India vs Australia 1st T20 LIVE: বল হাতে চাহল ও নটরাজনের দাপট, প্রথম টি ২০ তে ১১ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার, ভারতের হয়ে টি ২০ তে অভিষেক নটরাজনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
04 Dec 2020 05:49 PM
ম্যান অফ দ্য ম্যাচ যুজবেন্দ্র চাহল
বল হাতে চাহল ও নটরাজনের দাপট, অস্ট্রেলিয়াকে প্রথম টি ২০ তে ১১ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত
চাহল ২৫ রানে ৩, নটরাজন ৩০ রানে ৩, চাহর ২৯ রানে ১ উইকেট নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর কোনও উইকেট না পেলেও আঁটোসাঁটো বোলিং করেছেন। চার ওভারে দিয়েছেন মাত্র ১৬ রান। শামি ৪ ওভারে ৪৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। অস্ট্রেলিয়ার হয়ে ফিঞ্চ ৩৫, ডি আর্সি ৩৪, হেনরিকস ৩০ রান করেন।
শেষ ওভারে ১৫ রান করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে অস্ট্রেলিয়া। অ্যাবট ১২ ও সুইপসন ১২ রানে অপরাজিত থাকেন।
শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২৭ রান
স্টার্ককে ফেরালেন নটরাজন। অভিষেক ম্যাচে তৃতীয় উইকেট তাঁর। ১৮.১ ওভারে ১২৭ রানে সপ্তম উইকেটের পতন অস্ট্রেলিয়ার।
স্টার্ককে ফেরালেন নটরাজন। অভিষেক ম্যাচে তৃতীয় উইকেট তাঁর। ১৮.১ ওভারে ১২৭ রানে সপ্তম উইকেটের পতন অস্ট্রেলিয়ার।
হেনরিকসকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করলেন চাহর। ২০ বলে ৩০ রান করে আউট হেনরিকস। ১৭.৪ ওভারে ১২৬ রানে ছয় উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।
ম্যাথু ওয়েডকে আউট করলেন চাহল। সাত করে আউট ওয়েড। ১৬.৬ ওভারে ১২২ রানে পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
ডি আর্সি শর্টকেও আউট করলেন নটরাজন। ৩৮ বলে ৩৪ রান করে ফিরলেন শর্ট। ১৪.৬ ওভারে ১১৩ রানে চতুর্থ উইকেটের পতন হয় অস্ট্রেলিয়ার।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ২ ওভারে ৩৫ রান। ক্রিজে অ্যাবট ও স্টার্ক
অভিষেক ম্যাচে ম্যাক্সওয়েলকে আউট করলেন নটরাজন। ২ রানে আউট ম্যাক্সওয়েল। ১০.৩ ওভারে ৭৫ রানে তিন উইকেট অস্ট্রেলিয়ার।
ব্যাট করতে নেমেছেন ম্যাক্সওয়েল
ফের অজি শিবিরে আঘাত হানলেন চাহল। ৯ বলে ১২ রান করে আউট স্মিথ। ৯.৫ ওভারে ৭২ রানে দ্বিতীয় উইকেটের পতন অস্ট্রেলিয়ার।
চাহলের বলে আউট ফিঞ্চ (২৬ বলে ৩৫)। প্রথম ব্রেক থ্রু ভারতের। ৭.৪ ওভারে ৫৬ রানে প্রথম উইকেটের পতন অস্ট্রেলিয়ার।
৭ওভারে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৫৪। শর্ট ১৮, ফিঞ্চ ৩৪ রানে ক্রিজে।
সপ্তম ওভারে ফিঞ্চ ও শর্টের ক্যাচ পরপর দুই বলে ফস্কালেন ভারতীয় ফিল্ডাররা।
দ্বিতীয় ওভারে বল করতে এসে ২ রান দিলেন ওয়াশিংটন সুন্দর। উল্লেখ্য, বাউন্সারে মাথায় চোট পাওয়ায় জাডেজা এই ম্যাচে বল করতে পারবেন না। কনকাসন সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছেন যুজবেন্দ্র চাহল।
৫ ওভারে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৪৫। শর্ট ১৬, ফিঞ্চ ২৭ রানে ক্রিজে।
ভারতের রান তাড়া করতে নেমে আক্রমণাত্মক মেজাজে ইনিংস শুরু অস্ট্রেলিয়ার। দীপক চাহারের প্রথম ওভারেই তিন বাউন্ডারি সহ এল ১৪ রান।
জাডেজা ২৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে হেনরিকস ৩, স্টার্ক ২, অ্যাডাম জাম্পা ও সুইপসন একটি করে উইকেট পেয়েছেন। জাম্পা ৪ ওভারে দেন মাত্র ২০ রান।
শেষ ওভারের শুরুটা ভালো হল না ভারতের। প্রথম দুটি বলে এক রান করে আসার পর তৃতীয় বলে ওয়াশিংটন সুন্দর ৭ রান করে আউট হয়ে গেলেন। ১৫২ রানে সাত উইকেট হারায় ভারত। এর পরের দুটি বলে বাউন্ডারি হাঁকান জাডেজা। ২২ বলে ৪৩ রানে পৌঁছন ভারতের অলরাউন্ডার। পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে এই রান করেন তিনি। শেষ বলে লেগ বাই এক রান হয়। নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৭ উইকেটে ১৬১ রান।
শেষ পর্বে ব্যাটে ঝড় তুললেন জাডেজা। ১৯ তম ওভারে হ্যাজেলউডকে তিনটি চার ও একটি ছয় মারলেন তিনি। ওই ওভারে ২৩ রান আসে। ভারতের রান ১৯ ওভারের শেষে ৬ উইকেটে ১৫০। জাডেজা ১৯ বলে ৩৪।
ফের ধাক্কা খেল ভারত। আউট হার্দিক পান্ড্য। ১৫ বলে ১৬ রান করে আউট তিনি। মেরেছেন একটি ওভারবাউন্ডারি। ১৬.৫ ওভারে ১১৪ রানে ষষ্ঠ উইকেটের পতন ভারতের।
১৫.৩ ওভারে ৫ উইকেটে ১০০ রান ভারতের।
প্যাভিলিয়নের পথ ধরলেন রাহুলও। ৪০ বলে ৫১ রান করে হেনরিকসের শিকার হলেন তিনি। ১৩.৫ ওভারে ৯২ রানে পঞ্চম উইকেটের পতন।
রাহুলকে সঙ্গ দিতে পারলেন না মণীশ পাণ্ডে। মাত্র ২ রান করে আউট। ১২.৪ ওভারে ৯০ রানে চার উইকেট হারাল ভারত।
১১ ওভারে ভারতের রান ২ উইকেটে ৮৬।
২৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন সঞ্জু। ১৫ বলে ২৩ রান করেন তিনি। ১১.১ ওভারে ৮৬ রানে তৃতীয় উইকেটের পতন ভারতের।
অর্ধশতরান রাহুলের। ৩৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। পাঁচটি চার ও একটি ছয় রয়েছে তাঁর ইনিংসে।
ভারতের ইনিংসের হাল ধরেছেন রাহুল ও সঞ্জু। ১০ ওভারের শেষে ভারতের রান ২ উইকেটে ৭৫। রাহুল ৪৮, ও সঞ্জু ১৫ রানে ব্যাট করছেন।
৮ ওভারের শেষে ভারতের রান ২ উইকেটে ৫৬। ক্রিজে রয়েছেন রাহুল (২৯ বলে ৪০) ও সঞ্জু।
ক্রিজে বেশিক্ষণ টিকতে পারলেন না কোহলিও। মাত্র ৯ রান করে আউট হলেন তিনি। ৯ বলের ইনিংসে রয়েছে একটি মাত্র চার। সুইপসন তাঁকে আউট করেছেন। ৬.৪ ওভারে ৪৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।
সুবিধা করতে পারলেন না ধবন। মাত্র ১ রান করে মিচেল স্টার্কের বলে আউট ভারতের বাঁহাতি ওপেনার। ২.৫ ওভারে ১১ রানে ভারতের প্রথম উইকেটের পতন।
ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছেন শিখর ধবন ও কেএল রাহুল।
ভারতের প্রথম একাদশ-শিখর ধবন, কেএল রাহুল, বিরাট কোহলি, মণীশ পান্ডে সঞ্জু স্যামসন, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, মহম্মদ শামি, টি নটরাজন।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। টি নটরাজনের ভারতের হয়ে টি ২০-তে অভিষেক। এছাড়া দলে আর কোনও পরিবর্তন হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রিত বুমরাহকে।
প্রেক্ষাপট
ক্যানবেরা: একদিনের সিরিজের পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ ভারতের। একদিনের সিরিজে ২-১ হেরে গিয়েছে ভারত।
নিয়মরক্ষার শেষ ওডিআই ম্যাচে বিরাট ব্রিগেড যে মানুকা ওভালে জিতেছিল, সেই মাঠেই আজকের ম্যাচ। অস্ট্রেলিয়ার রাজধানীতে জয়ের ধারা বজায় রেখে টি২০ সিরিজে ভালো সূচনা চাইছে টিম ইন্ডিয়া।
টিম ম্যানেজমেন্ট চাইছে প্রথমে ব্যাট করে প্রয়োজনীয় রান দাঁড় করিয়ে দেওয়ার পর বিপক্ষকে চাপের মুখে ফেলতে। কারণ, ওডিআই সিরিজে দেখা গিয়েছে, তিন ম্যাচেই জিতেছে প্রথমে ব্যাট করা দল। প্রথম দুটো ম্যাচে যে কাজ করেছিল অজিরা, আর শেষম্যাচে ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -