Ind vs Eng T20 LIVE: বিরাট-ঈশানের দাপটে ৭ উইকেটে জয়ী ভারত

India vs England 2nd T20 Score Live Updates: সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Mar 2021 07:14 PM
Ind vs Eng T20 LIVE: ছক্কা মেরে জেতালেন কোহলি

ক্রিস জর্ডানকে ছয় মেরে ভারতকে ৭ উইকেটে ম্যাচ জেতালেন বিরাট কোহলি। ১৬৫ রানের লক্ষ্যে নেমে ১৭.৫ ওভারে ম্যাচ জিতে নিল ভারত। কোহলি ৪৯ বলে ৭৩ রানে অপরাজিত। শ্রেয়স আইয়ার ৮ বলে ৮ রানে অপরাজিত ছিলেন।

Ind vs Eng T20 LIVE: ছক্কা মেরে হাফসেঞ্চুরি বিরাটেরও

তাঁর ব্যাটে রানের খরা চলছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছন্দে ফিরলেন বিরাট কোহলি। ছক্কা মেরে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন তিনি। ৩৬ বলে ৫৪ রানে ক্রিজে তিনি।

Ind vs Eng T20 LIVE: ঝোড়ো ২৬ রান করে ফিরলেন পন্থ

১৩ বলে ২৬ রান করে ফিরলেন ঋষভ পন্থ। ১৪ ওভারে ভারতের স্কোর ১৩৩/৩

Ind vs Eng T20 LIVE: ১৩ ওভারে ভারতের স্কোর ১১৯/২

১৩ ওভারের শেষে দু উইকেট হারিয়ে ১১৯ রান তুলে ফেলল ভারত। 

Ind vs Eng T20 LIVE: ছক্কা মেরে হাফসেঞ্চুরি ঈশানের

দুরন্ত ব্যাটিং ঈশান কিষাণের। আদিল রশিদকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন তিনি। মাত্র ৩২ বলে করলেন ৫৬ রান। বিরাট কোহলি ৩৫ রানে ক্রিজে। ১০ ওভারের শেষে ভারতের স্কোর ৯৪/২

Ind vs Eng T20 LIVE: বিধ্বংসী মেজাজে ঈশান-বিরাট, ভারতের স্কোর ৫০/১

আমদাবাদে ব্য়াট হাতে ঝড় তুললেন ঈশান কিষাণ (১৫ বলে ২৭ রান অপরাজিত) ও বিরাট কোহলি (১৫ বলে ২২ রান)। এক উইকেটে ৫০ ভারতের।

Ind vs Eng T20 LIVE: ৩ ওভারের শেষে ভারতের স্কোর ১৫/১

৩ ওভারের শেষে এক উইকেট হারিয়ে ভারত তুলল ১৫ রান

Ind vs Eng T20 LIVE: প্রথম ওভারেই রাহুলকে ফেরালেন কারান

ভারতীয় শিবিরে শুরুতেই জোরাল ধাক্কা। প্রথম ওভারেই স্যাম কারানের বলে কট বিহাইন্ড কে এল রাহুল। শূন্য রানে ফিরলেন তিনি।

Ind vs Eng T20 LIVE: ইংল্যান্ড তুলল ১৬৪ রান

বেন স্টোকসকে (২১ বলে ২৪ রান) ফেরালেন শার্দুল ঠাকুর। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলল ইংল্যান্ড।

Ind vs Eng T20 LIVE: ফিরলেন মর্গ্যান, ইংল্যান্ডের স্কোর ১৫৭/৫

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অইন মর্গ্যান ঝোড়ো শুরু করেছিলেন। তবে শার্দুল ঠাকুরের স্লোয়ার ডেলিভারিতে ঠকে গেলেন। ২০ বলে ২৮ রান করে ফিরলেন তিনি।

Ind vs Eng T20 LIVE: বেয়ারস্টোকেও ফেরালেন সুন্দর

ওয়াশিংটন সুন্দরের বলে ফিরলেন জনি বেয়ারস্টো। ১৫ বলে ২০ রান করেছেন তিনি।

Ind vs Eng T20 LIVE: বিধ্বংসী হয়ে ওঠার আগেই রয়কে ফেরালেন সুন্দর

ইংল্য়ান্ডকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছিলেন জেসন রয়। কিন্তু ৩৫ বলে ৪৬ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে ফিরলেন তিনি। ইংল্যান্ডের স্কোর ৯১/৩।

Ind vs Eng T20 LIVE: মালানকে ফেরালেন চাহাল, ইংল্যান্ডের স্কোর ৮৩/২

চাহালের বলে এলবিডব্লিউ হলেন মালান (২৩ বলে ২৪ রান)। ১০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৮৩/২।

Ind vs Eng T20 LIVE: রয়-মালানের পাল্টা লড়াই আমদাবাদে

ভারতের বিরুদ্ধে শুরুতে জস বাটলারকে হারালেও ব্যাট হাতে পাল্টা লড়াই করছেন জেসন রয় ও দাভিদ মালান। রয় ২৩ বলে ২৬ রানে ও মালান ১৮ বলে ১৮ রানে অপরাজিত। ইংল্যান্ডের স্কোর ৭ ওভারে ৫১/১।

Ind vs Eng T20 LIVE: ৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৩৭/১

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ ওভারের শেষে ইংল্য়ান্ডের স্কোর ৩৭/১

Ind vs Eng T20 LIVE: শুরুতেই বাটলারকে ফেরালেন ভুবনেশ্বর

প্রথম ওভারের তৃতীয় বলেই ইংল্যান্ড শিবিরকে জোরাল ধাক্কা ভুবনেশ্বর কুমারের। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন জস বাটলার। ৩.৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ২৫/১।

প্রেক্ষাপট

আমদাবাদ: সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। রবিবার টস জিতে প্রথম ফিল্ডিং নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.