নয়াদিল্লি: অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের টি-২০, একদিনের ও টেস্টের দল ঘোষণা করল বিসিসআই। আজ নির্বাচকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দল বেছে নিয়েছেন। টি-২০ দলে সুযোগ পেয়েছেন আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল পারফরম্যান্স দেখানো বরুণ চক্রবর্তী।
বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কমলেশ নাগরকোটি, কার্তিক ত্যাগী, ঈশান পোড়েব ও টি নটরাজন-এই চারজন অতিরিক্ত বোলারও যাবেন ভারতীয় দলের সঙ্গে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম রোহিত শর্মা ও ইশান্ত শর্মার চোট সারিয়ে ওঠার অগ্রগতির উপর পর্যবেক্ষণ চালিয়ে যাবে।
ভারতের টি ২০ স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, ময়াঙ্ক অগ্রবাল, কেএল রাহুল ( সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, মণীশ পান্ডে. হার্দিক পান্ড্য, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি, দীপক চাহার, বরুণ চক্রবর্তী।
ভারতের একদিনের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, শুবমান গিল, কেএল রাহুল (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, মণীশ পান্ডে. হার্দিক পান্ডে, ময়াঙ্ক অগ্রবাল, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর।
ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), ময়াঙ্ক অগ্রবাল, পৃথ্বী শ, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, উমেশ যাদব, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Oct 2020 09:12 PM (IST)
টি-২০ দলে সুযোগ পেলেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -