Ind vs Eng T20 LIVE: বাটলারের অপরাজিত ৮৩, ৮ উইকেটে হার ভারতের
India vs England 3rd T20 Score Live Updates: কাজে লাগল না বিরাটের দুরন্ত ইনিংস।
প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে হারলেও, তৃতীয় ম্যাচ জিতে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজ জিততে হলে শেষ দুই ম্যাচই জিততে হবে ভারতকে।
ইংল্যান্ডের হয়ে ৫২ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন জেসন রয়। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। ৪০ রান করে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো। ভারতের হয়ে একটি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহল ও ওয়াশিংটন সুন্দর।
আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচে জমজমাট লড়াই চলছে। ইংল্যান্ডের ২ উইকেট তুলে নিয়েছে ভারত। ডেভিড মালানকে (১৮) ফিরিয়ে দিয়েছেন ওয়াশিংটন সুন্দর।
৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৫৭।
৪ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৩০। জশ বাটলার ২০ ও ডেভিড মালান ১ রানে অপরাজিত।
ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেট তুলে নিল ভারত। ৯ রান আউট জেসন রয়। যুজবেন্দ্র চাহলের বলে ক্যাচ নিলেন রোহিত শর্মা।
ইংল্যান্ডের হয়ে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিলেন মার্ক উড। ৩৫ রান দিয়ে ২ উইকেট নিলেন ক্রিস জর্ডান।
৪৬ বলে ৭৭ রান করে অপরাজিত থাকলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা।
নির্ধারিত ২০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৬ উইকেটে ১৫৬। বিরাট ৭৭ রানে অপরাজিত থাকেন। হার্দিক ১৭ রান করে আউট হয়ে যান। ইংল্যান্ডের টার্গেট ১৫৭।
১৯ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৫ উইকেটে ১৪২। বিরাট ৭০ ও হার্দিক ১০ রানে অপরাজিত।
১৮ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৫ উইকেটে ১৩১। বিরাট ৬৬ ও হার্দিক ৪ রানে অপরাজিত।
ফের অর্ধশতরান বিরাট কোহলির। ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে চাপে মুখে অর্ধশতরান করলেন তিনি। ১৭ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৫ উইকেটে ১১৪। বিরাট ৫০ ও হার্দিক ৩ রানে অপরাজিত।
১৬ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৫ উইকেটে ১০০। বিরাট ৩৯ ও হার্দিক ১ রানে অপরাজিত।
১৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৫ উইকেটে ৮৭। বিরাট ২৮ ও হার্দিক পাণ্ড্য ০ রানে অপরাজিত।
৯ রান করে আউট হয়ে গেলেন শ্রেয়স আয়ার। ৮৬ রানে ৫ উইকেট হারাল ভারতীয় দল।
১৪ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ৮৩। বিরাট ২৬ ও শ্রেয়স ৭ রানে অপরাজিত।
১৩ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ৭৪। বিরাট ২২ ও শ্রেয়স ৬ রানে অপরাজিত।
১২ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ৭১। ক্রিজে বিরাট ২০ ও শ্রেয়স আয়ার ৫।
বিরাট কোহলির সঙ্গে ঋষভ পন্থের জুটিটা যখন জমে উঠছিল, ঠিক তখনই রান আউট হয়ে গেলে ভারতের উইকেটকিপার। দ্বাদশ ওভারের প্রথম বলে রান আউট হয়ে গেলেন পন্থ। তিনি ২৫ রান করেন। ৬২ রানে ৪ উইকেট হারাল ভারত।
১১ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ৬২। পন্থ ও বিরাট ১৮ রানে অপরাজিত।
১০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ৫৫। বিরাট ১৪ ও পন্থ ২০ রানে অপরাজিত।
৯ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ৪৪। বিরাট ১৩ ও পন্থ ১০ রানে অপরাজিত।
৮ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ৩৮। বিরাট ১১ ও পন্থ ৭ রানে অপরাজিত।
৭ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ৩০ রান। ক্রিজে বিরাট ৫ ও পন্থ ৫।
তৃতীয় টি-২০ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে ভারতীয় দল। ৬ ওভারে ২৪ রানের মধ্যেই ৩ উইকেট খুইয়ে বসেছে ভারত। এখন ক্রিজে বিরাট কোহলি ৪ ও ঋষভ পন্থ ০।
৪ রান করে আউট ঈশান কিষাণ। তৃতীয় উইকেট হারাল ভারতীয় দল।
৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ২৪। ক্রিজে ঈশান কিষাণ ৪ ও বিরাট কোহলি ৪।
১৫ রান করেই আউট হয়ে গেলেন রোহিত শর্মা। পঞ্চম ওভারে দলের ২০ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
৪ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ১৬। রোহিত ১১ এবং ঈশান ৪ রানে অপরাজিত।
৩ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৮। ক্রিজে রোহিত ৬ ও ঈশান কিষাণ ১।
ফের ০ রান করে আউট হয়ে গেলেন কে এল রাহুল। গত ম্যাচেও তিনি কোনও রান না করেই আউট হয়ে যান। আজ তাঁকে ফেরালেন মার্ক উড।
দ্বিতীয় ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৬। রোহিত ৫ ও রাহুল ০ রানে অপরাজিত। এই ওভারের প্রথম বলেই রোহিতের ক্যাচ মিস করেন জোফ্রা আর্চার।
প্রথম ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৫। রোহিত শর্মা ৪ এবং কে এল রাহুল ০ রানে অপরাজিত।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও কে এল রাহুল।
আজ শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নেমেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান।
ইংল্যান্ড দলে একটি বদল হয়েছে। টম কারানের বদলে দলে এসেছেন মার্ক উড। ইংল্যান্ডের প্রথম একাদশ-জেসন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।
ভারতীয় দল-রোহিত শর্মা, কে এল রাহুল, ঈশান কিষাণ, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহল।
প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও, আজ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ফের খেলার সুযোগ পেলেন কে এল রাহুল। বাদ পড়লেন সূর্যকুমার যাদব। তাঁর বদলে দলে এলেন রোহিত শর্মা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। ফলে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল।
দেশের একাধিক রাজ্যে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় চলতি সিরিজের আর কোনও ম্য়াচেই দর্শকদের প্রবেশাধিকার থাকবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই।
আজ খেলা শুরু সন্ধে সাতটা থেকে। সিরিজে সমতা ফেরানোর পর এবার এগিয়ে যাওয়াই লক্ষ্য ভারতের।
প্রেক্ষাপট
আমদাবাদ: প্রথম ম্য়াচে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল। সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এবার আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ। এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়াই ভারতের লক্ষ্য।
গত ম্যাচে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান অধিনায়ক বিরাট কোহলি, ইশান কিষাণ। বিরাট ৪৯ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। ইশান ৩২ বলে ৫৬ রান করেন। ঋষভ পন্থ ১৩ বলে ২৬ রান করেন।
ভারতের বোলারদের মধ্যে ভাল পারফরম্যান্স দেখান ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর। তাঁরা দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহল। আজ এই পারফরম্যান্স ধরে রাখাই ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য।
আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম্যাচ যে পিচে হবে, সেটি থেকে কিছুটা সুবিধা পেতে পারেন স্পিনাররা। ফলে এগিয়ে থাকবে ভারতীয় দল। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানের মতে, খেলা যত গড়াবে, পিচের অবস্থা খারাপ হয়ে যাবে। স্ট্রোক খেলা সহজ হবে না। তাছাড়া শিশিরও বড় ফ্যাক্টর হতে পারে। সেই কারণে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়ে বড় স্কোর করাই লক্ষ্য।
ভারতের অধিনায়ক বিরাট আগেই জানিয়েছিলেন, দলের অন্যতম তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে দু’টি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। এই সিরিজের প্রথম দুই ম্যাচে দলে রাখা হয়নি রোহিতকে। দু’টি ম্যাচেই ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছেন কে এল রাহুল। ফলে আজ খেলার সুযোগ পেতে পারেন রোহিত। স্পিন সহায়ক পিচে অক্ষর পটেলকেও দলে ফেরানো হতে পারে।
আজ ভারতীয় দলে থাকতে পারেন রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর বা অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহল।
আজ ইংল্যান্ড দলে একটি বদল হতে পারে। টম কারানের বদলে খেলার সুযোগ পেতে পারেন মইন আলি বা মার্ক উড। উইকেট স্পিনারদের সহায়ক হলে সুযোগ পেতে পারেন মইন।
ইংল্যান্ডের সম্ভাব্য দল-জেসন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মর্গ্যান, স্যাম কারান, মইন আলি, ক্রিস জর্ডান, জোফরা আর্চার ও আদিল রশিদ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -