ধর্মশালায় জোড়া নজির অলরাউন্ডার জাডেজার
Web Desk, ABP Ananda | 27 Mar 2017 06:59 AM (IST)
ধর্মশালা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন অলরাউন্ডার হিসেবে দুটি অসাধারণ নজির গড়লেন রবীন্দ্র জাডেজা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় অলরাউন্ডার হিসেবে একই মরসুমে ৫০ উইকেট এবং ৫০০ রান করলেন তিনি। এর আগে ১৯৭৯-৮০ মরসুমে কপিল দেব এবং ২০০৮-০৯ মরসুমে মিচেল জনসন এই নজির গড়েছিলেন। তাঁদের নজির স্পর্শ করলেন জাডেজা। এছাড়া দশম ভারতীয় হিসেবে টেস্টে ১,০০০ রান এবং ১০০ উইকেট নেওয়ারও রেকর্ড গড়লেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসাধারণ ফর্মে আছেন জাডেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ইতিমধ্যেই ২২ উইকেট নেওয়া হয়ে গিয়েছে তাঁর। এই পারফরম্যান্সের সুবাদেই রবিচন্দ্রন অশ্বিনকে টপকে টেস্টে এক নম্বর বোলার হয়ে গিয়েছেন জাডেজা। ভারতীয় দলের আশা, সৌরাষ্ট্রের এই বাঁ হাতি অলরাউন্ডারের অসাধারণ ফর্ম বজায় থাকবে এবং তিনি দলকে আরও সাফল্য এনে দেবেন।