IND vs ENG 3rd Test Score LIVE Updates: মোতেরায় ১০ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত

IND vs ENG 3rd Motera Test LIVE Cricket Score Updates: ভারত-ইংল্যান্ড টেস্টের আগে বদলে গেল মোতেরা স্টেডিয়ামের নাম। এবার থেকে নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভূমিপুজো করে উদ্বোধন করেন স্টেডিয়ামের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Feb 2021 01:40 PM
Motera Pink Ball Test:মোতেরায় ১০ উইকেট জয় ভারতের

দুদিনেই খতম মোতেরা টেস্ট। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল ভারত। গোলাপি বলে মোতেরার ঘূর্ণিপিচে কার্যত হাঁসফাঁস করতে হল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। দুই ইনিংসেই ভারতের স্পিন আক্রমণের সামনে বেহাল দেখায় ইংরেজ ব্যাটিং অর্ডারকে। দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অলআউট হওয়ার পর ভারতের সামনে লক্ষ্য ছিল ৪৯ রানের। ডিনার বিরতির আগেই ১১ রান করে ফেলেছিল ভারত। ডিনারের পর কোনও উইকেট না হারিয়েই তুলে নেয় ভারত। রোহিত শর্মা   ও শুভমান গিল   অপরাজিত থাকলেন।  সিরিজে ভারত এগিয়ে গেল ২-১।  এই মোতেরাতেই হবে সিরিজের চূড়ান্ত তথা চতুর্থ টেস্ট।

Motera Pink Ball Test: জয়ের জন্য ভারতের প্রয়োজন আর ৩৮ রান

ডিনার ব্রেকের আগে ভারতের রান বিনা উইকেটে ১১। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৩৮ রান।

Motera Pink Ball Test: দ্বিতীয় ইনিংসেও দুরন্ত বোলিং অক্ষরের

প্রথম ইনিংসে ছয় উইকেটের পর   অক্ষর পটেল দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নিলেন। ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। অশ্বিন ৪৮ রানে ৪ ও ওয়াশিংটন সুন্দর ১ উইকেট নিয়েছেন।

Motera Pink Ball Test: দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অলআউট ইংল্যান্ড

১৯ রানে তিনটি উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরার চেষ্টা করেন রুট ও বেন স্টোকস। স্টোকস ৫০ রানের মাথায় ২৫ রান করে অশ্বিনের বলে ফিরে যান। এরপর জো রুট দলের ৫৬ রানের মাথায় আউট হন। অলি পোপ, জোফরা আর্চাররাও ক্রিজে টিকতে পারেননি। ৬৮ রানে সাত উইকেট পড়ে যায় তাদের। শেষপর্যন্ত ৮১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। 

Motera Pink Ball Test: ১৯ রানে তৃতীয় উইকেটের পতন ইংল্যান্ডের

১৯ রানে তৃতীয় উইকেটের পতন ইংল্যান্ডের। ডম সিবলে শিকার হলেন অক্ষরের। মাত্র সাত রানে আউট তিনি।

Motera Pink Ball Test: ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জোড়া আঘাত ভারতের

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও পাল্টা আঘাত ভারতের। শুরুতেই জোড়া উইকেট তুলে নিল ভারত। ক্রলি ও জনি বেয়ারস্টোকে ফেরালেন অক্ষর পটেল। স্কোরবোর্ডে কোনও রান না উঠতেই দুই উইকেট হারায় ইংল্যান্ড।

Motera Pink Ball Test: ১৪৫ রানে অলআউট ভারত, লিড ৩৩ রানের

আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের চলতি সিরিজের তৃতীয় টেস্ট দ্রুত নিষ্পত্তির ইঙ্গিত। ইংল্যান্ড প্রথম দিনে প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হয়ে যাওয়ার পর ভারতকে দ্বিতীয় দিনে ১৪৫ রানে অলআউট করে দেয়। ভারত ৩৩ রানের লিড পায়। প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ৯৯। কিন্তু এদিন মাত্র ৪৬ রানে বাকি সাতটি উইকেট হারায় ভারত। এদিন দ্রুতই ৩ উইকেটে ১৪৪ রান থেকে মাত্র ১৪৫ রানে আলআউট হয়ে যায় টিম কোহলি। জো রুট দুরন্ত বোলিং করেছেন। মাত্র ৮ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এটাই টেস্টে তাঁর প্রথম পাঁচ উইকেট।

Motera Pink Ball Test: রোহিতের হাফসেঞ্চুরি, ভারত ৯৯/৩

Motera Pink Ball Test: লড়াকু হাফসেঞ্চুরি রোহিত শর্মার। ৫৭ রান করে ক্রিজে রয়েছেন তিনি। ২৭ রান করে আউট হয়েছেন বিরাট কোহলি। মোতেরায় প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৯৯/৩।

Motera Pink Ball Test: কোনও রান না করেই আউট পূজারা

Motera Pink Ball Test: জ্যাক লিচের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন চেতেশ্বর পূজারা। ভারতের স্কোর ৬৮/২।

Motera Pink Ball Test: জোফ্রার বলে আউট শুভমন, ভারত ৩৩/১

Motera Pink Ball Test: জোফ্রা আর্চারের শর্ট বল পুল করতে গিয়ে ব্যাটের কানায় লাগালেন শুভমন গিল। উঁচু ক্যাচ গেল ক্রলির হাতে। ১১ রান করে ফিরলেন শুভমন। ভারতের স্কোর ৩৩/১।

India Vs England, 2021: ভারতের স্কোর বিনা উইকেটে ৩৩

India Vs England, 2021: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভাল শুরু ভারতের। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রডদের পেসের ঝাঁঝ সামলে শুভমন গিল ও রোহিত শর্মার ওপেনিং জুটি তুলে ফেলেছে ৩৩ রান।

India Vs England, 2021: ১১২ রানে অল আউট ইংল্যান্ড

India Vs England, 2021: মোতেরায় মাত্র ১১২ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। অক্ষর পটেলের ৬ উইকেট। তিন উইকেট আর অশ্বিনের।

Ind vs Eng Motera Test: অক্ষর-অশ্বিনের দাপটে কোণঠাসা ইংল্যান্ড

Ind vs Eng Motera Test: মোতেরায় ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে চাপে ইংল্যান্ড। জোফ্রা আর্চারকে (১৮ বলে ১১ রান) তুলে নিলেন অক্ষর পটেল। আর অশ্বিনের বলে জ্যাক লিচ ফিরলেন ৩ রানে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের স্কোর ১০৪/৮।

Motera Pink Ball Test: স্টোকসকে ফেরালেন অক্ষর

বেন স্টোকসের (৬) উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। এটি তাঁর তৃতীয় উইকেট।


২৮.৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৮১ রান।

Ind vs Eng, Motera Test: অলি পোপকে ফেরালেন অশ্বিন

অলি পোপের (১) উইকেট ছিটকে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।


২৭.৪ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৮৪ রান।

Motera Pink Ball Test: ক্রলিকে ফেরালেন অশ্বিন

জ্যাক ক্রলিকে (৫৩) ফেরালেন অক্ষর প্যাটেল।


লাঞ্চ পর্যন্ত ২৭ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮৭।

Ind vs Eng, Motera Test: জো রুটকে ফেরালেন অশ্বিন

জো রুটকে (১৭) ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। এদিকে অর্ধশতরান জ্যাক ক্রলির।


২১ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭৪ রান।

India Vs England, 2021: অক্ষর নিলেন দ্বিতীয় উইকেট

জনি বেয়ারস্টোকে (০) খাতা খুলতে না দিয়ে সাজঘরে ফেরালেন অক্ষর প্যাটেল। 


আপাতত ১২ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৩৯ রান।

Motera Pink Ball Test: প্রথম উইকেট ইশান্তের

শততম টেস্টে নেমে ইংল্যান্ডের প্রথম উইকেট নিলেন ইশান্ত শর্মা। ডম সিবলিকে (০) সাজঘরে ফেরান তিনি।

India Vs England, 2021: টস জিত ইংল্যান্ড

টসে জিতল ইংল্যান্ড। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জো রুটের।

আজ থেকে শুরু হতে চলা টেস্টের আগে ভারত ও ইংল্যান্ড দলের সকল ক্রিকেটারকে শুভেচ্ছা জানাই।

Ind vs Eng, Motera Test: চনমনে টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হারলেও চিপকে দ্বিতীয় টেস্টে জিতেছে ভারত। জয়ের ধারা বজায় রাখতে চনমনে টিম ইন্ডিয়া।

Motera Pink Ball Test: শততম টেস্ট ইশান্তের

ভারতের দ্বিতীয় পেসার হিসেবে শততম টেস্টে খেলতে নামছেন ইশান্ত শর্মা।

প্রেক্ষাপট

আমেদাবাদ: মোতেরা এখন মোদি স্টেডিয়াম।


ভারত-ইংল্যান্ড দিন-রাতের টেস্ট শুরুর আগে নবরূপের মোতেরা স্টেডিয়াম উদ্বোধনের দিনই বদলে গেল নাম। নতুন নাম হল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভূমিপুজো করে উদ্বোধন করেন স্টেডিয়ামের।


উদ্বোধনের মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন মুখ্যমন্ত্রী থাকার সময় থেকে মোতেরাকে বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন নরেন্দ্র মোদি। উনি প্রধানমন্ত্রী হওয়ার পর শুরু হয় মোতেরা স্টেডিয়াম নবনির্মাণের কাজ। দীর্ঘ ৫ বছরে প্রায় ৮০০ কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে স্টেডিয়ামটি। এবার থেকে তা পরিচিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম হিসেবে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.