ইনদওর : ইনদওরে আজ তৃতীয় টেস্টে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার। চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এবার টানা ১৬তম টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে রোহিত-ব্রিগেড। যার হাত ধরে জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পাকা হয়ে যাবে জায়গা।


প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করছেন স্টিভ স্মিথ। অন্যদিকে, কে এল রাহুলের জায়গায় টিম ইন্ডিয়ায় জায়গা করে নিয়েছেন শুভমন গিল। মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ভারতের পেস বোলিং আক্রমণে আনা হয়েছে উমেশ যাদবকে।


কেমন হল ভারতীয় দল ?


রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, কে এস ভরত, অক্ষর পটেল, আর অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।


কেমন হল অস্ট্রেলিয়ার দল ?


উসমান খাওয়াজা, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিশেল স্টার্ক, নাথান লায়ন, টড মার্ফি ও ম্যাথু কুনেমন ।


বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুই টেস্টে একেবারেই আশানুরূপ পারফর্ম করতে পারেনি অস্ট্রেলিয়া। দুই টেস্টের কোনওটিই তিন দিনও গড়ায়নি। এমন পরিস্থিতিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ থেকে ইনদওরে তৃতীয় টেস্ট (IND vs AUS 3rd Test) খেলতে নামল অজি দল। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই ম্যাচে অজি দলকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ (Steve Smith)।  


দ্বিতীয় টেস্টে দুই দিনের খেলা শেষে একসময় অস্ট্রেলিয়া দল ম্যাচের রাশ খানিকটা নিজেদের হাতেই নিতে সক্ষম হয়েছিল। তবে তৃতীয় দিনের শুরুতেই জাডেজার দাপটে হু হু করে উইকেট হারিয়ে ফেলে। ছয়জন অজি ব্যাটার স্য়ুইপ মারতে গিয়ে আউট হন। তৃতীয় টেস্টের আগে স্মিথ মেনে নেন যে অজি ব্যাটাররা তাড়াহুড়ো করতে গিয়েই ভুল করে বসেছেন এবং তিনি অকপটে স্বীকারও করে নেন যে তাঁর দল এখনও ভারতীয় পরিবেশের সঙ্গে সম্পূর্ণভাবে মানিয়ে গুছিয়ে নিতে পারেনি।


গতকাল সাংবাদিক সম্মেলনে স্মিথ বলেন, 'আমরা সম্ভবত একটু বেশিই তাড়াহুড়ো করে ফেলেছিলাম। এই বিষয়ে দলের বৈঠকে আলোচনাও করা হয়েছে। ওদের যখন একবার চাপে ফেলতে পেরেছিলাম, তখন আমাদের কাছে সুযোগ ছিল ম্যাচের গতি খানিকটা কমানোর। এত ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলার মানেই ছিল না। আমরা ওদের কোণঠাসা করে দিয়েছিলাম। কিন্তু তারপরে তাড়াহুড়ো করতে গিয়েই গোল বাঁধে। আমাদের পরিবেশ পরিস্থিতির সঙ্গে আরও ভালভাবে মানিয়ে গুছিয়ে নিতে হবে।'