টোকিও: টোকিও অলিম্পিক্সে হকির সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে হার ভারতের। ৫-২ গোলে হার ভারতের। এদিন খেলার শুরু থেকেই দু দলের মধ্যে কড়া টক্কর হয়। কিন্তু চতুর্থ কোয়ার্টারে গিয়ে খেই হারিয়ে ফেলে ভারতীয় দল। অলিম্পিক্স সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে পিছিয়ে গেল ভারত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রথম কোয়ার্টারেই গোলশোধ করে ভারত। হরমনপ্রীত সিংহ গোল করেন ভারতের হয়ে। এর কিছুক্ষণের মধ্যেই যদিও দ্বিতীয় গোল করে করেন মনদীপ সিংহ। বিশ্বমানের ফিনিশিং করেন মনদীপ। 


প্রথম কোয়ার্টারে আর কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে হেনড্রিকস গোলশোধ করেন বেলজিয়ামের হয়ে। হাফ টাইমে ম্যাচের ফল ছিল ২-২। এরপর ফের গোল করেন হেনড্রিকস। চতুর্থ কোয়ার্টারে পরপর পেনাল্টির সুযোগ পায় ভারত। চতুর্থ কোয়ার্টার শেষ হওয়ার ৭ মিনিট আগে হ্যাটট্রিক করেন হেনড্রিকস। ফের গোল করে দলকে ২ গোলের ব্যবধান এনে দেন। ৪-২ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। খেলার শেষ মিনিটে আরও একটি গোল করে কফিনে শেষ পেরেক পুঁতে দেন বেলজিয়ামের ডহম্যান। 


সোনাজয়ের স্বপ্নভঙ্গ হলেও এখনও ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে ভারতীয় হকি দলের। এর আগে মহিলাদের হকিতে সোমবার ইতিহাস গড়েছিলেন ভারতের মহিলারা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার অলিম্পিক্সের সেমিফাইনালে উঠেছিল ভারতের মহিলা হকি দল। সেই অস্ট্রেলিয়া, যারা সোনা জয়ের প্রধান দাবিদার ছিল এবং পুল এ-র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। অগ্নিপরীক্ষার ম্যাচে দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরজিৎ কৌর। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। অনেক চেষ্টা করেও সেই গোল আর পরিশোধ করতে পারেনি অস্ট্রেলিয়া।


এই নিয়ে মাত্র তিনবার অলিম্পিক্সে খেলছে ভারতের মহিলা হকি দল। ১৯৮০ সালে রাউন্ড রবিন লিগ ফর্ম্যাটে খেলা হয়েছিল। চতুর্থ স্থানে শেষ করেছিলেন মহিলারা। এরপর ২০১৬ সালে খেলেছিল ভারত। তবে বলার মতো কিছুই করতে পারেনি। তৃতীয় প্রচেষ্টায় ইতিহাস গড়লেন মহিলারা। কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন বিশ্বের দুই নম্বর দলকে।