IND vs NED LIVE Score: নেদারল্যান্ডসকে ১৬০ রানে দুরমুশ করে ইতিহাস গড়ল রোহিতের টিম ইন্ডিয়া

India vs Netherlands LIVE Score: ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বকাপে টানা আট ম্যাচ জিতেছিল। রোহিতের ভারতীয় দলও এ বিশ্বকাপে সেই কীর্তিতে ভাগ বসিয়েছে।

ABP Ananda Last Updated: 12 Nov 2023 09:40 PM

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: চার সেমিফাইনালিস্ট নির্ধারিত। পয়েন্ট তালিকায় ভারতের (Indian Cricket Team) শীর্ষে থাকাও নিশ্চিত। বিশ্বকাপ (ODI World Cup) থেকে ছিটকে গিয়েছে নেদারল্যান্ডস (Netherlands Cricket Team)। এমন পরিস্থিতিতে স্কট এডওয়ার্ডসের দলের বিরুদ্ধে...More

ODI World Cup 2023 Live: অধিনায়কের সাফল্য

চলতি বিশ্বকাপে নয়ে নয় করে ফেলল ভারত। ২৫০ রানে অল আউট নেদারল্যান্ডস। তেজা নিদামানুরুকে ৫৪ রানে আউট করে নেদারল্যান্ডসের ইনিংসে ইতি টানলেন রোহিত শর্মা। ১৬০ রানে জিতল ভারত।