IND vs ENG Live Cricket Score Live Updates: অপরাজিত ১২৮ রুটের, ইংল্যান্ড দিনের শেষে ২৬৩/৩

India Vs England 1st Test Match Cricket Score Live Updates: অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট-যুদ্ধে নামছে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতীয় দল। আজ, শুক্রবার থেকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Feb 2021 05:16 PM
IND vs ENG 1st Test: দিনের শেষ বলে ডম সিবলের (৮৭) উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ভাঙে তাঁর ও জো রুটের (১২৮*) ২০০ রানের পার্টনারশিপ। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২৬৩/৩।
IND vs ENG 1st Test: আড়াইশো টপকে গেল ইংল্যান্ডের স্কোর। আপাতত স্কোর ২৫০/২। ক্রিজে রয়েছেন জো রুট (১১৭*) ও ডম সিবলে (৮৫*)।
IND vs ENG 1st test: কেরিয়ারের একশোতম টেস্টে সেঞ্চুরি করলেন জো রুট। ইংল্যান্ড অধিনায়কের কেরিয়ারের ২০তম সেঞ্চুরি। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের স্কোর ২২৭/২
IND vs ENG 1st test: চেন্নাইয়ে সেঞ্চুরির পথে জো রুট। ৯৪ রানে ব্যাট করছেন ইংল্যান্ডের অধিনায়ক। ৬৭ রান করে ক্রিজে ডম সিবলে। ইংল্যান্ডের স্কোর ২০৯/২।
IND vs ENG 1st Test: বড় রানের পথে ইংল্যান্ড। ৬৭ ওভারের শেষে জো রুটদের স্কোর ১৬৭/২।
IND vs ENG 1st Test: ৫৮ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১৪১/২। ক্রিজে রয়েছেন জো রুট (৪৭ ব্যাটিং) ও ডম সিবলে (৫৩ ব্যাটিং)।
IND vs ENG: ২ উইকেট হারিয়ে ১০০ পেরিয়ে গেল ইংল্যান্ড। ৪৭ ওভারের শেষে স্কোর ১০৯/২।
IND vs ENG 1st Test: ৪১ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৯১ রান। ক্রিজে রয়েছেন জো রুট (১৭ ব্যাটিং) ও ডম সিবলে (৩৫ ব্যাটিং)।
IND vs ENG 1st Test: চেন্নাইয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৬৭/২। ৪ রান করে ক্রিজে জো রুট।
IND vs ENG 1st Test: মাত্র ১১ বলের ব্যবধানে দু উইকেট হারাল ইংল্যান্ড। যশপ্রীত বুমরার বলে কোনও রান না করেই এলবিডব্লিউ হলেন ড্যান লরেন্স। ইংল্যান্ডের স্কোর ৬৬/২।
IND vs ENG 1st Test: ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানল ভারত। ইংরেজ ওপেনার রোরি বার্নসকে (৩৩ রান) ফেরালেন অফস্পিনার আর অশ্বিন। ৬৩ রানে প্রথম উইকেট হারাল সফরকারী দল।
IND vs ENG 1st Test: চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ভাল শুরু করল ইংল্যান্ড। ১৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। ক্রিজে রোরি বার্নস (১৫) ও ডম সিবলি (২০)।
IND vs ENG 1st Test: ১০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২০ রান।
IND vs ENG 1st Test: ১০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২০ রান।
IND vs ENG 1st Test: টস জিতে প্রথম ব্যাটিং করছে ইংল্যান্ড। ৭ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১০/০। ক্রিজে ইংল্যান্ডের দুই ওপেনার রোরি বার্নস (৭ ব্যাটিং) ও ডম সিবলে (২ ব্যাটিং)

প্রেক্ষাপট

চেন্নাই: অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট-যুদ্ধে নামছে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতীয় দল। আজ, শুক্রবার থেকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তিন স্পিনার নিয়ে চেন্নাইয়ে নামছে ভারত। চোট পাওয়ায় নেই বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। তাঁর পরিবর্তে নেওয়া হয়েছিল অক্ষর পটেলকে। কিন্তু গুজরাতের বাঁহাতি স্পিনারও হাঁটুর চোটের জন্য ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন শাহবাজ নাদিম। পাশাপাশি খেলছেন আর অশ্বিন ও ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটে-বলে নজর কেড়ে নেওয়া ওয়াশিংটন সুন্দর।

ব্রিসবেন টেস্টের ব্যাটিংই মোটামুটি ধরে রেখেছে ভারত। দলে ফিরেছেন কোহলি। তবে বোলিং বিভাগে পরিবর্তন হয়েছে। চোট সারিয়ে ফিরেছেন ইশান্ত শর্মা। বাদ পড়েছেন ব্রিসবেন টেস্টের অন্যতম নায়ক মহম্মদ সিরাজ। শাহবাজ নাদিম কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন। অন্যদিকে, স্টুয়ার্ট ব্রডকে বাদ দিয়ে নামছে ইংল্যান্ড। তবে রয়েছেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর রুট বলেন, 'শুরুতে ব্যাট করে এই পিচের সম্পূর্ণ ফায়দা তুলতে চাই। প্রথম ইনিংসে বড় রান তুলে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।' তিনি যোগ করেন, 'ভারতের মাটিতে খেলতে বরাবরই আমি পছন্দ করি। দারুণ একটা সিরিজ হবে বলেই মনে হচ্ছে। আমাাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে আর আমরা দারুণ আত্মবিশ্বাসী।' বিরাট বলেন, 'আমরাও টস জিতে প্রথম ব্যাটিং করার কথা ভেবেছিলাম।'

দুই দলের প্রথম একাদশ:

ভারত: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), আর অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও শাহবাজ নাদিম।

ইংল্যান্ড: রোরি বার্নস, ডমিনিক সিবলে, ড্যানিয়েল লরেন্স, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, অলি পোপ, জশ বাটলার (উইকেটকিপার), ডমিনিক বেস, জোফ্রা আর্চার, জ্যাক লিচ ও জেমস অ্যান্ডারসন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.