কোহলি চেয়েছিলেন অফ স্টাম্পের একটু বেশি বাইরে থাকা কামিন্সের পুরো লেংথের বল ড্রাইভ করতে। কিন্তু ঠিকমত খেলতে পারেননি। ব্যাটে লেগে বল উড়ে যায় গালিতে উসমানের কাছে. তিনি নিজের বাঁ দিকে কার্যত উড়ে গিয়ে এক হাতে তা লুফে নেন। এ নিয়ে টেস্টে কামিন্সের বিরুদ্ধে ৪ বল খেলে কোহলি ২ বার আউট হলেন।
দেখুন উসমান খাজার সেই ক্যাচ