রাঁচি: তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছেন বিরাট কোহলির (Virat Kohli) পরিবর্ত হিসাবে। কিন্তু ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ রজত পাতিদার (Rajat Patidar)। ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) চলতি সিরিজে ৫ ইনিংসে করেছেন মাত্র ৬৩ রান! গড়? ১২.৬০। ভারতীয় দলে রজতের জায়গা নিয়েই গুরুতর প্রশ্ন উঠে গেল। সোশ্যাল মিডিয়াতেও নিন্দার ঝড়।
চলতি ইংল্যান্ড সিরিজে প্রথম একাদশের একাধিক তারকাকে পায়নি ভারত। হার্দিক পাণ্ড্য-ঋষভ পন্থরা এমনিতেই চোট পেয়ে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে। বিশ্বকাপের পর থেকে গোড়ালির চোটে খেলছেন না মহম্মদ শামি। বিরাট কোহলি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথমে দুই টেস্ট, পরে গোটা সিরিজ থেকেই সরে দাঁড়ান। পরে জানা যায়, অন্তঃসত্ত্বা স্ত্রী অনুষ্কার পাশে থাকবেন বলে এই সিদ্ধান্ত বিরাটের। সম্প্রতি পুত্রসন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান বিরুষ্কা। আর এই পরিস্থিতিতে চলতি সিরিজে এক ঝাঁক নতুন মুখের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। অভিষেক হয়েছে পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশ দীপদের।
এঁদের মধ্যে একমাত্র আঁধার ঘিরে ধরেছে পাতিদারকে। আন্তর্জাতিক ক্রিকেটে কুলকিনারা পাচ্ছেন না ডানহাতি ব্যাটার। কোহলির পরিবর্তে যাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল। যে কোনও তরুণকে উৎসাহিত করে তোলার জন্য যা যথেষ্ট।
কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ পাতিদার। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল পাতিদারের। সেখানে প্রথম ইনিংসে ৩২ রান করেছিলেন তিনি। সাবলীলই দেখিয়েছিল। কিন্তু তারপর থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না।
রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে ভারতের প্রথম ইনিংসেও ছাপ ফেলতে পারলেন না রজত। ৩০ বছরের ক্রিকেটার ৪২ বলে ১৭ রান করে আউট হন। ৪টি চার মারেন তিনি। তারপর ইংরেজ স্পিনার শোয়েব বশিরের বলে ঠকে গিয়ে এলবিডব্লিউ হয়ে যান।
সবচেয়ে উদ্বেগজনক কারণ, ৫ ইনিংসে পাঁচবারই স্পিনারদের বলে ঘায়েল হয়েছেন রজত। যে ভারতীয় ব্যাটারদের বলা হয় স্পিন খেলায় বিশ্বের সেরা, সেই দেশেরই প্রতিনিধি হিসাবে স্পিনের বিরুদ্ধে কেঁপে যাচ্ছেন পাতিদার। দ্বিতীয় টেস্টে রাজকোটে শূন্য করে ফিরেছিলেন পাতিদার। ইংরেজ স্পিনার টম হার্টলির বলে দুবার আউট হয়েছেন। রেহান আমেদের বলেও দুবার ফিরেছেন। শনিবারক আউট হলেন বশিরের বলে।
দ্বিতীয় ইনিংসে আর একটি সুযোগ পাবেন পাতিদার। কিন্তু তিনি ফের ব্যর্থ হলে দল থেকে বাদ দেওয়ার দাবি আরও জোরাল হবে। রাঁচির উইকেট ক্রমশ খারাপ হচ্ছে এবং দ্বিতীয় ইনিংসে পাতিদারের কাজ সহজ হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কে এল রাহুল হায়দরাবাদে প্রথম টেস্টে চোট পাওয়ার পর একাদশের দরজা খুলে গিয়েছিল পাতিদারের সামনে। তবে কোহলি ও রাহুল ফিরলে দলে জায়গা ধরে রাখা যে কঠিন হবে পাতিদারের কাছে, বলার অপেক্ষা রাখে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।