IND vs BAN 1st Test, 3rd Day Live : পন্থের পর সেঞ্চুরি হাঁকালেন গিলও, টেস্টে পঞ্চম শতরান ডানহাতি ব্যাটারের

IND vs BAN 1st Test Live Update: ৩৭ বলে ১৭ রান করে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) বলে এলবিডব্লিউ হয়ে যান কোহলি।

ABP Ananda Last Updated: 21 Sep 2024 01:04 PM
IND vs BAN, 1st Test Day 3 Live Updates: ২৮৭ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ভারতের, বাংলাদেশকে ৫১৪ রানের লিড টিম ইন্ডিয়ার

২৮৭ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ভারতের। বাংলাদেশকে ৫১৪ রানের লিড টিম ইন্ডিয়ার।

India vs Bangladesh Day 3 Live: পন্থের পর সেঞ্চুরি হাঁকালেন গিলও, টেস্টে পঞ্চম শতরান ডানহাতি ব্যাটারের

পন্থের পর সেঞ্চুরি হাঁকালেন শুভমন গিলও। টেস্টে এটা তাঁর পঞ্চম শতরান। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন কে এল রাহুল।

IND vs BAN, 1st Test Day 3 Live Updates: ১০৯ রান করে আউট হয়ে গেলেন ঋষভ পন্থ

১০৯ রান করে আউট হয়ে গেলেন ঋষভ পন্থ। তবে, বাউন্ডারির লক্ষ্যে মেহদি হাসান মিরাজের বল হাঁকান। যদিও, সেই শট নন-স্ট্রাইকারের এন্ডে থাকা মিরাজের তালুবন্দি হয়। 

India vs Bangladesh Day 3 Live: লাঞ্চ ব্রেক শেষ, ৪৩২ রানের লিড নিয়ে সেকেন্ড সেসনের খেলা শুরু

দ্বিতীয় সেসন শুরু। লাঞ্চে যাওয়ার আগে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ২০৫। গিলের ৮৬ ও পন্থের ৮২ রান। সবমিলিতে ৪৩২ রানের লিড।

IND vs BAN, 1st Test Day 3 Live Updates: নির্ভীক ক্রিকেট খেলছে গিল-পন্থ জুটি, এখনই ৪০০-র বেশি লিড ভারতের

নির্ভীক ক্রিকেট খেলছে শুভমন গিল ও ঋষভ পন্থ জুটি। হাসান মাহমুদের ওভারে তুললেন ১৩ রান। ইংল্যান্ডের বাজবল ক্রিকেটের আমদানি ভারতীয় ইনিংসে। এর পাশাপাশি ৪০০-র বেশি লিড তুলে ফেলেছে ভারত।

India vs Bangladesh Day 3 Live: প্রায় ৭০০ দিন পর টেস্টে প্রত্যাবর্তন করেই অর্ধ শতরান পন্থের

অর্ধ শতরান করলেন ঋষভ পন্থ। মেহদি হাসান মির্জার বলে সিঙ্গল নিয়ে হাফ সেঞ্চুরি। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে এটা তাঁর ১২তম অর্ধ শতরান। প্রায় ৭০০ দিন পর টেস্টে প্রত্যাবর্তন করেই সাফল্য।

IND vs BAN, 1st Test Day 3 Live Updates: বড় সুযোগ হারাল বাংলাদেশ, গিলের ক্যাচ ফস্কালেন তাইজুল ইসলাম

বড় সুযোগ হারাল বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে ক্যাচ তোলেন শুভমন গিল। কিন্তু , সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হলেন তাইজুল ইসলাম। লাইফলাইন পেয়ে ৫৬-য় ব্যাট করছেন শুভমন। ভারতীয় ইনিংসের ভিত গড়ছেন গিল-পন্থ।

India vs Bangladesh Day 3 Live: মেহদি হাসানের শর্ট বলে দুরন্ত চার পন্থের, উচ্ছ্বসিত দর্শক

শুরুটা ধীরে হয়েছিল পন্থের। যদিও ৪ মেরে সেই জট কাটিয়ে ফেললেন বাঁহাতি ব্যাটার। মেহদি হাসানের বলকে পাঠিয়ে দিলেন বাউন্ডারি লাইনে। ভাল খেলছেন শর্ট বল। পন্থের অসাধারণ চার দেখের উচ্ছ্বাসে ফেটে পড়লেন চিপকের দর্শকরা।

IND vs BAN, 1st Test Day 3 Live Updates: তৃতীয় দিনের শুরুতেই ভাল শুরু ভারতের, দ্রুত স্ট্রাইক রোটেট করছেন পন্থ-গিল

তৃতীয় দিনের শুরুতেই ভাল শুরু ভারতের। দ্রুত স্ট্রাইক রোটেট করছেন পন্থ-গিল। ফলে সচল রয়েছে স্কোরবোর্ড। 

প্রেক্ষাপট

চেন্নাই : বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান পাননি। দ্বিতীয় ইনিংসে তিনি কীরকম ব্যাটিং করেন, দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ।


কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন বিরাট কোহলি। ৩৭ বলে ১৭ রান করে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) বলে এলবিডব্লিউ হয়ে যান কোহলি। আম্পায়ার আঙুল তুলে দেওয়ার পর এক মুহূর্ত নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা শুভমন গিলের সঙ্গে কথা বলেন কোহলি। ডিআরএস নেবেন কি না, তা নিয়ে মতামত চান। শুভমন নিশ্চিত হতে পারেননি। কোহলিও মাঠ ছাড়েন।


পরে অবশ্য রিপ্লেতে দেখা যায়, বল তাঁর ব্যাটে লেগেছিল। ডিআরএস নিলে বেঁচে যেতেন কোহলি। হয়তো বড় ইনিংসও খেলতে পারতেন। তবে ডিআরএস নেওয়ার ঝুঁকি নেননি কোহলি। মাঠ ছাড়েন আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে। নিজের উইকেটের পরোয়া করেননি।


কোহলির মানসিকতা দেখে মুগ্ধ সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। প্রাক্তন ভারতীয় তারকা জানিয়েছেন, কোহলি সম্ভবত রিভিউ নেননি কারণ তিনি চাননি দলের হাতে থাকা তিনটি রিভিউয়ের কোনওটি নষ্ট হোক। কোহলি কতটা নিঃস্বার্থ, সেটাই বোঝাতে চেয়েছেন মঞ্জরেকর।


প্রথম ইনিংসে মাত্র ৬ রান করেছিলেন কোহলি। দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে ফেরেন। মঞ্জরেকর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। লিখেছেন, 'বিরাটের জন্য আজ খুব খারাপ লাগছে। ও নিশ্চয়ই বুঝতে পারেনি যে বলটা ওর ব্যাটে লেগেছে। ও শুধু শুভমনের কাছে জানতে চেয়েছিল বলটি উইকেটে লাগত কি না। গিল ওকে রিভিউ নিতে বলেছিল। তবে ও হতাশ হয়ে হাঁটা দেয় কারণ ও দলের বাকিদের জন্য তিনটি রিভিউ রাখতে চেয়েছিল।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.