চেন্নাই: রাজকোট টেস্টের (Ind vs Eng Test Series) মাঝপথেই বাড়ি ফিরতে হয়েছিল আর অশ্বিনকে (Ravichandran Ashwin)। তা নিয়ে জল্পনাও কম হয়নি। ভারতীয় শিবির (Indian Cricket Team) থেকে শুধু জানানো হয়েছিল যে, জরুরি পরিস্থিতিতে বাড়ি ফিরতে হয়েছে অশ্বিনকে। কিন্তু তারকা অফস্পিনারের কী হয়েছিল? কেনই বা টেস্ট ম্যাচ চলাকালীন বাড়ি ফিরতে হয়েছিল তামিলনাড়ুর অফস্পিনারকে?


এ ব্যাপারে মুখ খুললেন প্রীতি অশ্বিন (Prithi Ashwin)। অফস্পিনারের স্ত্রী জানিয়েছেন, কেন টেস্ট ম্যাচ চলাকালীন বাড়ি ফিরতে হয়েছিল অশ্বিনকে। প্রীতি বলেছেন, 'রাজকোট টেস্ট ম্যাচে বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফেরার পাঁচ মিনিটের মধ্যে ৫০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছিল অশ্বিন। এবং তারপরই আমরা সকলে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এত শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা এসেছিল, সেগুলোর জবাব দিচ্ছিলাম।'


প্রীতি এরপর বলেছেন, 'ঠিক সেই সময়ই মায়ের আর্তনাদ শুনতে পাই। তিনি পড়ে গিয়েছিলেন। মুহূর্তের মধ্যে আমাদের হাসপাতালে যেতে হয়েছিল। সেই সময় ভেবেছিলাম অশ্বিনকে বলব না কারণ চেন্নাই ও রাজকোটের মধ্যে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা ভাল নয়। আমি তখন চেতেশ্বর পূজারা ও ওর পরিবারকে ফোন করি। ওরা দারুণ সাহায্য করে। আমরা একটা রাস্তা বার করার পরই অশ্বিনকে ফোন করে জানাই। কারণ, চিকিৎসকেরা স্ক্যান করানোর পর বলেছিলেন ওঁর ছেলে পাশে থাকলে ভাল হয়। ফোনে ও ভীষণ ভেঙে পড়েছিল। ২০-২৫ মিনিট সময় লেগেছিল ওর নিজেকে সামলে উঠে আমাকে ঘুরিয়ে ফোন করতে। আমি ধন্যবাদ দিতে চাই রোহিত (রোহিত শর্মা), রাহুল ভাই (রাহুল দ্রাবিড়) এবং বোর্ডের অন্যান্য সদস্যদের, যারা ও বাড়ি ফেরা না পর্যন্ত যোগাযোগ রেখে গিয়েছে। অনেক রাতে বাড়ি পৌঁছয় ও।'


চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে কীর্তি গড়েছেন অশ্বিন। ভারতের দ্বিতীয় বোলার হিসাবে টেস্টে পাঁচশো উইকেটের শৃঙ্গে আরোহন করেছেন তিনি। রাজকোটে যেদিন তিনি পাঁচশো উইকেট পেয়েছিলেন, সেদিনই অশ্বিনের বাড়িতে ঘটে দুর্ঘটনা। বোর্ড থেকে সরাসরি কিছু জানানো না হলেও সূত্র মারফত জানা গিয়েছিল যে, মায়ের অসুস্থতার কারণে বাড়ি ফিরতে হয়েছিল অশ্বিনকে।


আরও পড়ুন: সিএসকে ক্যাম্পে যোগ দিলেন ধোনি, চেন্নাই মজল তাঁদের প্রিয় 'থালা'-কে নিয়ে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে