ভারত-অস্ট্রেলিয়া টেস্ট: উসমান খাজার অবিশ্বাস্য ক্যাচে আউট বিরাট কোহলি- দেখুন
ABP Ananda, Web Desk | 06 Dec 2018 03:22 PM (IST)
অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুটা বিরাট কোহলির আশানুরূপ হল না। অ্যাডিলেড টেস্টে ব্যক্তিগত ৩ রানের মাথায় আউট হয়ে গেলেন তিনি। পেসার প্যাট কামিন্সের বলে অবিশ্বাস্য ক্যাচ নিলেন উসমান খাজা। কোহলি চেয়েছিলেন অফ স্টাম্পের একটু বেশি বাইরে থাকা কামিন্সের পুরো লেংথের বল ড্রাইভ করতে। কিন্তু ঠিকমত খেলতে পারেননি। ব্যাটে লেগে বল উড়ে যায় গালিতে উসমানের কাছে. তিনি নিজের বাঁ দিকে কার্যত উড়ে গিয়ে এক হাতে তা লুফে নেন। এ নিয়ে টেস্টে কামিন্সের বিরুদ্ধে ৪ বল খেলে কোহলি ২ বার আউট হলেন। দেখুন উসমান খাজার সেই ক্যাচ