ঢাকা: সাল ২০১৫। শেষবারের মতো বাংলাদেশ সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Ind vs Bang)। মাঝের সাত বছরে গঙ্গা ও পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। ফের টাইগারদের দেশে যাচ্ছে ভারতীয় দল (Team India)। চলতি বছরেই বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে ও টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার যার সূচি ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)।


জানানো হল, বাংলাদেশের বিরুদ্ধে তিন ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে ভারত। তারপর হবে দুই টেস্ট ম্যাচের সিরিজ। কবে কোথায় হবে ম্যাচগুলি?                                                                                                  


জানানো হয়েছে, তিনটি ওয়ান ডে ম্যাচই হবে মীরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে। তারপর হবে টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে জহুর আমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে মীরপুরেই।                                                  


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান বলেছেন, 'সম্প্রতি ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় দ্বৈরথ দুর্দান্ত কিছু ম্যাচ দেখেছে। বহু প্রতীক্ষিত এই সিরিজটির জন্য দুই দেশের ক্রিকেটভক্তরাই অপেক্ষা করে রয়েছেন। আমাদের সঙ্গে আলোচনা করে সূচি চূড়ান্ত করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে রয়েছি।'                                                                                                         


ওয়ান ডে সিরিজের সূচি:


প্রথম ওয়ান ডে ম্যাচ, ৪ ডিসেম্বর, মীরপুর


দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ, ৭ ডিসেম্বর, মীরপুর


তৃতীয় ওয়ান ডে ম্যাচ, ১০ ডিসেম্বর, মীরপুর


টেস্ট সিরিজের সূচি:


প্রথম টেস্ট ম্যাচ, ১৪-১৮ ডিসেম্বর, চট্টগ্রাম


দ্বিতীয় টেস্ট ম্যাচ, ২২-২৬ ডিসেম্বর, মীরপুর


২৭ ডিসেম্বর সফর শেষ করে দেশে ফিরবে ভারতীয় দল।


আরও পড়ুন: বোর্ডের কমিটি থেকে সরে দাঁড়াক, তোপ প্রাক্তন কর্তার, আমল দিচ্ছেন না সৌরভ-অভিষেক