KKR on IPL: শেষ ম্যাচে হেরে গেলেও প্লে অফে যেতে পারে কেকেআর, কীভাবে?

IPL 2021: শেষ ম্যাচে কেকেআর হেরে গেলে? তখন কি নাইটদের কোনওরকম সম্ভাবনা থাকবে প্লে অফে যাওয়ার?

Continues below advertisement

দুবাই: জমে উঠেছে আইপিএলের (IPL) প্লে অফের লড়াই। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস, ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইতিমধ্যেই প্লে অফের যোগ্যতা অর্জন করেছে। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে চারটি দল। কাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা কীরকম, আসুন দেখে নেওয়া যাক।

Continues below advertisement

আট দলের টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র সানরাইজার্স হায়দরাবাদই প্লে অফের দৌড় থেকে সম্পূর্ণ ছিটকে গিয়েছে। ১২ ম্যাচে কেন উইলিয়ামসনদের পয়েন্ট চার ও শেষ দুই ম্যাচ জিতলেও তাঁদের যোগ্যতা অর্জন করা অসম্ভব।

বাকি চার দলের মধ্যে ১৩ ম্যাচ ১২ পয়েন্ট নিয়ে তালিকায় চার নম্বরে রয়েছে অইন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের বাকি আর একটি ম্যাচ আর সেই ম্যাচে জিতলেই নাইটদের প্লে অফে খেলা নিশ্চিত। অন্য কোনও দলের ফলাফলের কোনওরকম প্রভাব পড়বে না শাহরুখ খানের দলের ভাগ্যের ওপর।

কিন্তু কেকেআর হেরে গেলে? তখন কি নাইটদের কোনওরকম সম্ভাবনা থাকবে প্লে অফে যাওয়ার?

অঙ্ক বলছে, হেরে গেলেও প্লে অফে যেতে পারে কেকেআর। কিন্তু কীভাবে? নাইটদের শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের সঙ্গে। ১২ ম্যাচে যাদের পয়েন্ট ১০। কেকেআর শেষ ম্যাচে হেরে গেলে শেষ করবে ১২ পয়েন্টেই। ১৩ ম্যাচের শেষে পঞ্জাব কিংসের দখলে ১০ পয়েন্ট। কে এল রাহুলদের শেষ ম্যাচ সিএসকের বিরুদ্ধে। সেই ম্যাচ পঞ্জাব জিতলেও নাইটদের সমস্যা হওয়ার কথা নয়। কারণ, সেক্ষেত্রে পঞ্জাবেরও পয়েন্ট দাঁড়াবে ১২। কিন্তু রান রেটে অনেক পিছনে পঞ্জাব। তাই রান রেটে এগিয়ে থাকায় সুবিধা পাবে কেকেআরই। শুধু নিশ্চিত করতে হবে যে, শেষ ম্যাচে কেকেআর রাজস্থানের কাছে না বিশাল ব্যবধানে হেরে যায় এবং পঞ্জাব না শেষ ম্যাচ বিরাট ব্যবধানে জেতে।

আরও পড়ুন: টি-টোয়েন্টি মানে শুধু চার-ছক্কার খেলা নয়, মন্থর পিচ নিয়ে প্রতিক্রিয়া মর্গ্যানের

রাজস্থান ও মুম্বই, দুই দলেরই দুটি করে ম্যাচ বাকি। দুই দলই দাঁড়িয়ে ১০ পয়েন্টে। কেকেআরের আগে রাজস্থানের খেলা রয়েছে মুম্বইয়ের কাছে। সেক্ষেত্রে মুম্বইয়ের কাছে হারতে হবে রাজস্থানকে। শেষ ম্যাচে তখন রাজস্থান নাইটদের বিরুদ্ধে জিতলেও সমস্যা হবে না। অন্য দিকে মুম্বই যদি রাজস্থানকে হারায়, রোহিত শর্মাদের পয়েন্ট হবে ১২। তবে শুক্রবার হায়দরাবাদের কাছে হারতেই হবে মুম্বইকে। সেক্ষেত্রে কেকেআর, রাজস্থান, মুম্বই ও পঞ্জাব, চার দলেরই পয়েন্ট দাঁড়াবে ১২। কিন্তু নেট রান রেট ভাল থাকায় কেকেআর পৌঁছে যাবে প্লে অফে।

আইপিএলের রুদ্ধশ্বাস পরিসমাপ্তির অপেক্ষায় সমর্থকেরা।

Continues below advertisement
Sponsored Links by Taboola