নয়াদিল্লি: এগিয়ে গিয়েও হল না শেষরক্ষা। দশজনের বাংলাদেশের বিরুদ্ধেও আটকে গেল ভারতীয় ফুটবল দল।
ফিফা ক্রমপর্যায়ে ভারত রয়েছে ১০৭ নম্বরে। আর ভারতের চেয়ে ৮২ ধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তবু হতাশ করল ভারতীয় দল। সোমবার সুনীল ছেত্রীদের খেলার ধরন দেখে অনেকেই হতাশ। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে আটকে যাওয়ার পর কোচ ইগর স্তিমাচের সমালোচনায় মুখর প্রাক্তনরা।
সোমবার ভারতের রক্ষণের পারফরম্যান্স নিয়ে জোরাল সমালোচনা শুরু হয়েছে। সেভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। সুনীলের গোল ছাড়া আর বলার মতো কিছুই নেই। ভারত ১-০ এগিয়ে যাওয়ার পরও গোলশোধের জন্য মরিয়া হয়ে উঠেছিল বাংলাদেশ। এমনকী, দশজন হয়ে যাওয়ার পরেও তারা লড়াই থামায়নি। আক্রমণের ঝড় বইয়ে দেয়। ১-১ ড্র করে লিগ তালিকার শীর্ষে উঠে এল বাংলাদেশ। তিনে রয়েছে সুনীল ছেত্রীর ভারত।
সোমবার শুরুটা অবশ্য ভালই করেছিল ভারত। মাঝমাঠের সঙ্গে বাকিদের মেলবন্ধন ঠিক থাকার জন্য প্রথমার্ধে ভারতের হাতেই ছিল ম্যাচের রাশ। ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুনীল। প্রথমার্ধে সুনীলের গোল ছাড়া আর কোনও প্রাপ্তি না থাকলেও খেলা মোটামুটি ভারতের হাতেই ছিল।
দ্বিতীয়ার্ধের শুরুতেও ব্যবধান বাড়ানোর চেষ্টা করছিলেন সুনীল। তবে দলের বাকিদের কাছে তিনি সেভাবে সাহায্য পাননি। এরই মধ্যে ৫৪ মিনিটে প্রায় ফাঁকা গোল পেয়ে দ্রুত গতিতে এগোচ্ছিলেন লিস্টন কোলাসো। ঠিক তখনই তাঁকে পিছন থেকে বক্সের মধ্যে ফাউল করেন বাংলাদেশের বিশ্বনাথ। তাঁকে লালকার্ড দেখানোর জন্য ১০ জন হয়ে যায় বাংলাদেশ। কিন্তু ১০ জন হয়ে যাওয়ার পরেই হাল ছাড়েনি। প্রীতম কোটাল, রাহুল ভেকে, শুভাশিষ বসুদের দুর্বল রক্ষণের সুযোগে একের পর এক আক্রমণ করতে থাকে জামাল ভুঁইয়ার দল। ৭৪ মিনিটে ইয়াসিন আরাফাত কর্নার থেকেই গোল করে ম্যাচে সমতা ফেরান। ম্যাচ শেষ হয় অমীমাংসিতভাবেই।