IND vs BAN 1st Test, 3rd Day Live : ব্যাটে গিল, পন্থের সেঞ্চুরি, বলে অশ্বিনের ভেল্কি, তৃতীয় দিনশেষে জয়ের স্বপ্ন দেখছে ভারত

IND vs BAN 1st Test Live Update: ৩৭ বলে ১৭ রান করে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) বলে এলবিডব্লিউ হয়ে যান কোহলি।

ABP Ananda Last Updated: 21 Sep 2024 04:30 PM

প্রেক্ষাপট

চেন্নাই : বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান পাননি। দ্বিতীয় ইনিংসে তিনি কীরকম ব্যাটিং করেন, দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ।কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন বিরাট কোহলি। ৩৭ বলে ১৭...More

IND vs BAN, 1st Test Day 3 Live Updates: খেলা শেষ

চেন্নাইয়ে ঝমঝমিয়ে নামল বৃষ্টি। আগেই বন্ধ হল খেলা। চার উইকেটের বিনিময়ে ১৫৮ রানে দিনশেষ করলেন শান্তরা। অধিনায়ক শান্ত ৫১ রানে অপরাজিত রইলেন।