IND vs ENG Live: অপ্রতিরোধ্য বাটলার-হেলস, ভারতকে ১০ উইকেটে বিধ্বস্ত করল ইংল্যান্ড
IND vs ENG: ১০ উইকেটে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড।
১৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নিল ইংল্যান্ড। ভারতকে হারাল ১০ উইকেটে। জস বাটলার ৪৯ বলে ৮০ রানে ও অ্যালেক্স হেলস ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত।
মাত্র ১০.১ ওভারেই শতরানের গণ্ডি পার করল ইংল্যান্ড। অত্যন্ত সহজে প্রয়োজনীয় ১৬৯ রানের দিকে এগোচ্ছে ইংল্যান্ড। ভারতীয় বোলাররা এখনও ম্যাচে প্রভাব ফেলতে সম্পূর্ণ ব্যর্থ।
মাত্র ২৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন অ্যালেক্স হেলস। তাঁর দাপটে মাত্র আট ওভারেই ৮৪ রান তুলে ফেলল ইংল্যান্ড দল। বাটলারও বর্তমানে ৩০ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লের ছয় ওভারে ৬৩ রান তুলল ইংল্যান্ড। নিঃসন্দেহে বর্তমানে ম্যাচে তারাই এগিয়ে।
পঞ্চম ওভারেই ৫০ রানের গণ্ডি পার করল ইংল্যান্ড। শামির ওভারে এক অনবদ্য ছয় মারেন হেলস। ওভারের পঞ্চম বলে তাঁর ব্যাটের কিণারায় লেগে বল বাউন্ডারি পার করলেই ইংল্যান্ডের ৫০ রান পূরণ হয়।
শুরুতেই ভারতকে চাপে ফেলে দিয়েে ইংল্যান্ডের দুই ওপেনার। তিন ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৩ রান। বাটলার ১৮ ও হেলস ১৩ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই বাটলারঝড়। ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে প্রথম ওভারে ১৩ রান তুলল ইংল্যান্ড।
অনবদ্য ইনিংস হার্দিক পাণ্ড্যর। ৩৩ বলে ৬৩ রান করেন হার্দিক। শেষ দুই ওভারে ৩১ রান তোলে ভারত। ২০ ওভারে ভারত পাঁচ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তুলল। দলের হয়ে হার্দিকই সর্বাধিক রান করেন।
বিরাটের অ্যাডিলেডপ্রীতি অব্যাহত। অ্যাডিলেডে নিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তৃতীয় অর্ধশতরান করেন বিরাট কোহলি। তবে অর্ধশতরান করার পরের বলেই আউট হয়ে যান বিরাট। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৩৬/৪।
১৬তম ওভারের প্রথম বলেই কারানের বিরুদ্ধে অনবদ্য এক শট খেললেন হার্দিক। ব্যাকফুটে দাঁড়িয়ে কভারের ওপর দিয়ে ছয় হাঁকালেন পাণ্ড্য। ভারতের স্কোর পৌঁছল ১১৬ রানে।
১৫তম ওভারে শতরানের গণ্ডি পার করল ভারতীয় দল। লিভিংস্টোনের বলে চার মেরে ভারতীয় দলের শতরান পূরণ করলেন বিরাট কোহলি।
সূর্যকুমারকে হারিয়ে ধীর গতিতে এগোচ্ছে ভারত। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৯০ তিন উইকেটের বিনিময়ে। কোহলি ৩৮ ও হার্দিক ৪ রানে ব্যাট করছেন।
বেন স্টোকসের বিরুদ্ধে ১১তম ওভারের শেষ দুই বলে যথাক্রমে ছয় ও চার হাঁকান সূর্যকুমার যাদব। তবে পরের ওভারেই আদিল রশিদকে ফের বাউন্ডারি মারতে গিয়েই নিজের উইকেট হারালেন সূর্য। ৭৫ রানে তৃতীয় উইকেট হারাল ভারত।
২৭ রানে সাজঘরে ফিরলেন রোহিত শর্মা। ক্রিস জর্ডনকে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ব্যাটে বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি রোহিত। ঝাঁপ দিয়ে এক দারুণ ক্যাচ ধরলেন কারান। ৮.৫ ওভার শেষে ভারতের স্কোর ৫৬/২।
পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৩৮/১। আগ্রাসী মেজাজে ব্যাট করা শুরু করেছেন রোহিত শর্মা।
মাত্র পাঁচ রানে আউট হলেন কেএল রাহুল। দ্বিতীয় ওভারেই ৯ রানে প্রথম উইকেট হারাল ভারত।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের। ইংল্যান্ড দলে দুই বদল, ভারতীয় দল অপরিবর্তিত।
অ্যাডিলেডে চলতি বিশ্বকাপে ছয় ম্যাচের মধ্যে চারবার প্রথমে ব্যাট করা দল জয়ী হয়েছে।
বিরাট কোহলি অ্যাডিলেডে ১৪টি আন্তর্জাতিক ইনিংস খেলেছেন। এই মাঠে কোহলির সব ফর্ম্যাট মিলিয়ে ব্যাটিং গড় ৭৫.৫৮।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচ চলাকালীন অ্যাডিলেডে আপাতত ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রেক্ষাপট
অ্যাডিলেড: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। আট বছর পর ফাইনালে ওঠার হাতছানি ভারতের সামনে। অপরদিকে, গত বিশ্বকাপে সেমিফাইনালে পরাজয়ের হতাশা ভুলে ফাইনালে উঠতে মরিয়া জস বাটলারের দল। দলের দুই তারকা ডেওয়িড মালান ও মার্ক উডের এই ম্যাচে খেলা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে বটে। তবে ভারতীয় দলে সকলেই ফিট।
বিগত চার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে পরাজিত করেছে ভারতীয় দল। মাস কয়েক আগে ইংল্যান্ডের ঘরের মাটিতেও ইংল্যান্ডকে হারিয়েছে টিম ইন্ডিয়া। সেই কথা মনে করিয়ে দিয়ে রোহিত ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের স্বভাব সম্পর্কে অবগত। এই ফর্ম্যাটে যে কোনও দল যে কাউকে হারাতে পারে। তবে ইংল্যান্ডকে ইংল্যান্ডে হারানোটা বিরাট কঠিন এবং আমরা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছি। এই বিষয়টাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।'
ম্যাচে নামার আগে ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিয়ে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জস বাটলার বলেন, ''আমরা কোনওভাবেই চাই না ফাইনালে ভারত বনাম পাকিস্তান হোক। আমরা ভারতীয় ক্রিকেট দলের আনন্দ মাটি করে দিতে চাই। যদিও তারা অবশ্যই দুর্দান্ত একটা দল।'' বাটলার আরও বলেন, ''আমরা টুর্নামেন্টের শুরুতে যেখানে আসতে চেয়েছিলাম সেখানে এসেছি। এবার আমরা সামনের দিকে তাকাতে চাই। কাল মাঠে নামার জন্য মুখিয়ে আছে দলের প্রত্যেকেই। ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। কিন্তু আমরাও লড়াই করতে প্রস্তুত।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -