IND vs ENG, 4th Test Day 3 LIVE: তিনদিনেই গুটিয়ে গেল টেস্ট, ইনিংসে জয় ভারতের

India vs England, 4th Test, day 3: চতুর্থ টেস্টেও সহজ জয় ভারতের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Mar 2021 10:55 AM
India vs England, Live Score: তিনদিনেই জয় ভারতের

ইনিংস ও ২৫ রানে চতুর্থ টেস্ট জয় ভারতের। সিরিজের ফল ৩-১।

India vs England, Live Score: জয় থেকে ১ উইকেট দূরে ভারত

অক্ষর পটেলের ৫ এবং রবিচন্দ্রন অশ্বিনের ৪ উইকেটের সুবাদে তৃতীয় দিনেই চতুর্থ টেস্ট ম্যাচ এবং সিরিজ জয়ের পথে ভারত। আর একটি উইকেট পেলেই জিতে যাবে ভারত এবং সেইসঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে।

India vs England, Live Score: অক্ষর পটেলের ৫ উইকেট

প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর এবার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন অক্ষর পটেল। তাঁর দুরন্ত বোলিংয়ের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারাল ইংল্যান্ড। ফলে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেল ভারতীয় দল।

India vs England, Live Score: ৭ উইকেট তুলে নিল ভারত

ইংল্যান্ড শিবিরে ফের আঘাত হানলেন অক্ষর পটেল। তিনি ফিরিয়ে দিলেন বেন ফোকসকে (১৩)। ১০৯ রানে ৭ উইকেট হারাল ইংল্যান্ড।

India vs England, Live Score: ৬ উইকেট তুলে নিল ভারত

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে আউট হয়ে গিয়েছেন জাক ক্রলি (৫), ডমিনিক সিবলি (৩), জনি বেয়ারস্টো (০), জো রুট (৩০), বেন স্টোকস (২) ও অলি পোপ (১৫)।

India vs England, Live Score: জয়ের পথে ভারত

রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর পটেলের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে তিনদিনেই সিরিজের শেষ টেস্ট জয়ের পথে ভারতীয় দল। আজ ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। তিনটি করে উইকেট নিয়েছেন অশ্বিন ও অক্ষর। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ভারতের এই দুই স্পিনারের বলের নাগাল পাচ্ছেন না। ফলে আজই জয় পেতে ভারত।

India vs England, Live Score: ৪ উইকেট হারাল ইংল্যান্ড

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর পটেলের। তাঁরা দু’টি করে উইকেট নিয়েছেন। প্রথমে জাক ক্রলি (৫) ও জনি বেয়ারস্টোকে (০) ফিরিয়ে দেন অশ্বিন। এরপর ডমিনিক সিবলি (৩) ও বেন স্টোকসকে (২) ফিরিয়ে দেন অক্ষর। ৩০ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড।

India vs England, Live Score: ৩ উইকেট হারাল ইংল্যান্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ৩ উইকেট হারাল ইংল্যান্ড। এখন ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩০। এখনও ১৩০ রানে এগিয়ে ভারত। আজই এই ম্যাচ জয়ের আশা দেখছে ভারতীয় শিবির।

India vs England, Live Score: জোড়া উইকেট অশ্বিনের

প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসের শুরুতেই ইংল্যান্ডের জোড়া উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর দাপটে ১০ রানে ২ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। অশ্বিন প্রথমে ফেরান জাক ক্রলিকে (৫)। এরপর প্রথম বলেই আউট হয়ে যান জনি বেয়ারস্টো। এখন ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৩। এখনও ১৪৭ রানে এগিয়ে ভারত।

India vs England, Live Score: লাঞ্চে ইংল্যান্ডের স্কোর ৬/০

চতুর্থ টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৬। ক্রিজে জাক ক্রলি (৫) ও ডমিনিক সিবলি (১)। এখনও ১৫৪ রানে এগিয়ে ভারত।

India vs England, Live Score: দ্বিতীয় ইনিংস শুরু ইংল্যান্ডের

প্রথম ইনিংসে ভারতীয় দল ৩৬৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামল ইংল্যান্ড। ম্যাচ বাঁচানোই এখন জো রুটদের প্রথম লক্ষ্য।

India vs England, Live Score: অলআউট ভারত, লিড ১৬০ রানের

শতরানের সুযোগ পেলেন না ওয়াশিংটন সুন্দর। উল্টোদিকে পরপর সঙ্গীদের হারিয়ে তাঁর শতরান করা হল না। তিনি ৯৬ রানে অপরাজিত থেকে গেলেন। ভারতীয় দল ৩৬৫ রানে অলআউট হয়ে গেল। প্রথম ইনিংসে ভারতের লিড ১৬০।

India vs England, Live Score: ০ রানে আউট ইশান্ত শর্মা

ক্রিজে এসেই প্রথম বলে আউট হয়ে গেলেন ইশান্ত শর্মা। তাঁকে এলবিডব্লু করে দেন বেন স্টোকস। ৯ উইকেট হারাল ভারত।

India vs England, Live Score: রান আউট অক্ষর পটেল

৪৩ রান করে রান আউট হয়ে গেলেন অক্ষর পটেল। ফলে তৃতীয় দিন প্রথম উইকেট হারাল ভারতীয় দল। প্রথম ইনিংসে ভারতের অষ্টম উইকেটের পতন। ৩৬৫ রানে ৮ উইকেট হারাল ভারত। এখন ক্রিজে ওয়াশিংটন সুন্দর (৯৬) ও ইশান্ত শর্মা (০)।

India vs England, Live Score: শতরানের পথে ওয়াশিংটন সুন্দর

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের তৃতীয় দিন শতরানের পথে ওয়াশিংটন সুন্দর। অক্ষর পটেল অর্ধশতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। প্রথম ইনিংসে ভারতের লিড ১৫০ রানের বেশি।

প্রেক্ষাপট

আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শুরুতে দারুণ জায়গায় ভারতীয় দল। গতকাল ঋষভ পন্থের শতরানের পর আজ শতরান করার পথে ওয়াশিংটন সুন্দর। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করছেন অক্ষর পটেল। ফলে প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। এখন ভারতের লিড ৫০ রানেরও বেশি। ফলে বড় কোনও অঘটন ছাড়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের যাওয়া নিশ্চিত।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.