IND vs ENG 5th T20 Live Score: পঞ্চম ম্যাচে ৩৬ রানে জয়, টি-২০ সিরিজও ভারতের দখলে
India vs England 5th T20 Live Score: আজ খেলছেন না কে এল রাহুল। দলে টি নটরাজন।
ভারতের ২ উইকেটে ২২৪ রানের জবাবে ৮ উইকেটে ১৮৮ রানেই থেমে গেল ইংল্যান্ড।
৩৬ রানে পঞ্চম টি-২০ ম্যাচ জিতে সিরিজ দখল করল ভারত। টেস্টের পর টি-২০ সিরিজও জিতলেন বিরাট কোহলিরা।
ইয়ন মর্গ্যানকে (১) ফেরালেন হার্দিক পাণ্ড্য। পঞ্চম উইকেট হারাল ভারত।
জোড়া উইকেট শার্দুল ঠাকুরের। তিনি ফেরালেন জনি বেয়ারস্টো (৭) ও ডেভিড মালানকে (৬৮)। ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নিল ভারত।
জশ বাটলারকে ফেরালেন ভুবনেশ্বর কুমার। ৫২ রান করে ফিরলেন বাটলার।
ডেভিড মালান ও জশ বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে লড়াই চালাচ্ছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই জেসন রয়কে বোল্ড করে দিলেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ১ রান। ক্রিজে ডেভিড মালান (১) ও জশ বাটলার।
নির্ধারিত ২০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ২২৪। বিরাট ৮০ ও হার্দিক ৩৯ রানে অপরাজিত।
১৮ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১৯৩। বিরাট ৬৩ ও হার্দিক ২৫ রানে অপরাজিত।
১৭ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১৮১। বিরাট ৫২ ও হার্দিক ২৪ রানে অপরাজিত।
১৬ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১৭০। বিরাট ৫১ ও হার্দিক ১৫ রানে অপরাজিত।
৩৬ বলে অর্ধশতরান করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ওপেন করতে নেমে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
১৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১৫৭। বিরাট ৪৬ ও হার্দিক পাণ্ড্য ৭ রানে অপরাজিত।
৩২ রান করে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। তিনি ১৭ বলে ৩২ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও দু’টি ছক্কা।
১৩ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ১৪২। বিরাট ৩৮ ও সূর্যকুমার ৩২ রানে অপরাজিত।
১২ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ১৩৩। বিরাট ৩০ ও সূর্যকুমার ৩১ রানে অপরাজিত।
১১ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ১১৪। বিরাট ২৫ ও সূর্যকুমার ১৭ রানে অপরাজিত।
১০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ১ উইকেটে ১১০। বিরাট ২৪ ও সূর্যকুমার যাদব ১৪ রানে অপরাজিত।
অর্ধশতরান রোহিত শর্মার। ৩৪ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি বেন স্টোকসের বলে বোল্ড হয়ে গেলেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও চারটি বাউন্ডারি।
৮ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৮১। রোহিত ৫৩ ও বিরাট ২০ রানে অপরাজিত।
৭ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৭০। রোহিত ৪৪ ও বিরাট ১৮ রানে অপরাজিত।
৬ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৬০। রোহিত ৩৫ ও বিরাট ১৭ রানে অপরাজিত। ভারতীয় দলের ইনিংসের শুরুটা দুর্দান্ত হয়েছে। ফলে আজ বড় স্কোরের আশায় ভারতীয় শিবির।
৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৪৪। রোহিত ২৮ ও বিরাট ১০ রানে অপরাজিত।
৪ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৩৫। রোহিত ২৬ ও বিরাট ৮ রানে ক্রিজে।
৩ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ২২। রোহিত ১৪ ও বিরাট ৭ রানে অপরাজিত।
আজ ওপেন করছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাঁরা শুরু থেকেই সাবলীলভাবে ব্যাটিং করছেন।
প্রেক্ষাপট
আমদাবাদ: আজ ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচ। সিরিজ এখন ২-২। ফলে আজ যে দল জিতবে, তারাই সিরিজ নিজেদের দখলে নেবে। আজ ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। আজ দলে নেই ওপেনার কে এল রাহুল। তাঁর বদলে দলে এসেছেন টি নটরাজন।
এই সিরিজের প্রথম ম্যাচ জেতে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। কিন্তু তৃতীয় ম্যাচ জিতে ফের এগিয়ে যায় ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে চতুর্থ ম্যাচ জিততেই হত ভারতকে। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান সূর্যকুমার যাদব। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে বড় স্কোর করতে সক্ষম হয় ভারতীয় দল। ৮ রানে চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। ফলে আজ আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামছে ভারতীয় দল।
আজ ভারতীয় দল- রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শ্রেয়স আয়ার, হার্দিক পাণ্ড্য, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার ও টি নটরাজন।
আজ ইংল্যান্ড দল- জেসন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -