India vs Bangladesh Live: বাংলাদেশকে হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের, ব্যাটিং-বোলিংয়ে ঝোড়ো পারফরম্যান্স রোহিত ব্রিগেডের
Ind vs Ban LIVE Updates: ম্যাচের শেষ দিনে কোন দিকে খেলার মোড় ঘুরতে চলেছে, সেই দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা
বাংলাদেশকে হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের
বাংলাদেশকে হারাতে আর বাকি মাত্র ৩ রান। ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন যশস্বী। ৪৫ বলে ৫১ রান করেন তিনি।
বাংলাদেশের বোলিংকে দুরমুশ করে হাফ সেঞ্চুরি যশস্বীর।
দ্বিতীয় টেস্টে জয়ের পথে ভারত। জিততে দরকার আর ৯ রান।
জিততে বাকি ২৫ রান। ৩৫ বলে ৪২ রান যশস্বীর, ১৮ বলে ১৪ রান বিরাট কোহলির।
পর পর উইকেট হারালেও ক্রিজে থেকে লড়াই চালিয়ে জিততে মরিয়া ভারতীয় ব্যাটাররা। বিরাট-যশস্বীর ব্যাটে ভর করেই ম্যাচ জেতার দিকে এগিয়ে চলেছে ভারত।
বাংলাদেশের স্পিনের দাপটে পর পর উইকেট হারাল ভারত। ১০ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন শুভমন গিল।
ক্রিজে রয়েছেন যশস্বী এবং শুভমন গল। বাউডারি হাঁকিয়ে ৩৩ রান পেরলো ভারত। জয় কি কেবল সময়ের অপেক্ষা?
মিরাজের বলে ক্যাচ আউট রোহিত শর্মা। সুইপ মারতে গিয়েই হাসান মাহমুদের হাতে ধরা দেন তিনি। ৭ বলে ৮ রান করে আউট হন ক্যাপ্টেন।
লাঞ্চ ব্রেকের আগেই অল আউট হয়েছে বাংলাদেশে। লাঞ্চ বিরতি শেষে মাঠে ভারত। ক্রিজে রোহিত শর্মা-যশস্বী জয়সওয়াল।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে টান টান উত্তেজনা। এদিন ম্যাচ শুরু হতেই দাপট দেখায় ভারতীয় বোলাররা। পর পর উইকেট খুইয়ে ১৪৬ রানেই অল আউট বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। এখন এই ম্যাচ জিততে আজ ভারতের প্রয়োজন ৯৫ রান। বিস্তারিত পড়ুন- ভারতের আগুনে বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে অল আউট বাংলাদেশ, জিততে দরকার ১০০-এরও কম রান
পঞ্চম দিনের ম্যাচের শুরুতে পর পর উইকেট। ১৪৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ ভারতের। লাঞ্চের আগেই পড়ল শেষ উইকেট। স্লোয়ার দিয়ে মুশফিকুরকে আউট করলেন বুমরা।
হাতে রয়েছে আর এক উইকেট। ৭৮ রানে এগিয়ে বাংলাদেশ। ক্রিজে রয়েছেন- খালেদ আর মুশফিকুর।
বুমরার আগুনে স্পেল, নবম উইকেট হারাল বাংলাদেশ। ১৩০ রানে ৯ উইকেট বাংলাদেশে।
বুমরার অ্যাকশন বোলিংয়ে ফের ধাক্কা বাংলাদেশ ব্যাটিং লাইনে। আউট মিরাজ। বাংলাদেশের স্কোর ১১৮/৮।
দুরন্ত স্পিন! তিন ওভারে তিন রান দিয়ে ৩ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা
অশ্বিনের পর ঘূর্ণিতে খেল দেখাচ্ছেন জাদেজা। সাকিবকে Caught and Bold করে ফেরালেন সাজঘরে। বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৯৪।
পর পর উইকেট পতন। এবার জাদেজার স্পিনে আউট লিটন দাস। ৮ বলে ১ রান করেন তিনি। বাংলাদেশের স্কোর- ৬ উইকেটে ৯৪।
অর্ধশতরান করেই আকাশদীপের দুরন্ত পেসে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন শাদমান ইসলাম। বাংলাদেশের স্কোর- ৯৩/৫
পঞ্চম দিনে ম্যাচের শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপে বাংলাদেশ। তবে ক্রিজে অপরাজিত শাদমান ইসলাম। ৯৩ বলে ৪৭ রান করেছেন তিনি।
পঞ্চম দিনের ম্যাচ শুরুতেই উইকেট পতন , মোনিনুল হককে ফেরালেন অশ্বিন
ম্যাচের চতুর্থ দিন ২৮৫/৯ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে ভারত। বাংলাদেশের চেয়ে ৫২ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ। মাত্র ১১ ওভার ব্যাট করে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।
বিগত দুই দিনের খেলা না হওয়ার যাবতীয় আক্ষেপ পূরণ করে দিল ভারতীয় দল। একইসঙ্গে ম্যাচ শেষ দিনে উত্তেজনার সব মশলা ঠাসা থাকবে তার আভাসও পাওয়া গেল সোমবারের বেলাশেষে।
প্রেক্ষাপট
কলকাতা: ৭ উইকেটে কানপুর টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -