IND vs ENG 4th Test LIVE: দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ২১৯/৭, এখনও ১৩৪ রানে পিছিয়ে রোহিতরা
India vs England 4th Test: দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে দ্রুত অল-আউট করে পালটা বড় রানের ইনিংস গড়াই হবে টিম ইন্ডিয়ার সামনে আসল চ্যালেঞ্জ।
দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২১৯/৭। এখনও ১৩৪ রানে পিছিয়ে রোহিত বাহিনী। ক্রিজে কুলদীপ ও ধ্রুব।
হাতে তিন উইকেট। দুশো রানের গণ্ডি পেরল ভারত। ক্রিজে আছেন ধ্রুব ও কুলদীপ।
৩৫৩ রান তাড়া করতে নেমে রীতিমতো চাপে রোহিত ব্রিগেড। ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তুলল ভারত। সরফরাজের পর আউট রবিচন্দ্রন অশ্বিন। ৬৬ রানে ৪ উইকেট নিয়েছেন বশির।
পর পর উইকেট পতন ভারতের। ৫৩ বলে ১৪ রান করে হার্টলির বলে আউট সরফরাজ।
ইংল্যান্ডের ৩৫৩ রানের বিরুদ্ধে পাল্টা বড় রান করাই লক্ষ্য ছিল ভারতের কাছে। যদিও পর পর উইকেট হারিয়ে বেশ কিছুটা চাপে পড়েছিল ভারত। একাই লড়াই করে যাচ্ছিলেন যশস্বী। তবে বশিরের আগুনে স্পেলের কাছে পরাজিত হলেন তিনিও। ১১৭ বলে ৭৩ রান করে প্যাভিলয়নে ফিরলেন তিনি। ভারতের স্কোর- ৫ উইকেটে ১৬২ রান।
একাই লড়াই জারি যশস্বীর, ১১০ বলে ৬৬ রানে অপরাজিত ইন্ডিয়ান ব্যাটার। সঙ্গী সরফরাজ। ভারতের স্কোর ৪ উইকেটে ১৪৬।
চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি, ৪ উইকেট খুইয়ে ১৩১ রান ভারতের। ৫৪ রানে অপরাজিত রয়েছেন যশস্বী। ৫টি চার ও ১টি ছক্কা দিয়ে ইনিংস সাজিয়েছেন।
প্রথম ইনিংসের শুরুতেই ব্যাটিং নিয়ে চাপ বাড়ল ভারতের। রজত পাতিদারের পরই বশিরের বলে আউট হয়ে প্যাভিলিয়নে রবীন্দ্র জাদেজা। ১২ বলে ১২ রান করেন তিনি।
দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসের শুরুতেই পর পর উইকেট পতন। বশিরের বলে এবার পভ্যালিয়নে ফিরলেন রাজত পাতিদার।
ব্যাটিংয়ে ফের জাদু যশস্বীর। ৮৯ বলে অর্ধশতরান পূরণ করলেন তিনি।
১০০ রান পেরোল ভারত, ক্রিজে যশস্বী-রজত পাতিদার। অর্ধ শতকের দোরগোড়ায় যশস্বী
বশিরের বলে আউট শুভমন গিল, ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৮৬ । '৬৫ বলে ৩৮ রান করেন তিনি।
ভারত প্রথম ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি টপকাল। ৫৩ বলে ৩৪ রান করেছেন যশস্বী জসওয়াল। ৪৭ বলে ২০ রান করেছেন শুভমন গিল।
লাঞ্চ ব্রেকের পর ফের শুরু খেলা। ক্রিজে যশস্বী- শুভমন গিল। ভারতের স্কোর ৩৯/১
চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি। ভারতের স্কোর- ৩৪/১। ৩৮ বলে ২৭ রানে অপরাজিত যশস্বী জয়সওয়াল। ১৪ বলে ৪ রানে রয়েছেন শুভমন গিল।
চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতি। ভারতের স্কোর- ৩৪/১। ৩৮ বলে ২৭ রানে অপরাজিত যশস্বী জয়সওয়াল। ১৪ বলে ৪ রানে রয়েছেন শুভমন গিল।
টেস্ট ম্যাচের ওপেনার হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ক্রিজে অপরাজিত যশস্বী। ৩৮ বলে ৫টি চার মেরে ২৭ রানে অপরাজিত রয়েছেন তিনি।
ইংল্যান্ডের ৩৫৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামল ভারত। শুরুতেই বিপর্যয়। জেমস অ্যান্ডারসনের বলে ২ রানে আউট ক্যাপ্টেন রোহিত শর্মা, ক্রিজে যশস্বী-গিল। ২ ওভারে ৯ রানে ১ উইকেট ভারতের
আকাশদীপের পরে ভারতের হয়ে বোলিংয়ে ঝড় তুললেন জাদেজা। ৩২.৫ ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট নিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই প্রথমে রবিনসন ও পরে বশিরকে আউট করে ইংল্যান্ডের ইনিংস শেষ করেন তিনি।
চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ৩৫৩ রানে অলআউট ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে ভাল রানের লক্ষ্যমাত্রা। ১২২ রানে অপরাজিত জো রুট।
ইংল্যান্ডের ইনিংস শেষ করতে আর ১ উইকেট চাই ভারতের। ৩৫১ রানে ৯ উইকেট ইংল্যান্ডের
চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে রুট-রবিনসনের জুটিতে ভাঙন। রবীন্দ্র জাদেজার বলে আউট ওলি রবিনসন। ৯৬ বলে ৫৮ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
রাঁচিতে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু। ১১১ রানে এখনও অপরাজিত জো রুট।
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন ওলি রবিনসন। ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮১ বলে অর্ধ শতক পূরণ
জো রুটের সঙ্গে ৩১ রানে অপরাজিত আছেন ওলি রবিনসন। দিনের শুরুতেই এই জুটিকে ভাঙতে মরিয়া হয়েই মাঠে নামবে টিম ব্লু
রাঁচিতে ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা প্রথম দিনে ৯০ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ৩০২ রান তোলে। ১০৬ রানে নট-আউট থাকেন জো রুট। আজ তাঁর উইকেট নেওয়াই প্রথম লক্ষ্য রোহিত-শিবিরের
জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোক্স (উইকেটরক্ষক), টম হার্টলি, শোয়েব বশির, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রজত পাটিদার, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
প্রেক্ষাপট
Ind Vs Eng Test Match: রাঁচির ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের (England) বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্টে (Fourth Test) খেলছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আজ, টেস্টের দ্বিতীয় দিন।
রাঁচিতে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ৩৫৩ রানে প্রথম ইনিংস শেষ হয় ইংল্যান্ডের। জো রুট ১২২ রানে অপরাজিত থাকেন। ২৭৪ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন। ৪ উইকেট নেন জাদেজা। ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল। যদিও ৯ বল খেলে ২ রান করেই প্যাভেলিয়নে ফেরেন ক্যাপ্টেন রোহিত।
জো রুটের (Joe Root) দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর-৩০২/৭। আকাশ দীপ শুরুতেই ইংল্যান্ডের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিলেও রুটের ব্যাটিংয়ের দৌলতে ভাল রানের লক্ষ্যমাত্রা রাখতে পারে ইংল্যান্ড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -