IND vs BAN U19W Live: সাউমির ৪ উইকেট, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ৮৪ রানে হারিয়ে দিল ভারতীয় দল

IND vs BAN U19W Live Score: ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি কোচ থাকাকালীনই সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রত্যেক ক্রিকেটার একবার করেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলবেন।

ABP Ananda Last Updated: 20 Jan 2024 08:58 PM
IND vs BAN Live Score: জয় অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল

যুব বিশ্বকাপের প্রথম ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে ৮৪ রানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। 

IND vs BAN Live: বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন

৪১ রানের ইনিংস খেলে আউট হলেন আরিফুল ইসলাম। মুশির খানের বলে আউট হলেন আরিফুল। 

IND vs BAN Live Score: ২৯ ওভারে বাংলাদেশের স্কোর ৯৬/৪

২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান বোর্ডে তুলল বাংলাদেশ। 

IND vs BAN Live: বাংলাদেশের স্কোর ১৫ ওভারে ৫০/৪

মাত্র ৫০ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট খোয়াল বাংলাদেশ। ৪ ওভার করে মাত্র ৫ রান দিয়ে এখনও পর্যন্ত ২ উইকেট তুলে নিয়েছেন সাউমি পাণ্ডে। ১টি করে উইকেট নিয়েছেন আর্শিন ও রাজ। 

IND vs BAN Live Score: রান তাড়া করতে নামল বাংলাদেশ

রান তাড়া করতে নামল বাংলাদেশ। ২ উইকেট খুঁইয়েছে তাঁরা। রাজ লিম্বানি একটি ও সাউমি পাণ্ডে ১টি করে উইকেট নেন।

IND vs BAN Live: ৫০ ওভারে ভারতের স্কোর ২৫১/৭

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল।

IND vs BAN Live Score: ৪৭ ওভার শেষে ভারতের স্কোর ২২৮/৬

ভারতের ষষ্ঠ উইকেটের পতন। প্রিয়াংশু মোলিয়া ২৩ রান করে ফিরলেন। ভারতের স্কোর ২২৮/৬।

IND vs BAN Live: দুশোর গণ্ডি পেরল ভারত

২৩ রান করে আউট হলেন আরাভেল্লী অভনিশ। ভারতের পঞ্চম উইকেটের পতন। ৫ উইকেট হারিয়ে ভারতীয় দল দুশোর গণ্ডি পেরিয়ে গেল।

IND vs BAN Live Score: ৬৪ রান করে ফিরলেন ভারত অধিনায়ক উদয় সাহরন

ভারতের চতুর্থ উইকেটের পতন। ৬৪ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেন ভারত অধিনায়ক উদয় সাহরন। ভারতের স্কোর ৩৯ ওভার শেষে ১৬৯/৪।

IND vs BAN Live: ভারতের তৃতীয় উইকেটের পতন

ভারতের তৃতীয় উইকেটের পতন। ৭৬ রান করে আউট হয়ে গেলেন আদর্শ সিংহ। দলের স্কোর ৩২ ওভার শেষে ১৫০/৩।

IND vs BAN Live Score: অর্ধশতরান পূরণ করলেন ২ ভারতীয়  ব্যাটারই

অর্ধশতরান পূরণ করলেন ২ ভারতীয়  ব্যাটারই। 

IND vs BAN Live: ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৩২/২

১০০ রানের পার্টনারশিপ গড়ে তুললেন উদয় ও আদর্শ। ২৮ ওভার শেষে ভারতের স্কোর ১৩২/২।

IND vs BAN Live Score: ১৪ ওভারে ভারতের স্কোর ৬৫/২

১৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৫ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল। 

IND vs BAN Live: ভারতের দ্বিতীয় উইকেটের পতন

ভারতের দ্বিতীয় উইকেটের পতন। মাত্র ৩ রান করে প্যভিলিয়নে ফিরলেন মুশিফর খান।

IND vs BAN Live Score: ভারতে প্রথম উইকেটের পতন

ভারতের প্রথম উইকেটের পতন। ৭ রান করে আউট হলেন আশরানি কূলকর্নী। ভারতের স্কোর ১৭/১

IND vs BAN Live: টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক

টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন ভারতীয় দলকে।

প্রেক্ষাপট

শুক্রবার, ১৯ জানুয়ারি শুরু হয়ে গিয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U 19 World Cup)। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে ভারতীয় দল (IND vs BAN)। চার বছর আগের ফাইনালের ড্রেস রিহার্সাল যেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২০ সালে। এবার ভারতের সামনে প্রতিশোধের ম্যাচ।


ভারতের সামনে খেতাব রক্ষার লড়াইও। কারণ, বিশ্বচ্যাম্পিয়ন হিসাবেই নামছে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল। যশ ধূলের নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২৪ দিন ধরে ১৬ দলের ৪১ ম্যাচের পর নির্ধারিত হবে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন কারা।


২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তিনি কোচ থাকাকালীনই সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রত্যেক ক্রিকেটার একবার করেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলবেন। যাতে করে বয়স ভাঁড়ানো নিয়ে অভিযোগ আটকানো যায়।


একটা সময় মনে করা হতো, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জুনিয়র ক্রিকেটারদের তুলে ধরার মঞ্চ। ২০১৮ সালের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার এখন ভারতীয় সিনিয়র দলের স্তম্ভ। শুভমন গিল। সেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক পৃথ্বী শ-ও ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন। 


মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে নজর কেড়েছিলেন আর্শিন কুলকার্নি। মাত্র ৩ ম্যাচ খেলেও ১৯টি ছক্কা মেরে রেকর্ড গড়েন। যে টুর্নামেন্টে রুতুরাজ গায়কোয়াড়, কেদার যাদব, রাহুল ত্রিপাঠিদের মতো তারকাও খেলেছেন। মহারাষ্ট্রের সিনিয়র দলেও জায়গা করে নিয়েছেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলবেন। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম ভরসা আর্শিন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.