জলপাইগুড়ি : অবশেষে জিটিএ (GTA) ভোটের দিনক্ষণ ঘোষণা। আগামী ২৬ জুন হবে ভোট। গণনা ২৯ জুন। বিজ্ঞপ্তি জারি হবে ২৭ মে হবে। সর্বদলীয় বৈঠকের (All Party Meeting) পর ঘোষণা জলপাইগুড়ির (Jalpaiguri) ডিভিশনার কমিশনারের।
জিটিএ নির্বাচন :
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ নির্বাচনের কথা বলেছিলেন। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, তিনি চান যাতে জিটিএ নির্বাচন হয়ে যায়। এরপরেই কড়া প্রতিক্রিয়া দেয় গোর্খা জনমুক্তি মোর্চা। তাদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, পাহাড়-সমস্যার স্থায়ী সমাধান না করে জিটিএ-নির্বাচন হলে, তারা অনশনের পথে হাঁটবে।
তৃণমূলের সঙ্গে গুরুংপন্থী মোর্চার সম্পর্ক সাম্প্রতিক অতীতে ভাল ছিল। কিন্তু, সেই মোর্চাই দিনকয়েক আগে সিংমারির পার্টি অফিসের সামনে প্রতীকী অনশন শুরু করে। বিষয়টি নিয়ে তাদের অবস্থানের কথা স্পষ্ট করে জানান গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি। বিষয়টি নিয়ে মুখ খোলা হয়েছে তৃণমূলের তরফেও। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'মমতার সরকার পাহাড়ের ছবিটা পাল্টেছে। উন্নয়ন হচ্ছে। মানুষ শান্তিতে আছে। আলাদা কিছু বলার থাকলে, সরকারকে বলুক।'
ফের বিতর্ক :
এর মধ্যেই বিতর্ক উস্কে দেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ফের একবার পাহাড়কে পৃথক রাজ্য হিসেবে ঘোষণার দাবি জানান তিনি। তিনি বলেন, 'আমরা যে ভোটে জিতে এসেছি, সেই জনমতটা GTA-র বিরুদ্ধে জনমত। পাহাড়ের লোক GTA চায় না। আমি সেপারেশনের পক্ষে আছি। আগে বাংলা ভাগ চাই আমি। আমাদের পিপিএসের মানে হচ্ছে সেপারেশন।'
শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন-
এদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের বিজ্ঞপ্তি শীঘ্রই জারি হবে বলে জানা গেছে। কাল স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনের। শিলিগুড়ি মহকুমা পরিষদের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালে। শিলিগুড়ি মহকুমা পরিষদে ৯টি আসনে ভোট। ২২ টি গ্রাম পঞ্চায়তের ৪৬২টি আসনে ভোট। ৪টি পঞ্চায়েত সমিতিতে ৬৬টি আসনে নির্বাচন।