হেডিংলে: লর্ডসে দ্বিতীয় টেস্টে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন। এবার তৃতীয় টেস্ট শুরুর আগেই ছিটকে গেলেন মার্ক উড। একেই চোটের জন্য এর আগে থেকেই একাধিক প্লেয়ারকে সিরিজে পাচ্ছে না ইংল্যান্ড শিবির। এবার ছিটকে গেলেন উডও। এ যেন একেবারে গোদের ওপর বিষফোঁড়া। ইংল্য়ান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। 


লর্ডস টেস্টে চতুর্থ দিনে ফিল্ডং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন মার্ক উড। এরপরই ইসিবির তরফে জানানো হয়েছিল যে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউডও জানিয়েছিলেন যে উডের চোটের পরিস্থিতি দেখে এরপরই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানা গিয়েছে, ব্রডের ডান পায়ের কাফ মাসল ছিঁড়ে গিয়েছে। বুধবার তাঁর এমআরআই হয়। সেই রিপোর্টে নিশ্চিত করে জানানো হয় যে, পায়ের কাফ মাসল ছিঁড়ে গিয়েছে ব্রডের। ৩৫ বছর বয়সী ডানহাতি পেসার ব্রডের এই সিরিজেই কেরিয়ারের দেড়শো টেস্ট খেলার কথা ছিল। সেটাও আর সম্ভব হচ্ছে না। পাশাপাশি অ্যান্ডারসনের ফিটনেস নিয়েও সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য লর্ডসে খেলেছিলেন অ্যান্ডারসন। তবে ইংল্য়ান্ড বোলিংকে একদমই ভয়ঙ্কর মনে হয়নি। উল্লেখ্য, চলতি টেস্ট সিরিজে প্রথম টেস্টে খেলেননি উড। দ্বিতীয় টেস্টে ব্রড ছিটকে যাওয়ার পরই সুযোগ এসেছিল মার্ক উডের। ম্যাচে ২ ইনিংস মিলিয়ে মোট ৫ উইকেট নিয়েছিলেন ইংল্য়ান্ডের এই পেস বোলার।


সোমবার ইসিবি জানিয়ে দিল যে উডকে পাওয়া যাবে না। তবে দলের সঙ্গেই থাকবেন উড। মেডিক্যাল টিম পর্যবেক্ষণ করবেন ইংল্যান্ডের ফাস্ট বোলারকে। তবে উডের পরিবর্ত হিসেবে নতুন কাউকে দলে নেওয়া হয়নি। সেক্ষেত্রে মনে করা হচ্ছে সাকিব মেহমুদের অভিষেকের সম্ভাবনা রয়েছে। বেন স্টোকস মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। জোফ্রা আর্চারও কনুইয়ের চোট ছিটকে গিয়েছেন। এরপর ব্রড ও উডও ছিটকে গেলেন। সিরিজে এখনও ৩ টেস্ট বাকি। পিছিয়ে থাকা অবস্থায় রুটদের চাপ আরও বাড়ল, এমনটা বলাই যায়।