লেস্টার: আইপিএলের পর প্রথমবার মাঠে নামতে চলেছে রোহিত, বিরাটরা। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে একমাত্র টেস্টে নামার আগে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলেরা। আজ থেকেই শুরু হতে চলেছে সেই প্রস্তুতি ম্যাচ। লেস্টারশায়ারের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টেস্ট ম্যাচটিতে খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। এই প্রস্তুতি ম্যাচ টিভিতে দেখতে পাবেন না ভারতীয় দর্শকরা। কিন্তু তবুও তাঁরা লাইভ অ্যাকশন দেখতে পারবেন। কিন্তু কীভাবে?


আজ থেকে শুরু ম্য়াচ? 


আজ থেকে শুরু ভারত বনাম লেস্টারশায়ার চারদিনের প্রস্তুতি ম্যাচ


কোথায় হবে ম্যাচটি?


চারদিনের প্রস্তুতি ম্যাচটি হবে লেস্টারের আপটনস্টিল কাউন্টি গ্রাউন্ডে


কখন শুরু হবে ম্যাচ?


প্রস্তুতি ম্য়াচটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩ থেকে


কীভাবে দেখবেন?


টিভিতে সম্প্রচার হবে না এই ম্যাচটি। তবে লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে ম্যাচটি। দর্শকরা সেখানেই দেখতে পারবেন।


গত বছর ভারত-ইংল্যান্ড (Ind vs Eng) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল করোনার ধাক্কায়। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। অর্ধসমাপ্ত সিরিজের শেষ ম্যাচ খেলতে ভারতীয় দল (Team India) পৌঁছে গিয়েছে ইংল্যান্ডে। কিন্তু ফের করোনার কাঁটায় বিদ্ধ সিরিজ। ভারতের তারকা অফস্পিনার আর অশ্বিনের (R Ashwin) করোনা আক্রান্ত হওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল। যে কারণে তিনি দলের সঙ্গে ইংল্যান্ডে যাননি। বুধবার বিরাট কোহলির (Virat Kohli) করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।


করোনা সংক্রমিত হওয়ায় ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে উড়ে যেতে পারেননি অশ্বিন। এবার সামনে এল আরও চাঞ্চল্যকর এক খবর। ইংল্যান্ডে পৌঁছেই নাকি বিরাট কোহলি করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও সূত্রের খবর, তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন। লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও মাঠে নামবেন বলে ভারতীয় দলের কোনও কোনও সূত্র থেকে জানা যাচ্ছে।