India vs Australia : ঘূর্ণি-জাল সামলে দুরন্ত অজিরা, ৯ উইকেটে টেস্ট জয়

India vs Australia Live : বর্ডার-গাওস্কর টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৭৬ রান। ম্যাচ কি ঘোরাতে পারবেন ভারতীয় বোলররা ?

ABP Ananda Last Updated: 03 Mar 2023 11:01 AM

প্রেক্ষাপট

ইনদওর :  ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (India vs Australia 3rd Test) প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। একমাত্র চেতেশ্বর পূজারা (Chesteshwar Pujara) ব্যতীত আর কোনও ব্যাটার তেমন সাফল্য পাননি।...More

India vs Australia : হেড-লাবুশেনের পার্টনারশিপে সহজ জয়

ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের দুরন্ত পার্টনারশিপে সহজেই ৯ উইকেটে জয় অস্ট্রেলিয়ার। হেড ৪৯ রানে ও মার্নাস ২৮ রানে অপরাজিত থাকলেন।