মুম্বই: করোনা পরিস্থিতি থেকে লকডাউন, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, বারে বারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। কেবল মুম্বই নয়, গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে সমস্ত সাহায্যের আবেদনেই সাড়া দিয়েছেন তিনি। এই মানুষটিই সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করে সাহায্য চেয়েছেন অনেকেই। তবে এবার ট্যুইটারে সাহায্যের আর্তিতে সাড়া দিয়ে নেটিজেনদের আক্রমণের মুখে পড়ছেন অভিনেতা।

সম্প্রতি স্নেহল মিশ্র বলে একজন তাঁর ছেলের জন্য সাহায্যের আবেদন জানিয়ে একটি ট্যুইট করেন। তিনি লেখেন, চিকিৎসক জানিয়েছেন, তাঁর ছেলের ওপেন হার্ট সার্জারি প্রয়োজন। ট্যুইটারে তিনি 'সোনু স্যার' কথাটি লিখলেও সোনু সুদকে ট্যাগ করেননি তিনি।



সেই ট্যুইটি রিট্যুইট করে সোনু লেখেন, 'আগামীকাল আপনার ছেলে এসআরসিসি হাসপাতালে ভর্তি হবেন। এই সপ্তাহেই অস্ত্রোপচার হয়ে যাবে।' এই ট্যুইটটি নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা। অনেকেই লেখেন, 'অনেক মানুষই সোনু সুদকে ট্যাগ করে কিন্তু তিনি কোনও উত্তর দেন না। অথচ এই ব্যক্তির প্রোফাইলে মাত্র একটাই ট্যুইট রয়েছে। যাচাই না করেই তাঁকে উত্তর দিয়েছেন সোনু সুদ।' অনেকে এটিকে পিআর স্টান্ট বা প্রচার পাওয়ার চেষ্টা বলেও কটাক্ষ করেন।









এই সমস্ত কটাক্ষের উত্তর দেন অভিনেতা। একটি ট্যুইটে তিনি ওই হাসপাতালের বিশদ তথ্য দেন। ক্যাপশানে লেখেন, 'যাদের প্রয়োজন, তাঁরা ঠিক আমায় খুঁজে নেন। এটা কেবল ইচ্ছার ব্যাপার, কিন্তু সেটা অনেকেই বোঝেন না। রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। আপনারা যদি পারেন কিছু ফল নিয়ে যান।'