হ্যামিলটন: যশপ্রীত বুমরাহ। ১০ ওভার বল করে একটি মেডেন। রান দিয়েছেন ৫৩। একটিও উইকেট নেই। মহম্মদ শামি ৯ ওভার ১ বলে করে রান দিয়েছেন ৬৩। উইকেট পেয়েছেন একটি। শার্দূল ঠাকুর উইকেট পেলেও ৯ ওভারে রান দিয়েছেন ৮০। বাকি দুই স্পিনার রবীন্দ্র যাদেজা ও কুলদীপ যাদব, দুজনে ২০ ওভারে দিয়েছেন ১২৮ রান। চায়নম্যান ২টি উইকেট পেলেও তিনি একাই দিয়েছেন ৮৪ রান। এই পরিসংখ্যানেই পরিষ্কার ভারতীয় বোলিং এদিন কিউইদের সামনে ঠিক কতটা ধরাশায়ী হয়েছে। আর সেকারণেই হ্যামিলটেন ৩৪৭ রান করেও হারত হলে বিরাট কোহলিদের। ৮৪ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলে নিউ জিল্যান্ডকে ৪ উইকেটে জয় এনে দিলেন রস টেলর। সঙ্গে অবশ্যই বলতে হবে টম লাথাম (৬৯) ও হেনরি নিকোলসের (৭৮) অর্ধশতরানের কথাও।



ময়াঙ্ক অগ্রবাল ও পৃথ্বী শ-এর অভিষেকের দিন উজ্জ্বল ব্যাটিং শ্রেয়স আইয়ারের। পাঁচ নম্বরে সফল কেএল রাহুলও। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম শতরান পেলেন শ্রেয়স। ১১১ বলে ১০৩ রানের ইনিংস আসে এই তরুণ তারকার ব্যাট থেকে। পাঁচ নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং করেন কেএল রাহুলও। ৬টি ওভার বাউন্ডারি ও ৩টি বাউন্ডারিতে সাজানো ছিল রাহুলের ইনিংস। তাঁর ৬৪ বলে ৮৮ রানের ইনিংসের সুবাদেই সাড়ে তিনশো রানের কাছে পৌঁছে যায় ভারত। হ্যামিলটনে ৪ উইকেট হারিয়ে ভারত করে ৩৪৭ রান।




কিউদের হয়ে ২টি উইকেট নিয়েছেন টিম সাউদি। ১টি করে উইকেট পেয়েছেন কলিন দে গ্র্যান্ডহোম ও ইশ সোদি।

হ্যামিলটনের সিডন পার্কে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৫-০ ব্যবধানে ‘ব্রাউনওয়াশ’ হওয়ার লজ্জা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া টম লাথামের নেতৃত্বাধীন কিউই দল। প্রসঙ্গত, এই সিরিজে খেলছেন না কেন উইলিয়ামসন।





অন্যদিকে, টি-২০ ফর্ম্যাটের ফর্ম ও ধারাবাহিকতা একদিনের ম্যাচেও ধরে রাখতে বদ্ধপরিকর মেন ই ব্লু। একদিনের ম্যাচে ভারতের হয়ে জোড়া অভিষেক ঘটছে ময়াঙ্ক অগ্রবাল ও পৃথ্বী শ-এর।



ভারত: পৃথ্বী শ, ময়াঙ্ক অগ্রবাল, বিরাট কোহলি, শ্রেস আয়ার, লোকেশ রাহুল, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাহ।

নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, হেনরি নিকল্স, টম লাথাম, টম ব্লান্ডেল, রস টেলর, জেমস নীশাম, কলিন গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি ও হামিশ বেনেট।