Ind vs Eng ODI LIVE: ৬৬ রানে ইংল্যান্ডকে হারাল ভারত
India vs England 1st ODI Score Live Updates: আজ পুণেতে প্রথম একদিনের ম্যাচ।
প্রথম একদিনের ম্যাচে ভারত ৬৬ রানে জয়ী। ৪২.১ ওভারে ২৫১ রানে অলআউট ইংল্যান্ড।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪.৪ ওভারে ইংল্যান্ডের রান ৫ উইকেটে ১৭৬। ২৫ তম ওভারে পরপর ইওন মর্গ্যান ও জস বাটলারকে হারিয়ে চাপে ইংল্যান্ড। জেসন রয় ও জনি বেয়ারস্টোর ওপেনিং জুটি দুরন্ত শুরু করেছিলেন। ওপেনিং জুটিতে ১৫ ওভারের মধ্যেই ১৩৫ রান ওঠে। প্রথমে রয় ৪৬ রানে আউট হন। এরপর বেন স্টোকসকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। এরপর বেয়ারস্টো (৯৪) কে ফেরান শার্দুল ঠাকুর। মর্গ্যান ও বাটলারকেও তুলে নেন তিনি।
স্লগ ওভারে বিধ্বংসী ব্যাটিং ক্রুণাল ও রাহুলের। তাঁদের দাপটে ভারতের রান ৩০০ পেরোল। ৫০ ওভার শেষে ভারতের রান ৫ উইকেটে ৩১৭। রাহুল ৪৩ বলে ৬২ ও ক্রনাল ৩১ বলে ৫৮ রানে অপরাজিত থাকলেন। দুজনের জুটিতে ৯.৩ ওভারে যোগ হল ১১২ রান। ২০৫ রানে পঞ্চম উইকেটের পতন হয়। তারপর থেকে আর উইকেট হারায়নি ভারত। বরং ব্যাটে ঝড় তোলেন ক্রুণাল ও রাহুল।
হাফসেঞ্চুরি রাহুলেরও। ৩৮ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। ৪৯ ওভার শেষে ভারতের রান ৫ উইকেটে ৩০৪।
অভিষেক ম্যাচেই অর্ধশতরান ক্রুনালের। ২৬ বলে ৫০ কোনও অভিষেককারীর মধ্যে সবচেয়ে দ্রুত।
ইনিংসের শেষ লগ্নে ব্যাটে ঝড় রাহুল ও ক্রুণালের। ৪৮ ওভার শেষে ভারতের রান ৫ উইকেটে ২৯২। রাহুল ৩৭ বলে ৪৮ ও ক্রুনাল ২৫ বলে ৪৯ রান করে ক্রিজে।তাঁদের জুটিতে ৭.৩ ওভারে যোগ হয়েছে ৮৭ রান।
৪৫ ওভারে ভারতের রান ৫ উইকেটে ২৫০। ক্রুনাল ২৫ ও রাহুল ৩১ রানে ক্রিজে রয়েছেন।
পর পর বাউন্ডারি ক্রুনালের। ৪২ ওভার শেষে ভারতের রান ৫ উইকেটে ২১৮।
ক্রিজে রয়েছেন রাহুল ও ক্রুনাল পান্ড্য।
পর পর উইকেট হারাচ্ছে ভারত। এবার আউট হার্দিক পান্ড্য।৪০.৩ ওভারে ২০৫ রানে আউট ভারতের পাঁচ ব্যাটসম্যান। স্টোকসের বলে ১ রান করে ফিরলেন হার্দিক।
সেঞ্চুরি হাতছাড়া শিখর ধবনের। ১০৬ বলে ৯৮ রানের অনবদ্য ইনিংস খেলে স্টোকসের বলে আউট হলেন তিনি। ৩৮.১ ওভারে ১৯৭ রানে চতুর্থ উইকেট হারাল ভারত। ক্রিজে রয়েছেন রাহুল ও হার্দিক পান্ড্য।
ক্রিজে রয়েছেন ধবন ও কে এল রাহুল
ক্রিজে বেশিক্ষণ টিকতে পারলেন না শ্রেয়স। মার্ক উডের বলে ৬ রান করে আউট হলেন তিনি। ৩৪.৫ ওভারে ১৮৭ রানে তৃতীয় উইকেট হারাল ভারত।
৩৩ ওভার শেষে ২ উইকেটে ১৭৮। শিখর ধবন ৯৫ বলে ৯১ ও শ্রেয়স আয়ার ১ রানে ব্যাট করছেন। এর আগে ৩২.১ ওভারে ৬০ বলে ৫৬ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। ১৬৯ রানে ভারতের দ্বিতীয় উইকেটের পতন হয়।
২৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ১১৭। ধবন ৫৫ ও বিরাট ৩২ রানে অপরাজিত।
অর্ধশতরান করলেন ভারতের ওপেনার শিখর ধবন। আদিল রশিদের বলে ছক্কা মেরে তিনি ৪৫ থেকে ৫১ রানে পৌঁছে যান। ৬৮ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি। ভারতের রান ১০০ পেরিয়ে গিয়েছে।
২০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৮৩। ধবন ৪৩ ও বিরাট ১০ রানে অপরাজিত।
১৭ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৭৫। ধবন ৪০ ও বিরাট ৫ রানে অপরাজিত।
১৬-তম ওভারে প্রথম উইকেট হারাল ভারতীয় দল। ৪২ বলে ২৮ রান করে আউট হয়ে গেলেন তারকা ওপেনার রোহিত শর্মা। বেন স্টোকসের বলে জশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
১৪ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৫৮। রোহিত ২৩ ও ধবন ৩৩ রানে অপরাজিত।
৮ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ২৬। রোহিত ৯ ও ধবন ১৭ রানে অপরাজিত।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মন্থর গতিতে ব্যাটিং করছে ভারতীয় দল। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবন এখনও পর্যন্ত একটি করে বাউন্ডারি মেরেছেন।
৬ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ১৫। রোহিত শর্মা ৮ ও শিখর ধবন ৭ রানে অপরাজিত।
প্রেক্ষাপট
পুণে: টেস্ট ও টি-২০ সিরিজের পর এবার ভারত-ইংল্যান্ডের একদিনের সিরিজ। আজ পুণেতে প্রথম ম্যাচ। টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। আজই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন প্রসিদ্ধ কৃষ্ণ। অন্যদিকে, একদিনের আন্তর্জাতিকে অভিষেক হল ক্রুণাল পাণ্ড্যর। তাঁর ভাই হার্দিক পাণ্ড্যও আজ খেলছেন। দুই ভাই একসঙ্গে ভারতীয় দলকে জেতানোর লক্ষ্যে মাঠে নেমেছেন।
আজকের ম্যাচে ভারতীয় দল-রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আয়ার, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ।
আজকের ম্যাচে ইংল্যান্ড দল-জেসন রয়, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), জশ বাটলার, বেন স্টোকস, স্যাম বিলিংস, মইন আলি, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ ও মার্ক উড।
টসের পর বিরাট বলেছেন, ‘প্রথমে ব্যাটিং করতে পেরে আমি খুব খুশি। আমাদের অন্যরকম পরিকল্পনা ছিল। বিকেলে আবহাওয়া পুরোপুরি বদলে যাবে। আমাদের কাছে রান তোলার সুযোগ আছে। আমরা এখানে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ যে ম্যাচ খেলেছিলাম, তার স্মৃতি খুব ভাল। আমরা যদি বিশ্বাস করি আমরা সেরা দল, তাহলে আমাদের যে কোনও কিছু করার জন্য তৈরি থাকা উচিত। কে এল (রাহুল) পাঁচ নম্বরে ব্যাটিং করবে এবং কিপিং করবে। প্রথম চারজন ব্যাটসম্যান হল রোহিত, শিখর, আমি ও শ্রেয়স। হার্দিক ৬ নম্বরে ব্যাট করবে। ক্রুণাল সাত নম্বরে ব্যাট করতে নামবে। শার্দুল ৮ নম্বরে, ভুবি ৯ নম্বরে, প্রসিদ্ধ ১০ নম্বরে এবং শেষে কুলদীপ।’
সম্প্রতি বেশ ভাল ফর্মে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া সফর থেকেই তিনি দুর্দান্ত ফর্মে। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জয়ে তাঁর বড় অবদান ছিল। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেও তিনি ভাল পারফরম্যান্স দেখান। কিন্তু আজ তাঁকে খেলার সুযোগ দেওয়া হল। টি-২০ সিরিজে যিনি একেবারেই ফর্মে ছিলেন না, সেই রাহুলকে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলানো হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -