতীয় বোলাররা।



জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। ভারতীয় ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ময়ঙ্ক অগ্রবালকে এলবিডব্লিউ করেন অজি পেসার মিচেল স্টার্ক। তবে এরপরই খেলা ধরে নেন শুভমন গিল ও চেতেশ্বর পূজারা। পৃথ্বী শ-র পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন শুভমন। আর অভিষেক টেস্টে ৩৮ বলে ২৮ রানে ক্রিজে আছেন তিনি। দিনের শেষে ভারতের স্কোর ৩৬/১। ৭ রানে ক্রিজে পূজারা। অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৯ রানে পিছিয়ে ভারত।