IND vs NED LIVE Score: নেদারল্যান্ডসকে ১৬০ রানে দুরমুশ করে ইতিহাস গড়ল রোহিতের টিম ইন্ডিয়া

India vs Netherlands LIVE Score: ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বকাপে টানা আট ম্যাচ জিতেছিল। রোহিতের ভারতীয় দলও এ বিশ্বকাপে সেই কীর্তিতে ভাগ বসিয়েছে।

ABP Ananda Last Updated: 12 Nov 2023 09:40 PM
ODI World Cup 2023 Live: অধিনায়কের সাফল্য

চলতি বিশ্বকাপে নয়ে নয় করে ফেলল ভারত। ২৫০ রানে অল আউট নেদারল্যান্ডস। তেজা নিদামানুরুকে ৫৪ রানে আউট করে নেদারল্যান্ডসের ইনিংসে ইতি টানলেন রোহিত শর্মা। ১৬০ রানে জিতল ভারত। 

IND vs NED Live: জয়ের দোরগোড়ায় ভারত

রুলফ ভ্যান ডার মারওয়াকে আউট করে নেদারল্যান্ডসকে অষ্টম ধাক্কা দেন রবীন্দ্র জাডেজা। আরিয়ান দত্তর উইকেট ছিটকে ভারতকে নবম সাফল্য এনে দিলেন যশপ্রীত বুমরা। জয়ের দোরগাড়ায় ভারত। ৪৩ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ২৪৩/৯। 

ODI World Cup 2023 Live: সপ্তম সাফল্য

ম্যাচের দ্বিতীয় সাফল্য পেলেন কুলদীপ যাদব। ১৬ রানে আউট হলেন লোগান ভ্যান বিক। ৪৩ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ২১৪/৭।

IND vs NED Live: সাফল্য পেলেন সিরাজ

অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্টকে ৪৫ রানে আউট করেন মহম্মদ সিরাজ। ৪০ শেষে নেদারল্যান্ডসের স্কোর ১৯০/৬।

ODI World Cup 2023 Live: চাপ বাড়ছে

নেদারল্যান্ডসের উপর চাপ ক্রমশ বাড়ছে। ৩৭ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ১৬৯/৫। জয়ের জন্য ডাচদের ৭৮ বলে আরও ২৪২ রান করতে হবে।

IND vs NED Live: নিখুঁত ইয়র্কার

অনবদ্য ইয়র্কারে বাস ডি লিডের উইকেট ভেঙে দিলেন যশপ্রীত বুমরা। ১২ রানে তাঁকে সাজঘরে ফেরালেন ভারতের তারকা ফাস্ট বোলার। ১৪৪ রানে আধা ডাচ দল সাজঘরে ফিরে গেল।

ODI World Cup 2023 Live: কোহলির সাফল্য

বল হাতে উইকেট পেলেন বিরাট কোহলি। গোটা গ্যালারি জুড়ে উচ্ছ্বাসের রোল। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস ফ্লিক করতে গিয়ে ১৭ রানে আউট হন লেগ সাইডে। ইনিংসের মাঝপথে নেদারল্যান্ডসের স্কোর ১১১/৪।

IND vs NED Live: প্রথম বলেই সাফল্য

অ্যাকারম্যান আউট হওয়ার পর ও'দউদও বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না। বল হাতে নিয়েই সাফল্য এনে দিলেন রবীন্দ্র জাডেজা। ১৬ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ৭৫/৩।

ODI World Cup 2023 Live: দ্বিতীয় সাফল্য

ভারতীয় দলকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন কুলদীপ যাদব। সেট কলিন অ্যাকারম্যানকে ৩৫ রানে এলবিডব্লু আউট করলেন তিনি। আম্পায়ার আউট দেওয়ার পর অ্যাকারম্যান রিভিউ নেন বটে, তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। ৬৬ রানেই পড়ল দ্বিতীয় উইকেট। 

IND vs NED Live: ১১ ওভার শেষে ডাচদের স্কোর ৬৬/১

ব্যাট হাতে নেদারল্যান্ডসের টপ অর্ডার ব্যাটাররা বেশ ভালই খেলছেন। ইনিংসের দ্বিতীয় ওভারে ওয়েসলি বারেসিকে মহম্মদ সিরাজ চার রানে সাজঘরে ফেরালেও, তারপর থেকে ম্যাক্স ও দউদ এবং কলিন অ্যাকারম্যান ইনিংস গড়ছেন। ১১ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ৬৬/১।

ODI World Cup 2023 Live: রানের পাহাড়ে ভারত

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ৫৪ বলে ৬১ রান করে তিনিই ভারতকে ঝোড়ো শুরু দেন। ৩২ বলে ৫১ করেন শুভমন গিল। হাফসেঞ্চুরি করেন বিরাট কোহলিও। আউট হন ৫১ রানে। তারপর থেকে শুধুই শ্রেয়স ও রাহুলের ব্যাটের মন্ত্রমুগ্ধতা।

ODI World Cup 2023 Live: ভারতীয় ইনিংসে হল ১৬টি ছক্কা

ভারতীয় ইনিংসে হল ১৬টি ছক্কা। যার মধ্যে ৯টি ছক্কা মারলেন শ্রেয়স ও রাহুল। ৫টি ছক্কা ও ১০টি চার-সহ ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত রইলেন আইপিএলকলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স। রাহুল ছিলেন আরও আগ্রাসী মেজাজে। ৪ ছক্কা ও ১১টি বাউন্ডারি-সহ ৬৪ বলে ১০২ রান করলেন কর্নাটকের তারকা। জোড়া ছক্কা মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন রাহুল।

IND vs NED Live: ৫০ ওভারের শেষে ভারত তুলল ৪১০/৪

জোড়া ছক্কা মেরে সেঞ্চুরি রাহুলের। আউট হলেন ৬৪ বলে ১০২ রান করে। শ্রেয়স আইয়ার অপরাজিত রইলেন ৯৪ বলে ১২৮ রান করে। ৫০ ওভারের শেষে ভারত তুলল ৪১০/৪।

ODI World Cup 2023 Live: সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার

হাফসেঞ্চুরি কে এল রাহুলের। সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। ৪৭ ওভারের শেষে ভারতের স্কোর ৩৬০/৩।

IND vs NED Live Score: ৪১ ওভারের শেষে ভারতের স্কোর ২৯৬/৩

৪১ ওভারের শেষে ভারতের স্কোর ২৯৬/৩। শ্রেয়স আইয়ার ৭৫ রানে ও কে এল রাহুল ৪৭ রানে ক্রিজে।

IND vs NED Live: ৩৫ ওভারের শেষে ভারতের স্কোর ২৪৪/৩

হাফসেঞ্চুরি শ্রেয়স আইয়ারের। ক্রিজে তাঁর সঙ্গী কে এল রাহুল। ৩৫ ওভারের শেষে ভারতের স্কোর ২৪৪/৩।

IND vs NED Live: ৫১ রান করে ফান দার মারউইর বলে বোল্ড বিরাট কোহলি

৫৬ বলে ৫১ রান করে ফান দার মারউইর বলে বোল্ড বিরাট কোহলি। ২৯ ওভারের শেষে ভারতের স্কোর ২০০/৩।

IND vs NED Live Score: ২৭ ওভারের শেষে ভারতের স্কোর ১৯০/২

ভারতীয় ইনিংসকে টানছেন বিরাট কোহলি (৪৮ ব্যাটিং) ও শ্রেয়স আইয়ার (২৪ ব্যাটিং)। ২৭ ওভারের শেষে ভারতের স্কোর ১৯০/২।

IND vs NED Live: আউট রোহিত

ভারতের দ্বিতীয় উইকেটের পতন। ৬১ রান করে বাস ডি লিডের বলে ক্যাচ আউট হলেন রোহিত শর্মা।ভারতের স্কোর ১৮ ওভারে ১৩০/২

IND vs NED Live Score: অর্ধশতরান রোহিতের

৪৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন রোহিত শর্মা। ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল।

IND vs NED Live: আউট গিল

ভারতের প্রথম উইকেটের পতন। অর্ধশতরান করার পরই উইকেট হারালেন শুভমন গিল।

IND vs NED Live Score: অর্ধশতরান গিলের

৩০ বলে অর্ধশতরান হাঁকালেন শুভমন গিল। 

IND vs NED Live: ৯ ওভারে ভারতের স্কোর ৭৯/০

৯ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭৯ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল।

IND vs NED Live Score: ৭ ওভারের শেষে ভারতের স্কোর ৬৪/০

চার-ছক্কার বন্যা রোহিত ও শুভমনের। ৭ ওভারের শেষে ভারতের স্কোর ৬৪/০।

IND vs NED Live: ২ ওভারের শেষে ভারতের স্কোর ১৫/০

প্রথম ওভারে আরিয়ান দত্তকে জোড়া বাউন্ডারি রোহিত শর্মার। ২ ওভারের শেষে ভারতের স্কোর ১৫/০।

IND vs NED Live: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মা

নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিত শর্মার।

IND vs NED Live Score: গ্রুপ শীর্ষে থাকা নিশ্চিত ভারতের

রোহিত শর্মাদের সামনে আজ কার্যত নিয়মরক্ষার ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত ভারতের।

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: চার সেমিফাইনালিস্ট নির্ধারিত। পয়েন্ট তালিকায় ভারতের (Indian Cricket Team) শীর্ষে থাকাও নিশ্চিত। বিশ্বকাপ (ODI World Cup) থেকে ছিটকে গিয়েছে নেদারল্যান্ডস (Netherlands Cricket Team)। এমন পরিস্থিতিতে স্কট এডওয়ার্ডসের দলের বিরুদ্ধে রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। আপাত অর্থে এই ম্যাচের তেমন কোনও গুরুত্ব নেই। তবে নিয়মরক্ষার ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে রেকর্ড গড়ার হাতছানি।


২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বকাপে টানা আট ম্যাচ জিতেছিল। রোহিতের ভারতীয় দলও এ বিশ্বকাপে সেই কীর্তিতে ভাগ বসিয়েছে। নেদারল্যান্ডসকে হারালেই প্রথম ভারতীয় দল হিসাবে বিশ্বকাপে নাগাড়ে নয়টি ম্যাচ জিতে নেবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। 


আবহাওয়া


রবিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা (তিন শতাংশ) কার্যত নেই। বাতাসে ৪৫ শতাংশ আর্দ্রতা থাকবে। আকাশে অবশ্য মেঘে ঢাকা থাকবে। ম্যাচ চলাকালীন তাপমাত্র ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যেই থাকার পূর্বাভাস রয়েছে।


পিচ রিপোর্ট


চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটারদের স্বর্গ। উপরন্তু, ছোট বাউন্ডারির ফলে স্টেডিয়ামে বড় বড় রান হয়। এই বিশ্বকাপেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে ৪০১ ও ৩৬৭ রান করেছে চিন্নাস্বামী। তবে এই বিশ্বকাপে এই মাঠেই আবার ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ১৫৬ ও ১৭১ রানে অল আউট হয়ে গিয়েছে। তাই আগেভাগে কিছু বলাটা একেবারেই সম্ভব নয়।                          


হেড-টু-হেড


ভারত এবং নেদারল্যান্ডস ওয়ান ডে ফর্ম্যাটে বিশ্বকাপের মঞ্চেই দুইবার একে অপরের মুখোমুখি হয়েছে। ২০০৩ সালের বিশ্বকাপে ভারতীয় দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হয়েছিল। ডাচদের সামনে লক্ষ্য ছিল মাত্র ২০৪ রান। তবে ১৩৬ রানেই গুটিয়ে যায় ডাচদের ব্যাটিং ইনিংস। ১২ বছর আগেও ভারতের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে মাত্র ১৮৯ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডস ইনিংস। ১৪ ওভার বাকি থাকতে জয় পায় ভারতীয় দল।                                 


আরও পড়ুন: ইডেনে হাফসেঞ্চুরি, ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে এই রেকর্ড গড়লেন রুট


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.