IND vs ENG, 2nd Test Day 2 LIVE: দিন শেষে ইংল্যান্ডের স্কোর ২৫৩ রানে ৯ উইকেট
ঘুরে দাঁড়ানোর লড়াই। হায়দরাবাদ টেস্টে পরাজিত হওয়ার পরে ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
শেষ জুটিতে বশির এবং অ্যান্ডারসন আরও ১৯ রান যোগ করে ইংল্যান্ডের হয়ে লড়াই চা্লাচ্ছেন। দিন শেষে ইংল্যান্ডের স্কোর ২৫৩ রানে ৯ উইকেট। আপাতত স্টোকসরা ভারতের থেকে ১৪৩ রানে পিছিয়ে।
২১ রানে আউট টম হার্টলি, চতুর্থ ক্যাচ গিলের, পঞ্চম উইকেট নিলেন বুমরাহ
চতুর্থ উইকেট নিলেন বুমরাহ, ৪৭ রানে আউট বেন স্টোকস
৭ উইকেটে ২১৪ রান ইংল্যান্ডের
৪৩ ওভারের পর ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ১৮২
ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৮২। ব্যাট করতে নেমেছেন টম হার্টলি।
১৭২ রানে ৬ উইকেট পড়ল ইংল্যান্ডের। ৩৮.২ ওভারে বেন ফোকস আউট হন। কুলদীপ যাদবের বলে বোল্ড হন তিনি।
উইকেট পড়ল জনি বেয়ারস্টোরও। আউট হলেন জসপ্রীত বুমরাহর বলে। ইংল্যান্ডের স্কোরবোর্ড তখন ১৫৯/৫
১৩৬ রানে ৪ উইকেট পড়ল ইংল্যান্ডের।
১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলন ইংল্যান্ড। কিন্তু তার আগেই পরপর উইকেট হারায় তারা। ২৩ ওভারে যায় দ্বিতীয় উইকেট। ২৫.৫ ওভারে পড়ে ইংল্যান্ডের তৃতীয় উইকেট। জো রুটের পর আউট হয়ে যান পোপ।
২৩ ওভারে দ্বিতীয় উইকেট গেল ইংল্যান্ডের। অক্ষর প্যাটেলের বল খেলতে গিয়ে আউট হন জ্যাক ক্রলি। শ্রেয়স আইয়ার দক্ষতার সঙ্গে লুফে নেন ক্যাচ। একটি পোক্ত ইনিংস খেলে ৭৬ রানে ফিরে যান তিনি। ১১৪ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড।
IND vs ENG 2nd Test Day 2 Live: ১৯.৩ ওভারে ইংল্যান্ডের ১০০ রান তোলে। ক্রিজে আছেন ক্রাউলি (৭২*) এবং পোপ (১৩*) । পিচ স্পিনারদের কিছু সহায়তা করছে ঠিকই কিন্তু ব্যাটারদের জন্য এখনও অনুকূলে। ইংল্যান্ড এখন ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৬ রান করেছে।
১০.২ ওভারে প্রথম উইকেট খোয়াল ইংল্যান্ড। কুলদীপ যাদবের বলে আউট বেন ডাকেট। ১৭ বলে ২১ রান করেন বেন। ইংল্যান্ডের স্কোর এখন ১ উইকেট হারিয়ে ৫৯ রান।
ভারতের ৩৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের লাঞ্চ অবধি কোনও উইকেট হারায়নি। র প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৩২ রান তুলেছে তারা। ৬ ওভার ব্যাট করেছে তারা।
৩৯৬ রানে অল-আউট ভারত। মুকেশ কুমারের উইকেটটি নেন শোয়েব বশির। মুকেশ কুমার করেছেন ০।
১১০.৫ ওভারে আউট জসপ্রীত বুমরাহ। ৯ বলে তিনি করেন ৬ রান। রেহান আহমেদের বলে কট অ্যান্ড বোল্ড হন তিনি।
ছক্কা হাঁকাতে গিয়ে আউট হলেন যশস্বী। ২৯০ বলে ২০৯ রান করেন তিনি। ভারত দলগত রান ৩৮৩ । ৮ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। ব্যাট করছেন বুমরাহ।
ভারত ১০৪ ওভারে ৩৮১/৭
২৭৭ বলে ২০০ রান করলেন যশস্বী জয়সওয়াল।
১০০.৩ ওভারে আউট রবিচন্দ্রন অশ্বিন। জেমস অ্যান্ডারসনের বলে উইকেটকিপার বেন ফোকসের হাতে ওঠে ক্যাচ।
১০১ ওভারে ৩৬৪ রান টিম ইন্ডিয়ার।
Yashasvi Jaiswal 191 (275)
Ravichandran Ashwin * 20 (36)
ব্যাটিং পিচে টসে জিতে ইংল্যান্ডের বোলারদের আগে খেলার 'চ্যালেঞ্জ' জানিয়েছিল রোহিত ব্রিগেড। কিন্তু ইংল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে তেমন জমাতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। যশস্বী ছাড়া এখনও পর্যন্ত মারকাটারি রান তুলতে পারেননি কোনও ব্যাটারই। শোয়েব বশির, রেহান আহমেদদের ঘূর্ণিতে উইকেট হারিয়েছেন ভারতের ৪ ব্যাটার।
বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে যশস্বীর ব্যাটে ভর করেই ৩৩৬ রান তুলল ভারত। ১৭৯ রানে অপরাজিত রয়েছেন যশস্বী। দ্বিতীয় দিনে কি দ্বিশতরান করতে পারবেন তিনি? সেই অপেক্ষাতেই প্রহর গুনছে দেশ।
প্রেক্ষাপট
বিশাখাপত্তনম: যেন একা 'কুম্ভের মত মতো' দুর্গ ধরে রাখলেন তিনি। দ্বিশতরানের ঝকঝকে ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে জীবনের প্রথম দ্বিশতরান করলেন যশস্বী। তাঁর ব্যটে ভরসা করেই বিশাখাপত্তনমে ভারতীয় দলকে ৪০০র দোরগোড়ায় পৌঁছে গেল টিম ইন্ডিয়া । প্রথম ইনিংসে ৩৯৬ রান করল ভারত।
প্রথম দিনে ২৫৭ বলে ১৭টি চার আর ৫টি ছ'টি হাঁকিয়ে ১৭৯ রান করেন যশস্বী । শুক্রবার টসে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নামে রোহিত ব্রিগেড। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বিপর্যয় ঘটে। ৬ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে ভারতীয় শিবির। যশস্বী ছাড়া আর কেউ হাফ সেঞ্চুরির দোরগোড়াতেও পৌঁছতে পারেননি। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ৫০ পেরোনোর আগেই ৪১ বলে ১৪ রান করে প্যাভেলিয়নে ফেরেন রোহিত শর্মা। এরপর শুভমন গিল কিছুটা রাশ ধরার চেষ্টা করলেও অ্যান্ডারসনের বলে ক্যাচ আউট হন তিনি। পরবর্তীতে শ্রেয়স, রজত পাতিদার, অক্ষর প্যাটেলরাও তেমনভাবে সাফল্যর মুখ দেখতে পারেননি। প্রথম দিন শেষে ৬ উইকেট খুইয়ে ৩৩৬ রান তোলে রোহিত-বাহিনী। যশস্বীর সঙ্গে ক্রিজে ছিলেন রবীচন্দ্রন অশ্বিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -