KL Rahul: ভোগাচ্ছে পুরনো চোট, চিকিৎসা করাতে লন্ডনে রাহুল? কবে ফিরবেন মাঠে?

India vs England: ৭ মার্চ শুরু হওয়ার কথা ভারত বনাম ইংল্যান্ড শেষ টেস্ট ম্যাচ। সেই ম্যাচেও কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট।

Continues below advertisement

ধর্মশালা: হায়দরাবাদে প্রথম টেস্টে তিনি খেলেছিলেন। তবে তারপর থেকেই চোটের জন্য মাঠের বাইরে কে এল রাহুল (KL Rahul)। ধর্মশালায় ভারত বনাম ইংল্যান্ড (India vs England Test Series) সিরিজের শেষ টেস্টে কি খেলতে পারবেন কর্নাটকের তারকা ব্যাটার?

Continues below advertisement

সংশয় তৈরি হয়ে গিয়েছে। কারণ, রাহুল এখনও ফিট নন বলেই খবর। ৭ মার্চ শুরু হওয়ার কথা ভারত বনাম ইংল্যান্ড শেষ টেস্ট ম্যাচ। সেই ম্যাচেও কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট। তার আগে রাহুলের সুস্থতা নিয়ে প্রশ্ন রয়েছে। 

সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ও ন্যাশানল ক্রিকেট অ্যাকাডেমি (NCA) রাহুলের চোটের অবস্থা নতুন করে খতিয়ে দেখছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কারও কারও মতে, সপ্তাহখানেক ধরে বিদেশে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন রাহুল। সম্ভবত লন্ডনে চলছে তাঁর চিকিৎসা। 

কী সমস্যা রাহুলের? তাঁর কোয়াড্রিসেপস পেশিতে ব্যথা। গতবছর যে কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁকে। মনে করা হচ্ছে, সেই পেশিতে এখনও স্টিফনেস রয়েছে। দলে তাঁর গুরুত্ব আর যেভাবে তিনি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন, সেই কারণে রাহুলকে খেলানোর ব্যাপারে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড বা নির্বাচকেরা। আইপিএল শুরু ২২ মার্চ। তার আগে রাহুল পুরোপুরি ফিট হবেন কি না, তা নিয়েও সন্দিহান কোনও কোনও মহল।

ধর্মশালায় রাহুলের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তার ওপর এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় রাহুলকে তাড়াহুড়ো করে মাঠে নাও ফেরানো হতে পারে বলে খবর। রাঁচিতে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত।           

হায়দরাবাদে প্রথম টেস্টের পর বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল রাহুলকে। তখন বলা হয়েছিল, রাজকোটে তৃতীয় টেস্টে দলে ফিরবেন রাহুল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি। চতুর্থ টেস্টের আগে ভারতীয় বোর্ড থেকে জানানো হয়, চোটের জন্য রাঁচির ম্যাচে নেই রাহুল। ফিট হলে তবেই পঞ্চম টেস্টে খেলানো হবে রাহুলকে।                                 

আরও পড়ুন: নিয়মিত টেস্ট খেললে মিলবে বোনাস! ঈশান, শ্রেয়সদের সিদ্ধান্তের জেরেই কি বোর্ডের নতুন সিদ্ধান্ত?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Continues below advertisement
Sponsored Links by Taboola