IND vs ENG 2nd Test Score Live: প্রথম ইনিংসে ৩৯১ রানে অল আউট ইংল্যান্ড
দ্বিতীয় দিনে মাত্র ৮৮ রান বোর্ডে যোগ করতেই বাকি ৭ উইকেট এদিন খুঁইয়ে বসে ভারত। ভারতের প্রথম ইনিংসে ৩৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১১৯ রান তুলে নিয়েছে ইংল্য়ান্ড।
৩৯১ রানে অল আউট ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২৭ রানে এগিয়ে রুটরা।
একমাত্র ইংল্য়ান্ড অধিনায়ক হিসেবে টেস্টে ৬টি দেড়শো বা তার বেশি রানের ইনিংস খেললেন রুট।
লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ভারতের থেকে লিড নিয়ে নিল ইংল্যান্ড।
পরপর ২ বলে ২ উইকেটের পতন। মঈন, স্যামকে ফেরালেন ইশান্ত।
দেড়শো রান পূরণ রুটের। টেস্ট কেরিয়ারে ১১ তম দেড়শো পূরণ করেছিলেন রুট।
চা পানের বিরতিতে ইংল্য়ান্ডের স্কোর ৫ উইকেট হারিয়ে ৩১৪।
ইংল্য়ান্ডের পঞ্চম উইকেটের পতন। ফিরলেন বেয়ারস্টো।
লর্ডসে শতরান হাঁকালেন জো রুট। প্রথম টেস্টেও শতরান হাঁকিয়েছিলেন ইংল্য়ান্ড অধিনায়ক।
ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। অর্ধশতরান করে ফিরলেন জনি বেয়ারস্টো।
লর্ডস টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেট হারিয়ে ২১৬।
অর্ধশতরান হাঁকালেন জনি বেয়ারস্টো। দুশো পরিয়ে গেল ইংল্যান্ড।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পার্টনারশিপ গড়ছেন রুট ও বেয়ারস্টো।
তৃতীয় দিনের শুরুতে অর্ধশতরান হাঁকালেন ইংল্য়ান্ড অধিনায়ক জো রুট।
প্রেক্ষাপট
লর্ডস: দ্বিতীয় টেস্টের প্রথম দিনে রাহুলের শতরান ও রোহিতের অর্ধশতরানের ওপর ভর করে প্রথম চালকের আসনে ছিল ভারত। কিন্তু দ্বিতীয় দিনেই পালটা ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল ইংল্যান্ড বোলাররা। মাত্র ৮৮ রান বোর্ডে যোগ করতেই বাকি ৭ উইকেট এদিন খুঁইয়ে বসে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১১৯ রান তুলে নিয়েছে ইংল্য়ান্ড।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৩৬৪ রানে। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে ফের ব্যর্থ হলেন রাহানে। মাত্র ১ রান করেই লর্ডসে প্রথম ইনিংসে প্যাভিলিয়নে ফিরলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। এদিন খেলার শুরুতে মাত্র ২ রান যোগ করেই প্যাভিলিয়নে ফেরেন কে এল রাহুল। ১২৭ রানে অপরাজিত থেকে প্রথম দিন ড্রেসিংরুম ফিরেছিলেন। এদিন আর ২ রান যোগ করে ১২৯ রান করে ওলি রবিনসনের বলে সিবলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল। এরপর থেকেই উইকেট হারাতে থাকে ভারত। রাহানে ফেরার পর অবশ্য একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিলেন জাদেজা ও পন্থ। ভারতের বাঁহাতি অলরাউন্ডার ৪০ রানের ইনিংস খেলেন লোয়ার অর্ডারে। পন্থ ৩৭ রান করেন। মূলত ২ জনের ব্যাটিংয়ের ওপর ভর করেই ৩৫০ এর গণ্ডি পেরিয়ে যায় ভারতের ইনিংস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -