জাকার্তা: এশিয়া কাপ হকিতে এখনও জয় অধরা ভারতীয় দলের। জাপানের বিরুদ্ধে ৫-২ গোলে হেরে গেল টিম ইন্ডিয়া। এর আগে গতকাল পাকিস্তানের বিরুদ্ধে আটকে যেতে হয়েছিল। এবার জাপানের বিরুদ্ধে লড়াই করেও হারতে হল মনিন্দর, সুরজরা। 


ম্যাচের প্রথম হাফে একটি গোল হজম করতে হয়েছিল ভারতকে। পরের হাফে আরও চারটে গোল হজম করে তারা। উল্টে যদিও ২ টো গোল শোধ করেছিল টিম ইন্ডিয়ার হকি প্লেয়াররা। কিন্তু ম্যাচ বাঁচাতে পারেননি তাঁরা। 


ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক জাপান


এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল জাপান। প্রথম কোয়ার্টার থেকেই একের পর এক আক্রমণ প্রতিপক্ষের কোয়ার্টারে হানাতে থাকে। যদিও প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারে ২৩ মিনিটের মাথায় প্রথম গোল পায় জাপান। কেন নাগায়োসি ভারতের জালে বল জড়িয়ে দেন। এর কিছুক্ষণের মধ্যেই আরও একটি গোল করে নেয় জাপান। ২-০ গোলে এগিয়ে যায় তারা ৩৯ মিনিটের মাথায়। 


২-০ গোলে পিছিয়ে থাকার পর ভারতের হয়ে প্রথম গোল করেন পবন রাজভর। এরপর শেষ ২ টো কোয়ার্টারে আরও তিন গোল হজম করলেও মাত্র একটি গোল করতে পেরেছিল ভারতীয় হকি দল। শেষ পর্যন্ত ৫-২ গোলে হারিয়ে দেয় জাপান ভারতকে।


এই হারের সঙ্গে সঙ্গে পুল এ-তে তিন নম্বর পজিশনে রয়েছে ভারত। ভারতের চলতি টুর্নামেন্টে পুরো ভাগ্য নির্ধারণ করছে জাপান বনাম পাকিস্তানের ওপর। আগামী বৃহস্পতিবার ২ দলের ম্যাচ রয়েছে। সেই একই দিনে ভারতীয় হকি দল খেলতে নামবে আয়োজক দেশ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। 


গতকা পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করেছিল ভারতীয় হকি দল। ১ গোলে প্রথম হাফে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত গোল হজম করতে হয় ভারতকে। যার জন্য ১-১ গোলে ড্র করেই পাকিস্তানের বিরুদ্ধে সন্তুষ্ট থাকতে হয় হরমনপ্রীতদের।