India vs Australia : ঘূর্ণি-জাল সামলে দুরন্ত অজিরা, ৯ উইকেটে টেস্ট জয়
India vs Australia Live : বর্ডার-গাওস্কর টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৭৬ রান। ম্যাচ কি ঘোরাতে পারবেন ভারতীয় বোলররা ?
ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের দুরন্ত পার্টনারশিপে সহজেই ৯ উইকেটে জয় অস্ট্রেলিয়ার। হেড ৪৯ রানে ও মার্নাস ২৮ রানে অপরাজিত থাকলেন।
কাজে এল না ভারতের জোড়া ঘূর্ণি আক্রমণ। ৯ উইকেটে তৃতীয় টেস্টে জিতল অস্ট্রেলিয়া।
১৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬৯ রান। জিততে আর মাত্র ৭ রান প্রয়োজন।
১৭ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬৪ রান। জিততে আর ১২ রান দরকার ।
৫০ রানের গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া। ১৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫৬ রান। জিততে আর মাত্র ২০ রান দরকার।
দাপটে এগিয়ে চলেছে অজিরা। ১৪ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৪৫ রান। জিততে আর দরকার মাত্র ৩১ রান।
একাদশ ওভারে দুবার রবিচন্দ্রন অশ্বিনকে বাউন্ডারির বাইরে ফেললেন ট্রাভিস হেড। একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকালেন। নিলেন মোট ১৩ রান। ১১ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ২৬ রান।
অশ্বিন-জাদেজার জোড়া স্পিন ফলা শুরু থেকেই। ১০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১৩ রান। জিততে অজিদের আর লাগবে ৬৩ রান।
ডিআরএস নষ্ট ভারতের। মার্নাস লাবুশেনের ব্যাট বা গ্লাভসে বল না লেগেই লেগ স্পিপে ধরা পড়েছিল বিরাট কোহলির হাতে। ৭ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ১০ রান।
লাইন-লেংথ মেনে বোলিং, ভারতীয় স্পিনারদের খোঁজ উইকেটের। ৪ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৭ রান।
দিনের প্রথম ওভারেই উসমান খোয়াজাকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার স্কোর শূন্য রানে ১ উইকেট।
প্রেক্ষাপট
ইনদওর : ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (India vs Australia 3rd Test) প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। একমাত্র চেতেশ্বর পূজারা (Chesteshwar Pujara) ব্যতীত আর কোনও ব্যাটার তেমন সাফল্য পাননি। পূজারা একমাত্র ভারতীয় ব্যাটার যিনি দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেছেন। প্রথম ইনিংসে ১০৯ রানে অল আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ মাত্র ১৬৩। তৃতীয় টেস্ট ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার ম্যাচের তৃতীয় দিনে প্রয়োজন মাত্র ৭৬ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -