চেন্নাই : শুরুতেই বাংলাদেশকে ধাক্কা ভারতের। লাঞ্চ বিরতিতে ২৬ রানে ৩ উইকেট খুইয়ে চাপে বাংলাদেশ। জাকির হাসান ও মমিনুল হকের মূল্যবান উইকেট তুলে নেন আকাশ দীপ। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গে রয়েছেন মুশফিকুর রহিম। মজবুত পার্টনারশিপ গড়ার লক্ষ্যে এখন এই দুই ব্যাটারের মুখাপেক্ষী বাংলাদেশ। অন্যদিকে, দ্রুত উইকেট ফেলে তাদের উপর আরও চাপ বাড়াতে চাইছে টিম ইন্ডিয়া।
৪০০ রানের গণ্ডি ছুঁতে পারেনি ভারত। আর অশ্বিন ও আর জাডেজার ব্যাটে ভর করে স্কোর আরও খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার আশা ছিল। কিন্তু, বাংলাদেশের বোলারদের দাপটে তা সম্ভব হয়নি।
প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ছিল ছয় উইকেটের বিনিময়ে ৩৩৯ রান। অশ্বিন ১০২ ও জাডেজা ৮৬ রানে অপরাজিত ছিলেন। শেষ সেশনে ৫-র অধিক রানে প্রতি ওভারে ব্যাটিং করে ভারত। এরপর আজ ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ব্যক্তিগত ৮৬ রানেই ইনিংস শেষ হয়ে যায় জাডেজার। পরবর্তী আকাশ দীপ, জশপ্রীত বুমরা বা মহম্মদ সিরাজ কেউ সে অর্থে রান তুলতে পারেননি। ইনিংস বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেনি অশ্বিনও। গতকাল ১০২ রানে অপরাজিত থাকা ইনিংস এদিন শেষ হয়ে যায় ১১৩ রান। অশ্বিনের ইনিংসে চারিদিকে এখন প্রশংসার বন্যা। তবে, প্রথম ইনিংসে ৪০০ রান পৌঁছনো হল না রোহিত শর্মা ব্রিগেডের।
এরপর ব্যাট করতে নামে বাংলাদেশ। ২ রানের মাথায় জশপ্রীত বুমরার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান শাদমান ইসলাম। পরে ভেল্কি দেখান আকাশ দীপ। ব্যাক টু ব্যাক ২টি উইকেট তুলে নেন তিনি। জাকির হাসান ও মমিনুল হককে ফেরত পাঠান। স্বাভাবিকভাবেই, প্রথম থেকে ভারতের ব্যাটিং লাইন আপকে ধাক্কা দেওয়ার পর বাংলাদেশ যে অ্যাডভান্টেজটা পেয়েছিল, সেটাতে প্রথমে ধাক্কা দেয় অশ্বিন ও জাডেজার জুটি। পরে অবশ্য আজ দ্বিতীয় দিনের শুরুতে ভারতকে বেশি রান সংগ্রহ করতে না দিয়ে সেই ধাক্কা সামলে নেয় তারা। কিন্তু, ভারতীয় বোলিং লাইনের ভেল্কিতে এবার নাস্তানাবুদ অবস্থা বাংলাদেশের ব্যাটিং লাইন-আপের।
আরও পড়ুন ; ভারতের পেস আক্রমণের মুখে ধরাশায়ী, ৫ উইকেট খুইয়ে নাস্তানাবুদ অবস্থা বাংলাদেশের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।