IND vs ENG 3rd Test Score LIVE Updates: মোতেরায় ১০ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত

IND vs ENG 3rd Motera Test LIVE Cricket Score Updates: ভারত-ইংল্যান্ড টেস্টের আগে বদলে গেল মোতেরা স্টেডিয়ামের নাম। এবার থেকে নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভূমিপুজো করে উদ্বোধন করেন স্টেডিয়ামের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Feb 2021 01:40 PM

প্রেক্ষাপট

আমেদাবাদ: মোতেরা এখন মোদি স্টেডিয়াম।ভারত-ইংল্যান্ড দিন-রাতের টেস্ট শুরুর আগে নবরূপের মোতেরা স্টেডিয়াম উদ্বোধনের দিনই বদলে গেল নাম। নতুন নাম হল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভূমিপুজো করে উদ্বোধন করেন...More

Motera Pink Ball Test:মোতেরায় ১০ উইকেট জয় ভারতের

দুদিনেই খতম মোতেরা টেস্ট। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল ভারত। গোলাপি বলে মোতেরার ঘূর্ণিপিচে কার্যত হাঁসফাঁস করতে হল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। দুই ইনিংসেই ভারতের স্পিন আক্রমণের সামনে বেহাল দেখায় ইংরেজ ব্যাটিং অর্ডারকে। দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অলআউট হওয়ার পর ভারতের সামনে লক্ষ্য ছিল ৪৯ রানের। ডিনার বিরতির আগেই ১১ রান করে ফেলেছিল ভারত। ডিনারের পর কোনও উইকেট না হারিয়েই তুলে নেয় ভারত। রোহিত শর্মা   ও শুভমান গিল   অপরাজিত থাকলেন।  সিরিজে ভারত এগিয়ে গেল ২-১।  এই মোতেরাতেই হবে সিরিজের চূড়ান্ত তথা চতুর্থ টেস্ট।