হেডিংলে: আশা জাগিয়েও পারল না ভারত। একটা সময় মনে করা হয়েছিল, চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও বিরাট কোহলি (Virat Kohli) যেভাবে ব্যাট হাতে লড়াই করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে সহজে জমি ছাড়বে না ভারতীয় দল। কিন্তু শনিবার, হেডিংলে টেস্টের চতুর্থ দিন প্রথম সেশনেই আত্মসমর্পণ করলেন ভারতীয় ব্যাটসম্যানেরা। শনিবার মাত্র ১৯.৩ ওভারে আট উইকেট হারাল ভারত। বিরাট কোহলিরা অল আউট হয়ে গেলেন ২৭৮ রানে। ইনিংস ও ৭৬ রানে টেস্ট জিতে সিরিজে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ তিন ম্যাচের পর ১-১ অবস্থায়।


ভারতের হারের পরই ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সুনীল গাওস্করের মতো কিংবদন্তির মতে, ব্যাটসম্যানের সংখ্যা বাড়ানো উচিত ভারতের। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, 'বিদেশে ভাল ফল করতে হলে ব্যাটিং ভাল হতেই হবে। কম ব্যাটসম্যান নিয়ে জেতা যায় না।'


একই মত প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার মার্ক ওয়-র। মার্ক ট্যুইট করেছেন, 'দারুণভাবে ম্যাচ জিতেছে ইংল্যান্ড। বিশ্বমানের বোলিং পারফরম্যান্স। ভারতের দল নির্বাচন বেশ আজব মনে হয়েছে। মাত্র ৭ জন ব্যাটসম্যান নিয়ে টেস্ট জেতা কঠিন।'


শুক্রবার অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৯ রান যোগ করেছিলেন কোহলি ও পূজারা। শনিবার স্কোরবোর্ডে কোনও রান যোগ করার আগেই ফিরে যান পূজারা। ৯১ রানে। বিরাট কোহলি হাফসেঞ্চুরি করলেও (৫৫ রান) ভারতীয় ইনিংসকে টানতে পারেননি। দুজনকেই তুলে নেন অলি রবিনসন। দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচে মোট ৭ উইকেট নিয়েছেন। রবিনসনকেই ম্যাচের সেরা ঘোষমা করা হয়েছে।


হারের পর কোহলি বলেছেন, 'প্রথম ইনিংসে ৮০ রানে অল আউট হয়ে যাওয়া আর প্রতিপক্ষের বড় রান করে দেওয়ার পর ঘুরে দাঁড়ানো কঠিন। তবে আমরা দ্বিতীয় ইনিংসে লড়াই করেছি।' তবে প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়কে বড় করে দেখতে নারাজ কোহলি। বলেছেন, 'এই দেশে এরকম হয়। খুব আজব ব্যাপার। ব্যাটিংয়ে ধস নামে।'