লন্ডন: ইংল্যান্ডে ফের দর্শকদের অভব্য আচরণ। লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীন গ্যালারি থেকে কে এল রাহুলের উদ্দেশে শ্যাম্পেনের বোতলের কর্ক ছোড়া হয়। ইংল্যান্ডের ইনিংসের ৬৯ ওভারে এই ঘটনা ঘটে। সেই সময় ব্যাটিং করছিলেন জো রুট ও জনি বেয়ারস্টো। বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন রাহুল। মহম্মদ শামির চতুর্থ বলের পরেই গ্যালারি থেকে রাহুলের দিকে শ্যাম্পেনের বোতলের কর্ক ছোড়া হয়। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এই ঘটনা দেখে ক্ষুব্ধ হন। তিনি রাহুলের উদ্দেশে কর্কটি মাঠের বাইরে ছুড়ে ফেলতে বলেন। দুই আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে কথা বলেন ভারতীয় দলের সদস্যরা। 


লর্ডস টেস্টের প্রথম দিন শুরুটা খুব ভাল করে ভারতীয় দল। দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল দুর্দান্ত ব্যাটিং করেন। রোহিত ৮৩ রান করে আউট হয়ে গেলেও, শতরান করেন রাহুল। দ্বিতীয় দিন অবশ্য ভারতীয় দল ৩৬৪ রানে অলআউট হয়ে যায়। রাহুল করেন ১২৯ রান। অধিনায়ক বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা ৪০ রান করেন। 


ভারতীয় দল বড় রান করলেও, অধিনায়ক জো রুটের শতরানের সুবাদে ইংল্যান্ডও বড় রান করেছে। ভারতের রান টপকে গিয়ে লিড নিয়েছে ইংল্যান্ড। ভারতের বোলারদের মধ্যে চার উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। তিন উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। জোড়া উইকেট নিয়েছেন মহম্মদ শামি। তৃতীয় দিন ইংল্যান্ড শেষপর্যন্ত ৩৯১ রানে অলআউট হয়ে গিয়েছে। রুট ১৮০ রানে অপরাজিত থাকেন। জনি বেয়ারস্টো করেন ৫৭ রান। ওপেনার ররি বার্নস করেন ৪৯ রান। মইন আলি ২৭ ও জস বাটলার ২৩ রান করেন। 


তবে খেলার পরিস্থিতি যাই হোক না কেন, মাঠে ভারতীয় দলের জার্সি পরা এক ব্যক্তির ঢুকে পরা এবং রাহুলের উদ্দেশে দর্শকদের অভব্য আচরণ এই টেস্টকে কালিমালিপ্ত করে দিল।