IND vs ENG, 4th Test Day 2 LIVE: পন্থ-সুন্দরের ব্যাটিং দাপটে ৮৯ রানে এগিয়ে ভারত
India vs England, 4th Test: আজ ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন।
আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৮৯ রানে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ২৯৪/৭। ১১ রান করে ক্রিজে রয়েছেন অক্ষর পটেল। ওয়াশিংটন সুন্দর ৬০ রানে অপরাজিত।
চতুর্থ টেস্টে চাপের মুখে লড়াকু সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ। ১১৮ বলে ১০১ রান করলেন দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান। ভারতের স্কোর ২৯৪/৭।
ঋষভ পন্থের অর্ধশতরান এবং ওয়াশিংটন সুন্দরের দুর্দান্ত লড়াইয়ের সুবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান টপকে গেল ভারত।
ঋষভ পন্থের অর্ধশতরান। ইংল্যান্ডের রান টপকে লিড নিল ভারত।
১৩ রান করে আউট হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে ফেরালেন জ্যাক লিচ। ক্যাচ নেন অলি পোপ। ১৪৬ রানে ৬ উইকেট হারাল ভারতীয় দল। এখন ক্রিজে ঋষভ পন্থ ও ওয়াশিংটন সুন্দর।
রোহিত শর্মা ফিরে যাওয়ার পর ক্রিজে ঋষভ পন্থের সঙ্গে যোগ দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের রান ৫ উইকেটে ১২৪। পন্থ ২১ ও অশ্বিন ২ রানে অপরাজিত।
৪৯ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। তাঁকে এলবিডব্লু করে দেন বেন স্টোকস। ১২১ রানে ৫ উইকেট হারাল ভারতীয় দল।
তিন সঙ্গীকে হারাতে হলেও, লড়াই চালিয়ে যাচ্ছেন গতকালের অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা। এখন তাঁর সঙ্গে ক্রিজে ঋষভ পন্থ। ভারতের রান ১০০ পেরিয়ে গিয়েছে। অর্ধশতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন রোহিত।
মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছে। ক্রিজে রোহিত শর্মার সঙ্গে ঋষভ পন্থ। রোহিত ৩৩ ও পন্থ ১ রানে অপরাজিত। ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ৮৬।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল। আজ দিনের শুরুতেই ফিরে যান চেতেশ্বর পূজারা। এরপর ফিরে যান বিরাট কোহলি। অজিঙ্কা রাহানেও ২৭ রান করে ফিরে গিয়েছেন। তাঁকে ফেরান জেমস অ্যান্ডারসন। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ৮০। ক্রিজে রোহিত শর্মা (৩২)। এখনও ১২৫ রানে পিছিয়ে ভারতীয় দল।
দ্বিতীয় দিনের শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল। ফিরে গিয়েছেন পূজারা ও বিরাট। এখন রোহিতের সঙ্গে ক্রিজে অজিঙ্কা রাহানে। ৪৩ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত। রোহিত ২২ ও রাহানে ১ রানে অপরাজিত।
কোনও রান না করেই আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁকে ফিরিয়ে দিলেন বেন স্টোকস। ক্যাচ নেন বেন ফোকস। তৃতীয় উইকেট হারাল ভারতীয় দল।
গতকালের অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা এখন ২০ রানে ব্যাটিং করছেন। বিরাট কোহলি এখনও রান করতে পারেননি। ভারতীয় দলের রান ২ উইকেটে ৪০।
দ্বিতীয় দিনের প্রথম উইকেট হারাল ভারতীয় দল। ১৭ রান করে জ্যাক লিচের বলে এলবিডব্লু হয়ে গেলেন চেতেশ্বর পূজারা। ৪০ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। এরপর ক্রিজে এসেছেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর সঙ্গে রোহিত শর্মার জুটির দিকে তাকিয়ে ভারতীয় শিবির।
আমদাবাদে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন সকালে ব্যাটিং শুরু করেছেন গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। তাঁরা ধীরে ধীরে নিজেদের ও দলের রান বাড়াচ্ছেন। এখনও পর্যন্ত ভারতের স্কোর এক উইকেটে ৩৪। রোহিত ১৭ ও পূজারা ১৫ রানে অপরাজিত।
প্রেক্ষাপট
আমদাবাদ: ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হল। গতকাল ভারতীয় স্পিনারদের দাপটে ২০৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এরপর দিনের শেষে ভারতের রান ছিল এক উইকেটে ২৪। কোনও রান করার আগেই আউট হয়ে যান শুবমান গিল। তাঁকে ফেরান জেমস অ্যান্ডারসন। দিনের শেষে ক্রিজে ছিলেন রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা। আজ এই দুই ব্যাটসম্যান বড় রান করে দলকে ভাল জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ব্যাট করতে নেমেছেন। এখনও পর্যন্ত তাঁদের সমস্যায় ফেলতে পারেননি ইংল্যান্ডের বোলাররা। তাঁরা যত বেশি সময় ক্রিজে থাকবেন, ভারতীয় দলের লাভ হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -