হ্যামিলটন: যশপ্রীত বুমরাহ। ১০ ওভার বল করে একটি মেডেন। রান দিয়েছেন ৫৩। একটিও উইকেট নেই। মহম্মদ শামি ৯ ওভার ১ বলে করে রান দিয়েছেন ৬৩। উইকেট পেয়েছেন একটি। শার্দূল ঠাকুর উইকেট পেলেও ৯ ওভারে রান দিয়েছেন ৮০। বাকি দুই স্পিনার রবীন্দ্র যাদেজা ও কুলদীপ যাদব, দুজনে ২০ ওভারে দিয়েছেন ১২৮ রান। চায়নম্যান ২টি উইকেট পেলেও তিনি একাই দিয়েছেন ৮৪ রান। এই পরিসংখ্যানেই পরিষ্কার ভারতীয় বোলিং এদিন কিউইদের সামনে ঠিক কতটা ধরাশায়ী হয়েছে। আর সেকারণেই হ্যামিলটেন ৩৪৭ রান করেও হারত হলে বিরাট কোহলিদের। ৮৪ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলে নিউ জিল্যান্ডকে ৪ উইকেটে জয় এনে দিলেন রস টেলর। সঙ্গে অবশ্যই বলতে হবে টম লাথাম (৬৯) ও হেনরি নিকোলসের (৭৮) অর্ধশতরানের কথাও।
ময়াঙ্ক অগ্রবাল ও পৃথ্বী শ-এর অভিষেকের দিন উজ্জ্বল ব্যাটিং শ্রেয়স আইয়ারের। পাঁচ নম্বরে সফল কেএল রাহুলও। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম শতরান পেলেন শ্রেয়স। ১১১ বলে ১০৩ রানের ইনিংস আসে এই তরুণ তারকার ব্যাট থেকে। পাঁচ নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং করেন কেএল রাহুলও। ৬টি ওভার বাউন্ডারি ও ৩টি বাউন্ডারিতে সাজানো ছিল রাহুলের ইনিংস। তাঁর ৬৪ বলে ৮৮ রানের ইনিংসের সুবাদেই সাড়ে তিনশো রানের কাছে পৌঁছে যায় ভারত। হ্যামিলটনে ৪ উইকেট হারিয়ে ভারত করে ৩৪৭ রান। হ্যামিলটনের সিডন পার্কে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৫-০ ব্যবধানে ‘ব্রাউনওয়াশ’ হওয়ার লজ্জা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া টম লাথামের নেতৃত্বাধীন কিউই দল। প্রসঙ্গত, এই সিরিজে খেলছেন না কেন উইলিয়ামসন।