চেন্নাই : স্পিন-জালের ফাঁদে ফেলে ইংল্যান্ডকে পেড়ে ফেলল ইংল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিনের ৫ উইকেটের সুবাদে মাত্র ১৩৪ রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দিল ভারত। যার ফলে প্রথম ইনিংসে ভারত লিড পেল ১৯৫ রানের। ইশান্ত শর্মা ও অক্ষর প্যাটেল দুটি করে ও মহম্মদ সিরাজ একটি উইকেট পেয়েছেন। নিজের ঘরের মাঠ চিপকে তাঁর টেস্ট কেরিয়ারের ২৯ নম্বর বার বিপক্ষের পাঁচ উইকেট বা তার বেশি দখল করলেন অশ্বিন।
দিনের শুরুতেই রোরি বার্নসকে (০) খাতা খোলার সুযোগ না দিয়েই প্রথমে সাজঘরে ফেরান ইশান্ত শর্মা। তারপর ব্রিটিশ ব্যাটিংকে বিপাকে ফেলতে শুরু করে স্পিনব্রিগেড। প্রথমে অপর ওপেনার ডম সিবলিকে (১৩) আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। যার কিছুক্ষণের মধ্যেই অধিনায়ক জো রুটকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা দেন অক্ষর প্যাটেল। অভিষেক টেস্টের মঞ্চে অক্ষরের প্রথম টেস্ট উইকেট জো রুট। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত মাত্র ৩৯ রান তুলতে গিয়ে ৪ উইকেট খুইয়ে ফেলেছে ইংল্যান্ড। সিবলি ছাড়াও লাঞ্চ ব্রেকের আগের সেশনের শেষ বলে ডন লরেন্সকে (৯) আউট করেছেন অশ্বিন।
লাঞ্চের আগে আরও চারটি উইকেট তুলে নেয় ভারত। শেষমেশ ঘরের মাঠে অশ্বিনের ৫ উইকেটের সুবাদে ১৩৪ রানে থেমে যায় ইংল্যান্ড। একমাত্র বেন ফোকস (অপরাজিত ৪২) ছাড়া ভারতীয় স্পি্ন বাহিনীর সামনে দাঁড়াতে পারেননি কোনও ব্রিটিশ ব্যাটসম্যান।
দিনের শুরুতে ইংল্যান্ড আক্রমণের সামনে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতীয় লোয়ার অর্ডার। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ২৯ রান যোগ করতে সক্ষম হয় ভারত। ৬ উইকেটে ৩০০ রানে দিন শুরু করে ৩২৯ রানে থামে ভারতের প্রথম ইনিংস। ৫৭ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্থ।
গতকাল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা ব্যর্থ হলেও রোহিত শর্মার (১৬১) দুরন্ত শতরানে লড়াইয়ের লড়াইয়ের মঞ্চ তৈরি করে ভারত।
রোহিতকে যোগ্য সঙ্গত করেছিলেন আজিঙ্কা রাহানেও (৬৭)। যদিও প্রথম দিন শেষের আগেই আউট হয়ে গিয়েছিলেন রোহিত, রাহানে। গতকাল ক্রিজে ছিলেন ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল। ব্যাট হাতে অক্ষর বা বাকি বোলাররা ঋষভকে প্রয়োজনীয় সঙ্গত করতে পারেননি এদিন সকালে।
যদিও বল হাতে পাল্টা ইংল্যান্ডকে ল্যাজে-গোবরে করার কাজটা করল বিরাট ব্রিগেডে বোলিং বাহিনী।