পুনে: প্রথম টেস্টের দ্বিতীয় দিনই কোণঠাসা ভারতীয় দল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৫০ রানের জবাবে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায় বিরাট কোহলির দল। এরপর দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৪৩। অস্ট্রেলিয়া এগিয়ে ২৯৮ রানে। অধিনায়ক স্টিভ স্মিথ ৫৯ এবং মিচেল মার্শ ২১ রানে অপরাজিত।


গতকাল প্রথম দিনের দ্বিতীয় সেশনে ভারতের স্পিনাররা অজি ব্যাটিং লাইন আপে ধস নামান। আজ পাল্টা ভারতীয় মিডল অর্ডার ও লোয়ার অর্ডারে আঘাত হানলেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার স্টিভ ওকিফি। তিনি মাত্র ৩৫ রান দিয়ে নিলেন ৬ উইকেট। মাত্র ১১ রানে শেষ সাত উইকেট হারাল ভারতীয় দল। ৯৪ রানে ৩ উইকেট থেকে ১০৫ রানেই গুটিয়ে গেল বিরাটদের ইনিংস। উইকেট নেওয়ার জন্য ওকিফির যত না কৃতিত্ব, তার চেয়ে অনেক বেশি দায় ভারতের ব্যাটসম্যানদের। দলের বিপর্যয়ের মুখে রবীন্দ্র জাডেজারা ইনিংসের হাল ধরার বদলে দায়সারা শট খেলে উইকেট ছুঁড়ে দিলেন।