India vs New Zealand 2nd Test Live : ব্যক্তিগত ২৩ রানে আউট গিল, নিউজিল্যান্ডকে টাইট ফাইট দিচ্ছেন জয়সওয়াল

IND vs NZ Score Live: বেঙ্গালুরুতে প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে নিউজ়িল্যান্ড। পুণেতেও চালকের আসনে তারা। জিতলে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই পকেটে চলে আসবে।

ABP Ananda Last Updated: 26 Oct 2024 12:36 PM
India vs New Zealand Live: ব্যক্তিগত ২৩ রানে আউট গিল, নিউজিল্যান্ডকে টাইট ফাইট দিচ্ছেন জয়সওয়াল

ব্যক্তিগত ২৩ রানে আউট গিল। নিউজিল্যান্ডকে টাইট ফাইট দিচ্ছেন জয়সওয়াল। কোহলি-জয়সওয়াল জুটি কি পারবে ভারতকে টানতে ?

IND vs NZ Live Score: চাপের মুখে অনবদ্য ব্যাটিং জয়সওয়ালের, করলেন অর্ধশতরান

চাপের মুখে অনবদ্য ব্যাটিং জয়সওয়ালের। করলেন অর্ধশতরান। চার মেরে হাফ সেঞ্চুরি হাঁকালেন। ভাল ব্যাট গিলেরও।

India vs New Zealand Live: জয়সওয়াল ও গিলের ঝোড়ো ব্যাটিং, দ্রুত জয়ের লক্ষ্যমাত্রায় দিকে এগোচ্ছে ভারত

জয়সওয়াল ও গিলের ঝোড়ো ব্যাটিং । দ্রুত জয়ের লক্ষ্যমাত্রায় দিকে এগোচ্ছে ভারত। ব্যক্তিগত ৪৬ রানে ব্যাট করছেন জয়সওয়াল। গিলের স্কোর অপরাজিত ২২।

IND vs NZ Live Score: স্যান্টনারের বলে ব্যক্তিগত ৮ রানে আউট রোহিত

মেজাজে শুরু করেছিলেন ভারতীয় ব্যাটাররা। একের পর এক বাউন্ডারি হাঁকানো শুরু করেন দুই ওপেনার জয়সওয়াল ও রোহিত। কিন্তু, স্যান্টনারের বলে ব্যক্তিগত ৮ রানে আউট রোহিত ।

India vs New Zealand Live: ২৫৫ রানে থামল নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস, ভারতের জয়ের জন্য প্রয়োজন ৩৫৯ রান

২৫৫ রানেই নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামিয়ে দিল ভারত। ভারতের জয়ের জন্য প্রয়োজন ৩৫৯ রান

IND vs NZ Live Score: একের পর এক ধাক্কা, জাডেজার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ওয়াশিংটন সুন্দরের তালুবন্দি পটেল

একের পর এক ধাক্কা। আরও একটি উইকেটের পতন নিউজিল্যান্ডের। জাডেজার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ওয়াশিংটন সুন্দরের তালুবন্দি এজাজ পটেল। 

India vs New Zealand Live: এবার উইকেট তুলে নিলেন অশ্বিনও, নিউজিল্যান্ডকে পাল্টা প্রত্যাঘাত ভারতের; রোহিতের তালুবন্দি টিম সাউদি

এবার উইকেট তুলে নিলেন আর অশ্বিনও। ভারতীয় অফস্পিনারের বলে স্লিপে থাকা রোহিত শর্মার তালুবন্দি টিম সাউদি। নিউজিল্যান্ডের স্কোর ২৩৮/৮। 

IND vs NZ Live Score: নিউজিল্যান্ডকে ফের ধাক্কা জাডেজার, তুলে নিলেন স্যান্টনারের উইকেট

এবার মিশেস স্যান্টনারের উইকেট তুলে নিলেন জাডেজা। জাড্ডুর বলে বুমরার হাতে তালুবন্দি হলেন নিউজিল্যান্ড ক্রিকেটার। ৭ উইকেট খুইয়ে ২৩৭ রান তাদের।

India vs New Zealand Live: তৃতীয় দিনে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা জাডেজার, বোল্ড ব্লান্ডেল

তৃতীয় দিনে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা জাডেজার। ব্যক্তিগত ২৭ রানে টম ব্লান্ডেলকে বোল্ড আউট করলেন বাঁহাতি স্পিনার

IND vs NZ Live Score: দিনের শুরুতে অনায়াসে স্পিন আক্রমণ সামলাচ্ছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা, বাড়ছে লিড

দিনের শুরুতে অনায়াসে স্পিন আক্রমণ সামলাচ্ছেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। বাড়ছে লিড

India vs New Zealand Live: শুরু হল তৃতীয় দিনের খেলা, গোড়াতেই কি নিউজিল্যান্ডকে ধাক্কা দিতে পারবে ভারত ?

শুরু হল তৃতীয় দিনের খেলা। গোড়াতেই কি নিউজিল্যান্ডকে ধাক্কা দিতে পারবে ভারত ?

IND vs NZ Live Score: দ্বিতীয় দিনের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৯৮/৫, ৩০১ রানে এগিয়ে

দ্বিতীয় দিনের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ১৯৮/৫। ৩০১ রানে এগিয়ে রয়েছে। ভারতের সামনে শনিবার অগ্নিপরীক্ষা।

প্রেক্ষাপট

পুণে : শ্রীলঙ্কার মাটি থেকে সদ্য টেস্ট সিরিজ হেরে ফিরেছে নিউজ়িল্যান্ড। সেই শ্রীলঙ্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় যারা রয়েছে তিনে। আর প্রথম স্থানে রয়েছে যারা, সেই ভারতকে ভারতের মাটিতে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বপ্ন দেখছে নিউজ়িল্যান্ড। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে নিউজ়িল্যান্ড। পুণেতেও চালকের আসনে তারা। জিতলে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই পকেটে চলে আসবে।


পুণে টেস্টে ভারতের বিরুদ্ধে ৩০১ রানের বিরাট লিড নিয়েছে নিউজ়িল্যান্ড (India vs NZ)। হাতে রয়েছে এখনও ৫ উইকেট। প্রথম ইনিংসে ১০৩ রানের মহার্ঘ লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৩ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ১৯৮/৫। পাঁচ উইকেটই স্পিনারদের। প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর নিয়েছেন চার উইকেট। এক উইকেট অশ্বিনের। সব মিলিয়ে ম্য়াচে ১১ উইকেট হয়ে গিয়েছে ওযাশিংটনের। পুণে টেস্ট তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।


আবার শনিবারের পর পুণে টেস্ট ম্যাচ দ্রুত ভুলতেও চাইতে পারেন তামিলনাড়ুর অফস্পিনার। কারণ, তাঁর ব্যক্তিগত সাফল্যের টেস্টে দল হিসাবে হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে ভারতের। যারা প্রথম ইনিংসে ১৫৬ রানে শেষ হয়ে গিয়েছিল, কিউয়ি স্পিনারদের বিরুদ্ধে যাদের থরহরিকম্প দেখিয়েছে, তারা দ্বিতীয় ইনিংসে তিনশোর বেশি স্কোর তাড়া করে জিতছে, পিচ ও পরিবেশ-পরিস্থিতি খতিয়ে দেখলে বিষয়টা অবশ্য মোটেও জলবৎ তরলং মনে হবে না। বরং এখান থেকে নিউজ়িল্যান্ডের পাল্লাই ভারি। ম্যাচ জিততে গেলে ভারতকে অসাধ্য সাধন করতে হবে।


যার মধ্যে প্রথমেই স্পিন ধাঁধার জবাব খুঁজতে হবে। প্রথম ইনিংসে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে বিদ্ধ হয়েছিল ভারত। এমনকী, গ্লেন ফিলিপ্সের বিরুদ্ধেও বিপাকে পড়তে দেখা গিয়েছিল ভারতীয় ব্যাটারদের। নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সাইমন ডুল শুক্রবারই কটাক্ষ করেছেন স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতাকে। বলেছেন, ভারতীয় ব্য়াটাররা স্পিনারদের বিরুদ্ধে শক্তিশালী এই ধারণা সম্পূর্ণ ভুল।


গোটা বিশ্ব নখ-দাঁত বার করতে শুরু করেছে। ম্যাচ কা মুজরিম খুঁজে বার করতে আস্তিন গোটাচ্ছেন ভারতের প্রাক্তনীরাও। রোহিত শর্মা, বিরাট কোহলিদের সামনে শুধু ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জই থাকছে না, থাকছে সমালোচনা বন্ধ করার গুরুদায়িত্বও। 


২০০১ সালের ২৩ বছর পর দেশের মাটিতে পরপর দুই টেস্টে লিড হজম করতে হয়েছে ভারতকে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় যে টেস্টে লিড হজম করতে হয়েছিল, সেই ইডেন ম্যাচ কিন্তু শেষ পর্যন্ত জিতেছিল ভারত। তৈরি হয়েছিল নতুন ইতিহাস। ফলো অন করেও ম্যাচ জিতিয়েছিলেন লক্ষ্মণ-দ্রাবিড়রা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.