Ind vs Eng, LIVE score: ৮ উইকেটে হার ভারতের
India Vs England First T20 in Narendra Modi Stadium LIVE Updates: আজ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৮ উইকেটে হেরে গেল ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১২৪ রান করে ভারতয সর্বোচ্চ ৬৭ রান করেন শ্রেয়স আয়ার। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন জোফরা আর্চার। একটি করে উইকেট নেন আদিল রশিদ, মার্ক উড, ক্রিস জর্ডান ও বেন স্টোকস। এরপর ১৫.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ইংল্যান্ড। জেসন রয় ৪৯, জশ বাটলার ২৮, ডেভিড মালান ২৪ ও জনি বেয়ারস্টো ২৬ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারের মুখে ভারতীয় দল। ৯ ওভারের শেষে ইংল্য়ান্ডের রান ১ উইকেটে ৭৭।
৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৪২। জেসন রয় ২৪ ও জশ বাটলার ১৮ রানে অপরাজিত।
৪ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২৯। জেসন রয় ও জশ বাটলার ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। চাপে ভারতীয় দল।
১৮ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৬ উইকেটে ১০৫। ক্রিজে শ্রেয়স আয়ার (৫৮) ও ওয়াশিংটন সুন্দর (১)।
কোনও রান না করেই আউট হয়ে গেলেন শার্দুল ঠাকুর। ৬ উইকেট হারাল ভারতীয় দল।
১৯ রান করে আউট হার্দিক পাণ্ড্য। ৫ উইকেট হারাল ভারতীয় দল।
চাপের মুখে দারুণ ইনিংস শ্রেয়স আয়ারের। তিনি অর্ধশতরান করে ভারতীয় দলকে লড়াইয়ে রেখেছেন।
১৪ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ৭১। শ্রেয়স আয়ার ৩৯ ও হার্দিক পাণ্ড্য ৬ রানে অপরাজিত।
১২ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ৫৮। শ্রেয়স আয়ার ৩১ ও হার্দিক পাণ্ড্য ১ রানে অপরাজিত।
১০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৪ উইকেটে ৪৮। ২১ রান করে আউট হয়ে গিয়েছেন ঋষভ পন্থ। ২২ রান করে অপরাজিত শ্রেয়স আয়ার।
৭ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ২৯। পন্থ ১৭ ও শ্রেয়স ৭ রানে অপরাজিত।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচের শুরুটা খুব খারাপ হল ভারতীয় দলের। ৬ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২২। এখন ক্রিজে ঋষভ পন্থ ও শ্রেয়স আয়ার।
টেস্ট সিরিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন ভারতীয় দলের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তিনি শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছেন। কিন্তু অপরপ্রান্তের ব্যাটসম্যানরা ভাল খেলতে পারছেন না। আউট হয়ে গেলেন ওপেনার শিখর ধবন। তিনি মাত্র চার রান করেন। ৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ২০। পন্থ ১৫ রানে অপরাজিত।
৩ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৭। এর মধ্য়েই ২ উইকেট খুইয় বসেছে ভারতীয় দল। এখন ক্রিজে শিখর ধবন ও ঋষভ পন্থ।
০ রানে আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় উইকেট হারাল ভারত।
২ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর মাত্র ২। এর মধ্যেই একটি উইকেট হারিয়ে বসেছে ভারত। ফলে শুরুতেই চাপে বিরাটরা।
তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
দ্বিতীয় ওভারেই আউট কে এল রাহুল। তিনি মাত্র এক রান করেই জোফরা আর্চারের বলে বোল্ড হয়ে গেলেন।
প্রথম ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ২। ইংল্যান্ডের হয়ে প্রথম ওভারে বল করলেন আদিল রশিদ।
প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় দলের হয়ে ওপেন করতে নেমেছেন শিখর ধবন ও কে এল রাহুল।
প্রেক্ষাপট
আমদাবাদ: টেস্ট সিরিজে দুর্দান্ত জয় পাওয়ার পর এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে নামল ভারতীয় দল। আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে ইংল্যান্ড। ফলে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল।
এই ম্যাচে ভারতীয় দলে আছেন কে এল রাহুল, শিখর ধবন, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহল।
ইংল্যান্ড দলে আছেন জেসন রয়, জশ বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো। ইয়ন মর্গ্যান, বেন স্টোকস, স্য়াম কারান, জোফরা আর্চার, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও মার্ক উড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -