কানপুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম সেশনটা ভারতের পক্ষে থাকলেও, দ্বিতীয় সেশনে তিন উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল। চা পানের বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৪।


দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হয়ে যান শুভমান গিল (৫২)। এরপর ফিরে যান চেতেশ্বর পূজারা (২৬)। এই টেস্টে ভারতের অধিনায়ক অজিঙ্কা রাহানে (৩৫) লড়াই চালাচ্ছিলেন। তবে তিনিও আউট হয়ে গিয়েছেন। এখন ক্রিজে এদিনই টেস্টে অভিষেক হওয়া শ্রেয়স আয়ার (১৭) ও রবীন্দ্র জাডেজা (৬)।


আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এই টেস্টে ভারতীয় দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে। শুরুতে ময়ঙ্ক অগ্রবালের (১৩) উইকেট হারালেও, প্রথম সেশনটা ভারতের পক্ষে ভালই যায়। এই সেশনের শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৮২। কিন্তু দ্বিতীয় সেশনটা ভারতের পক্ষে বিশেষ ভাল গেল না। গুরুত্বপূর্ণ তিনটি উইকেট হারাল ভারত। 


এই টেস্টে খেলছেন না ভারতের প্রথমসারির কয়েকজন ক্রিকেটার। দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মারা। এই টেস্টে অধিনায়কত্ব করছেন অজিঙ্কা রাহানে। দলে আছেন বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা।


ভারতীয় দল- শুভমান গিল, ময়ঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), শ্রেয়স আয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।


কানপুরের পিচ বরাবরই স্পিনারদের সহায়ক হিসেবে পরিচিত। সেই কারণেই এই টেস্টে তিন স্পিনার নিয়ে খেলছে ভারতীয় দল। দুই অভিজ্ঞ স্পিনার অশ্বিন-জাডেজার সঙ্গে আছেন অক্ষর। দুই পেসার ইশান্ত ও উমেশ।


টি-২০ সিরিজে না খেললেও, টেস্ট সিরিজের দলে ফিরেছেন নিউজিল্য়ান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ফলে পূর্ণশক্তির দল নিয়েই খেলছে কিউয়িরা।


নিউজিল্যান্ড দল- টম ল্যাথাম, উইল ইয়াং, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রচিন রবীন্দ্র, টিম সাউদি, আজাজ পটেল, কাইল জেমিয়েসন ও উইলিয়াম সমারভিল।