ব্রিসবেন: ব্রিসবেনের গাব্বায় ইতিহাস ভারতের। রুদ্ধশ্বাস চতুর্থ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-১ সিরিজ জিতে নিল ভারত। ঋষভ পন্থ, চেতেশ্বর পূজারা ও শুভমান গিলদের দুরন্ত ব্যাটিং গাব্বা টেস্টে ভারতকে তিন উইকেটে জয় এনে দিল। এই অসামান্য পারফরম্যান্সের পর ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) খেলোয়াড়দের আর্থিক পুরস্কারের ঘোষণা করেছে। বোর্ড সচিব জয় শাহ ঘোষণা করেছেন, টিম ইন্ডিয়াকে পাঁচ কোটি টাকার বোনাস দেওয়া হবে।
ব্রিসবেনে জয়ের ফলে ভারত চার ম্যাচের সিরিজ ২-১ জিতে গাওস্কর-বর্ডার ট্রফি নিজেদের দখলেই রেখেছে। গাব্বায় এই প্রথম কোনও দল কোনও টেস্টে ৩০০-র বেশি রান তাড়া করে জিতল।
ভারত অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট সিরিজ জিতল। এর আগে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল ২০১৮-১৯-এর সফরেও চার ম্যাচের সিরিজ ২-১ জিতেছিল। প্রথম কোনও এশিয় দল হিসেবে ডাউনআন্ডারে সিরিজ জিতেছিল ভারত। এবার আরও একবার অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল ভারত।
ভারতের এই ঐতিহাসিক জয়ে নায়ক উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত ও ওপেনার শুভমান গিল। সেইসঙ্গে চেতেশ্বর পূজারা। পন্থ ১৩৮ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেললেন। তাঁর ইনিংসে রয়েছে নয়টি চার ও একটি ছয়।
বাউন্ডারি মেরে দলকে জয়ের দরজায় পৌঁছে দেন ঋষভ। দলের অনেক প্রথমসারির খেলোয়াড়রাই ছিলেন না। এই সিরিজ মূলত তরুণ ক্রিকেটারদের দাপটেই পকেটে পুরল আজিঙ্কা রাহানের ভারত। চোট আঘাতের সমস্যায় জর্জরিত ভারত যেভাবে লড়াই করেছে, তার কোনও প্রশংসাই যথেষ্ট নন। প্রথমসারির ক্রিকেটারদের অনুপস্থিতিতে যেখানেই সুযোগ পেয়েছেন, তা দুহাতে কাজে লাগিয়েছেন তরুণ ক্রিকেটাররা।


এর আগের ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি করেছিলেন ঋষভ। রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করে অবশ্য আউট হয়ে গিয়েছিলেন তিনি। এরপর ক্রিজ আঁকড়ে পড়ে থেকে হনুমা বিহারী ও আর অশ্বিন দলের হার রুখে দিয়েছিলেন। এই ম্যাচে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন ঋষভ। সবমিলিয়ে এই জয় তারুণ্যের জয়।