Ind vs Eng LIVE Score: ৮ রানে জয়, সিরিজে সমতা ফেরাল ভারত
India vs England 4th T20 Score Live Updates: এই ম্যাচে ভারতীয় দলে দু’টি বদল হয়েছে।
সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে হেরে পিছিয়ে পড়ার পর চতুর্থ ম্যাচ জিততেই হত ভারতীয় দলকে। না হলে এদিনই সিরিজ জিতে যেত ইংল্যান্ড। দুরন্ত লড়াই করে ৮ রানে চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল। জয়ের নায়ক সূর্যকুমার যাদব ও শার্দুল ঠাকুর। সূর্যকুমার ৩১ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। শার্দুল ৩ উইকেট নেন। দু’টি করে উইকেট নেন হার্দিক পাণ্ড্য ও রাহুল চাহার। একটি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ভারতের ৮ উইকেটে ১৮৫ রানের জবাবে ৮ উইকেটে ১৭৭ রান করে ইংল্যান্ড।
বেন স্টোকসের পর ইয়ন মর্গ্যানকেও ফিরিয়ে দিলেন শার্দুল ঠাকুর। ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিল ভারত।
বেন স্টোকসকে (৪৬) ফেরালেন শার্দুল ঠাকুর। ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নিল ভারত।
ইংল্যান্ডের তৃতীয় উইকেট তুলে নিল ভারতীয় দল। জেসন রয়কে (৪০) ফেরালেন হার্দিক পাণ্ড্য।
ডেভিড মালানকে আউট করে দিলেন রাহুল চাহার। ১৪ রান করেন মালান। দ্বিতীয় উইকেট পেল ভারতীয় দল।
জশ বাটলারকে ফেরালেন ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের প্রথম উইকেট তুলে নিল ভারতীয় দল। ৯ রান করলেন বাটলার।
৩৩ রান দিয়ে ৪ উইকেট নিলেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার। একটি করে উইকেট নেন আদিল রশিদ, মার্ক উড, বেন স্টোকস ও স্যাম কারান।
মরণ-বাঁচন ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৫ রান করল ভারতীয় দল। সর্বোচ্চ ৫৭ রান করেন সূর্যকুমার যাদব। ৩০ রান করেন ঋষভ পন্থ। ৩৭ রান করেন শ্রেয়স আয়ার।
৩০ রান করে জোফ্রা আর্চারের বলে বোল্ড হয়ে গেলেন ঋষভ পন্থ। ৫ উইকেট হারাল ভারতীয় দল।
৩১ বলে ৫৭ রান করে স্যাম কারানের বলে ডেভিড মালানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সূর্যকুমার যাদব। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও তিনটি ছক্কা। ১১০ রানে চতুর্থ উইকেট হারাল ভারতীয় দল।
ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন সূর্যকুমার যাদব। তিনি ৬ মেরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রান করার পর এবার অর্ধশতরান করে ফেললেন। বড় রান করার জন্য এখন তাঁর দিকেই তাকিয়ে ভারতীয় দল।
১০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ৭৫। সূর্যকুমার ৩৭ ও পন্থ ৩ রানে অপরাজিত।
মাত্র ১ রান করেই আদিল রশিদের বলে স্টাম্প আউট হয়ে গেলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ৩ উইকেট হারাল ভারতীয় দল।
১৪ রান করে বেন স্টোকসের বলে জোফ্রা আর্চারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ভারতীয় দলের ওপেনার কে এল রাহুল। দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারাতে হলেও, সূর্যকুমার যাদব ও কে এল রাহুলের সাবলীল ব্যাটিংয়ের সুবাদে ভালভাবেই এগিয়ে চলেছে ভারতের ইনিংস। বড় স্কোরের আশায় ভারতীয় দল।
৬ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৪৬। রাহুল ১২ ও সূর্যকুমার ১৭ রানে অপরাজিত।
৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ৩৪। রাহুল ৭ ও সূর্যকুমার ১১ রানে অপরাজিত।
আজ নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে সূর্যকুমার যাদবের সামনে। গত ম্যাচে রোহিত শর্মাকে জায়গা দেওয়ার জন্য তাঁকে দল থেকে বাদ পড়তে হয়। আজ ঈশান কিষাণের বদলে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
৪ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ২৭। রাহুল ৭ ও তিন নম্বরে নামা সূর্যকুমার ৬ রানে ব্যাটিং করছেন।
১২ রান করেই জোফ্রা আর্চারের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রোহিত শর্মা। প্রথম উইকেট হারাল ভারতীয় দল।
৩ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ১৯। রোহিত ১১ ও রাহুল ৬ রানে অপরাজিত।
আজ শুরু থেকেই মারমুখী মেজাজে ভারতীয় দলের তারকা ওপেনার রোহিত শর্মা। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করছেন কে এল রাহুল। ২ ওভারের শেষে ভারতীয় দলের রান বিনা উইকেটে ১৮।
প্রেক্ষাপট
আমদাবাদ: আজ সিরিজ বাঁচানোর লক্ষ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচ খেলছে ভারতীয় দল। সিরিজে এখন ১-২ পিছিয়ে ভারত। ফলে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হেব বিরাট কোহলিদের। এই ম্যাচে ভারতীয় দলে দু’টি বদল হয়েছে। যুজবেন্দ্র চাহলের বদলে খেলছেন রাহুল চাহার এবং ঈশান কিষাণের বদলে খেলছেন সূর্যকুমার যাদব। টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে ইংল্যান্ড। ফলে ব্যাটিং করছে ভারতীয় দল।
আজকের ম্যাচে ভারতীয় দল- রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার ও রাহুল চাহার।
ইংল্যান্ড দল- জেসন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, স্যাম কারান, জোফ্রা আর্চার, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও মার্ক উড।
এই সিরিজের প্রথম ম্যাচে হারলেও, দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। কিন্তু তৃতীয় ম্যাচে ফের ব্যাটিং ব্যর্থতার জন্য হারতে হয় ভারতকে। ফলে এই সিরিজে পিছিয়ে পড়েছেন বিরাটরা। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে শেষ দুই ম্যাচ জিততেই হবে ভারতকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -