নয়াদিল্লি: সেমিফাইনালে যাওয়ার কোনও আশা ছিল না। প্রথম দুই ম্যাচ হারের পরেই যাবতীয় স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তবু শেষ ম্যাচে ভারতের মেয়েরা চেয়েছিল গোল করে অন্তত নিজেদের মান রক্ষা করতে। কিন্তু সাম্বা ঝড়ে ভারত ৫ গোলের মালা পরে মাঠ ছাড়ল। মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতকে ৫-০ গোলে বিধ্বস্ত করল বিশ্ব ফুটবলের মহাশক্তিধর দেশ ব্রাজিল (Ind vs Brazil)।
ভারতের স্বপ্ন অধরাই থাকল। গ্রুপ লিগের কোনও ম্যাচেই গোল করতে পারল না তারা। বরং সব ম্যাচের গোলের মালা পরে মাঠে ছাড়ল। ব্রজিলের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেও ৫ গোলের মালা ঝুলিয়ে মাঠ ছাড়লেন ভারতের মেয়েরা। খালি হাতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ শেষ করল ভারত। তিনটি ম্যাচে মোট ১৬ গোল হজম করতে হল ভারতকে। একরাশ হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করল টিম ইন্ডিয়া।
আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল ভারত। সেই পড়ে পাওয়া সুযোগও কাজে লাগাতে ব্যর্থ মেয়েদের অনূর্ধ্ব ১৭ ভারতীয় দল। মার্কিন যুক্তরাষ্ট্র ও মরক্কোর বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে হারতে হয়েছিল। দুই প্রতিপক্ষের বিরুদ্ধে একটিও গোল করতে পারেনি ভারতের মেয়েরা। ফলস্বরূপ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। অন্তত ১ পয়েন্টের আশা করেছিলেন কোচ থমাস ডেনার্বি। কিন্তু তিনি হতাশ হয়েই মাঠ ছাড়লেন।
সোমবার গ্রুপ পর্বের শেষ এবং বিশ্বকাপে ভারতের অন্তিম ম্যাচে প্রতিপক্ষ ছিল ব্রাজিল। অন্তত ১টা গোল করতে মরিয়া ছিলেন ভারতীয় দলের কোচ। শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ৫ গোল হজম করতে হল। খালি হাতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ শেষ করল ভারত। তিনটি ম্যাচে মোট ১৬ গোল হজম ভারতের। একরাশ হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করল ভারতের মেয়েরা।
আরও পড়ুন: 'দাদা আঙ্কল', মুম্বইয়ে সৌরভের মন জিতে নিল খুদে ভক্ত