হেডিংলে: আগামীকাল থেকে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে। লিডসে যে মাঠে খেলা হবে, সেই মাঠেই ৩ ভারতীয় ক্রিকেটারের একই ইনিংসে শতরান হাঁকানোর নজির রয়েছে। ২০০২ সালে হেডিংলে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ম্যাচে সৌরভের নেতৃত্বে ইনিংস ও ৪৬ রানে জয় পেয়েছিল ভারতীয় দল।
ইংল্য়ান্ড সফরে সেবার তৃতীয় টেস্ট খেলতে লিডসে নেমেছিল ভারতীয় দল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গােপাধ্যায়। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রাহুল দ্রাবিড় ১৪৮ রান করেন। সচিন তেন্ডুলকর ১৯৩ রানের ইনিংস খেলেন ও ১২৮ রানের ইনিংস খেলেন সৌরভ গঙ্গােপাধ্যায়। ম্যাচে প্রথম ইনিংসে রাহুল দ্রাবিড় আউট হওয়ার পর ভারতের স্কোর ছিল ৩৩৫/৩। সেখানে থেকে সচিন তেন্ডুলকরের সঙ্গে জুটি বাঁধেন সৌরভ। ১২৮ রান করে সৌরভ যখন আউট হন তখন ভারতের স্কোর ৫৮৪/৪।
এর আগে দ্রাবিড় ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন। সঞ্জয় বাঙ্গার (৬৮) রানের সঙ্গে পার্টনারশিপ গড়ে ১৭০ রান বোর্ডে যোগ করেন। এরপর সচিনের সঙ্গে পার্টনারশিপে ১৫০ রান বোর্ডে যোগ করেন। প্রথম ইনিংসে বোর্ডে ৮ উইকেট হারিয়ে ৬২৮ রান তুলে ডিক্লেয়ার দিয়ে দেয় ভারত। এরপর প্রথম ইনিংসে ২৭৩ রানে অল আউট হয়ে যায় ইংল্য়ান্ড। ফলো অনের লজ্জার সম্মুখিন হতে হয় তাঁদের। এরপর দ্বিতীয় ইনিংসে ৩০৯ রান বোর্ডে তুলতে পারে ভারত। কিন্তু ম্যাচ বাঁচাতে পারেনি নাসের হুসেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড শিবির।
লর্ডস টেস্টে জয়ের পর সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করেছে বিরাট বাহিনী। ১৫১ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল।